একটি তামাদি আড্ডার ফটো ব্লগ।

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বিষ্যুদ, ০২/০৪/২০০৯ - ৯:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি তামাদি আড্ডার কিছু ছবি দিয়ে এই পোস্ট সাজালাম। আড্ডার আকর্ষণ মহামতি মাহবুব লীলেন।ইতিপূর্বে রিটন মহোদয়ের সাথে আড্ডায় সেসব সচল উপস্থিত থাকতে না পেরে আফসোস করেছেন এবারের আড্ডায় এমন কিছু নতুন সচলও যোগ দিয়েছেন।

বেঙ্গল ক্লিপারে আড্ডাবাজ সচলেরা বাথেকে নিঝুম,মাথা দেখা যাচ্ছেনা তিনি জিফরান,তারপর ধ্রুব হাসান, সুবিনয় মুস্তফি,আমার পাশে ব্লেঙ্গল ক্লিপারের মালিক মুকিত ভাই,মাহবুব লীলেন ও শুসান্ত।উকুন বাছার ক্ষণ নয়, খাবার দেখার ভান।সম্পূর্ণ রঙ্গীণ ভূড়ি ভোজন!কুমারী নান।দেবোত্তম: আমি একটু কুমারী নান চাই...তেতুল পাতায় ন'জন..ত্রি-রত্ন: ডান থেকে ধ্রুব হাসান,জিফরান ও নিঝুম(আমার ডানে নিঝুম বামে লীলেন দা ও শুসান্ত) বাংলা খাইচেন মিয়া ....হালকা মাইরা দেখেন...
চুমুকেই তৃপ্তি!
বাংলায় চুমুক দিয়া মহামতি লীলেনপুরান পাগল ভাত পায়না নতুন পাগল পাউন্ড গুনে।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

তানভীর ভাই, ট্যাগ করেন বস সবাইরে। তাইলে চিনতে সুবিধা হবে। বাহ্, আড্ডা ভালই জমসে মনে হচ্ছে। লীলেন ভাই এত্তো খুশি কেন? "লন্ডন শহর আইসা আমার মাথা ঘুরাইসে" কেস নাকি? চোখ টিপি

লীলেন'দা, চকলেট আইনেন কিন্তু। আর রানা মেহের আপু আমার জন্য কিছু গিফট আর পাউন্ড পাঠাবে, সেগুলোও আইনেন দেঁতো হাসি

স্নিগ্ধা এর ছবি

আর রানা মেহের আপু আমার জন্য কিছু গিফট আর পাউন্ড পাঠাবে, সেগুলোও আইনেন দেঁতো হাসি

ছোঁড়ার হাউস দেখে আমি তাব্দা !!!!!!

অতন্দ্র প্রহরী এর ছবি

ওয়েট করতেসি কেউ আম্রিকা যায় নাকি সেটার জন্য। তারপর আপনার গিফট আর ডলারগুলাও তারে দিয়া আনাব চোখ টিপি

থার্ড আই এর ছবি

টেগ করে দিলাম।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আকতার আহমেদ এর ছবি

ছবির সবার পরিচয় জান্তে মঞ্চায়!

থার্ড আই এর ছবি

পরিচয় জানানোর অনুমতি পাই নাই তো....। এদের মধ্যে চারজন লীলেন ভাইয়ের বন্ধু । তারা সচল নন।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সবজান্তা এর ছবি

এহ !

সব বুইড়া বুইড়া লোকজন আড্ডা মারতেসে...

এর চেয়ে জমাট আড্ডা আমরা রোজই শুদ্ধস্বরে দেই... খাইছে


অলমিতি বিস্তারেণ

হাসান মোরশেদ এর ছবি

আন্ডারগ্রাউন্ড আড্ডা দিলেন ঐদিন । আড্ডা সময়ে কারো ফোন এক্সেস হলোনা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুশফিকা মুমু এর ছবি

বাহ! খাইছে ভালৈ মজার খাওয়া দাওয়া করলেন দেখা যায়।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অছ্যুৎ বলাই এর ছবি

লীলেন্দা লন্ডনে নাকি? আমগো এদিকে সামার আইসা গ্যাছে। দাওয়াত থাকলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

বিপ্লব রহমান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নাহ্... বড় হয়া লন্ডনে যাইতে হইবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

এরা আমারে বেকুব পেয়ে সবাই বোঝালো যে পাথরের উপর বসে হাত পাতলে সবাই বিলাতি টাকা দেবে
আমি পাতলাম একজন দেবার জন্য এগিয়ে এলো

সঙ্গে সঙ্গে দেখি কয়েকটা ক্যামেরা জ্বলে উঠলো আর টাকাটা হাতের মধ্যে ছুঁইয়েই আবার ফিরিয়ে নিয়ে গেলো

আমি অনেক্ষণ হাত পেতে বসে থাকলাম
একটা টাকা পড়লো না
খালি ছবিই উঠলো হাত পাতার

০২

নাহ
বাংলাদেশের মানুষ ভিক্ষা কম দিলেও ভিক্ষার ফটোসেশন করায় না লোভ দেখিয়ে

বাংলাদেশে আমার হাতপাতাইকোনোমিক্স অনেক স্ট্রং

তানবীরা এর ছবি

খাবারের ছবিগুলো জোশ

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

আহারে, বাঙালি পোলা ভিক্ষা করতে লন্ডন গেলো ! আর, কী পোলাডা ভিক্ষা করতে করতে বুইড়া হইয়া গেলো !! তবুও হে ফকিরই রইয়া গেলো !!!

দেশের ফকিররে বিদেশে নিয়া এমুন অপমান ! সহ্য করুম না আমরা.....!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আরিফুর রহমান এর ছবি

এই আড্ডাটা মিস্ করে গেছি কিভাবে যেন...

তামাদি হলেও দেখে আহ্লাদিত হলাম।

গৌতম এর ছবি

আড্ডার ছবি কখনোই পুরনো হয় না। তাই আবার দেখে গেলাম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।