মুক্তিযুদ্ধের তথ্যচিত্র 'বার্মিংহাম ৭১'

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: সোম, ২৬/১২/২০১১ - ১০:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বৃটেন প্রবাসী বাঙালিরা মু্ক্তিযুদ্ধ চলাকালে আন্তর্জাতিক সমর্থন আদায়ে অসামান্য অবদান রেখেছিলেন একথা সর্বজন স্বীকৃত, কিন্ত বার্মিংহাম প্রবাসীদের ত্যাগের ইতিহাস, প্রবাসে প্রথম পতাকা উত্তলনকারী মিছির আলী ও বার্মিংহাম প্রবাসীদের শপথ সভার ঘটনাটি ছিলো বরাবরই উপেক্ষিত । কেন এই সংগ্রামের ও ত্যাগের ইতিহাস উপেক্ষিত ছিলো সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে চ্যানেল আই ইউরোপের উদ্যোগে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলাম চলতি বছর মার্চ এ , আগামী বছর এই প্রামাণ্যচিত্রটা কিছুটা সংযোজন ও বিয়োজনের ইচ্ছে আছে, প্রথম বছর গবেষণার সময়স্বল্পতার কারনে সব তথ্য উপাত্ত সংযুক্ত করা যায়নি, ঐতিহাসিক কিছু তথ্য ও ছবি এবছর পেয়েছি, সেগুলো সংযুক্ত করার ইচ্ছে আছ। তবু্ও আমি মনে করি পাঠকদের সাথে 'বার্মিংহাম ৭১' শীর্ষক প্রামাণ্যচিত্রটি নিয়ে আলোচনা করলে প্রামাণ্যচিত্রটির কোন তথ্য বিভ্রাট থাকলে সেটি শুধরে নেবার সুযোগ থাকবে ।

আশাকরি এই কাজে আপনাদের সহযোগিতা পাবো।
ডকুমেন্টারীটির ইউটিউব লিংকের জন্য ক্লিক করুন।

ডকুমেন্টারীটির মূল উপজীব্য - ১৯৭১ সনের ২৮ মার্চ বার্মিংহামের স্মল হীথ পার্কের বাঙালিদের শপথ সভা ও প্রথম আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের ঐতিহাসিক মুহূর্ত। প্রায় ১০ হাজার বাঙালি সেই দিন বার্মিংহামের স্মলহিথ পার্কে জড়ো হয়ে শপথ নিয়েছিলো বাংলাদেশ স্বাধীন না হ্ওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। সেই দিন পাকিস্তানী বাঙালির সংঘর্ষে কয়েকজন প্রবাসী আহত হন এবং পরবর্তীতে মিছির আলী নামে এক বাঙালি যুবক সকলের অনুরোধে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থে ব্রিটেন প্রবাসী বাঙালিদের নিয়ে অনেক কথা লিপিবদ্ধ থাকলেও এই ঘটনাটি অনুচ্চারিত রয়ে গেছে । শুধু মাত্র বার্মিংহাম প্রবাসী প্রয়াত সাংবাদিক ই্উসুফ চৌধুরীর বইতে লিখা তথ্যের সূত্র ধরে এবং পতাকা উত্তোলনকারী মিছির আলীর কাছ থেকে প্রাপ্ত ছবির ভিত্তিতে আমরা অনুসন্ধান চালিয়ে এই ঘটনার গভীরে প্রবেশের অনুপ্রেরণা পাই। অনুসন্ধান করতে গিয়ে আবিস্কার করি রজার গুয়েন নামে এক বৃটিশ নাগরিক , যিনি টিক্কা খানের ব্যঙ্গাত্মক কার্টুন আর পোস্টার এঁকে পার্লামেন্ট স্কয়ারে হাজারো বাঙালির সাথে প্রতিবাদে অংশ নিয়েছেন এবং পুরো নয় মাস তিনি বাঙালিদের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন। এই সব নানা স্মৃতি নিয়ে মুক্তিযু্দ্ধের ব্রিটেন প্রবাসী বাঙালিদের নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্র ' বার্মিংহাম ৭১' ।

প্রামাণ্যচিত্র নির্মানে তিন মাস র্নিঘুম থেকে ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছেন - নূরুজ্জামান ও জাভেদ আলম।
সর্বাত্মক সহযোগিতা করেছেন : রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব, ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই ইউকে।
আমাদের স্থানীয় প্রতিনিধি সৈয়দ নাসির , ২৮ মার্চ উদযাপন কমিটি ও বার্মিংহামের প্রায় ৫০ টির মতো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আপনাদের সকলকে ধন্যবাদ।
তানভীর আহমেদ, লন্ডন।

ছবি: 
30/06/2007 - 11:56pm

মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভকামনা রইলো
ইতিহাস সমৃদ্ধ হোক...

______________________________________
পথই আমার পথের আড়াল

থার্ড আই এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আমি শিপলু এর ছবি

শ্রদ্ধা

থার্ড আই এর ছবি

ধন্যবাদ ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুস্তাফিজ এর ছবি

শুভকামনা।

...........................
Every Picture Tells a Story

থার্ড আই এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

শাব্দিক এর ছবি

শ্রদ্ধা।

থার্ড আই এর ছবি

ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রৌঢ় ভাবনা এর ছবি

শ্রদ্ধা

থার্ড আই এর ছবি

অনেক ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তারেক অণু এর ছবি
থার্ড আই এর ছবি

ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তাপস শর্মা এর ছবি

শুভকামনা রইলো...

থার্ড আই এর ছবি

শুভকামনার জন্য ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রু (অতিথি) এর ছবি

দেখলাম, ভালো লাগলো। আপনাদের জন্য শুভকামনা থাকলো। রজার গুয়েনের বাংলা শুনে (এবং সুন্দর হাতের লেখা দেখে) তো আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম! এরকম বাংলা কীভাবে শিখলো আপনার জানা আছে? শেষের পুঁথিপাঠ খুব ভালো লেগেছে।

ধ্রুবনীল এর ছবি

গুরু গুরু

চলুক অসংখ্য ধন্যবাদ। ফেবুতে শেয়ার করলাম।

থার্ড আই এর ছবি

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ফেসবুকে শেয়ার করার জন্য।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রু (অতিথি) এর ছবি

আগের মন্তব্যে বলতে ভুলে গিয়েছিলাম। এই প্রামান্য চিত্রের উপজীব্য ছিল ২৮শে মার্চের মুহুর্তটি তুলে ধরে এবং ঐ সময়ে প্রবাসী বাংলাদেশীদের আত্ম্বত্যাগ এবং ভূমিকা। কিন্তু শেষের দিকে ধারাবিবরনীতে এসে মনে হয়েছে মিছির আলীর অবদান লিপিবদ্ধ হয়নি কেন শুধু সেটার উপরেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। উপসংহার খুব বড় একটা প্রভাব ফেলে কিনা, তাই আমার মনে হচ্ছিল ওখানে এসে আরেকবার মনে করায় দেওয়া যেত যে ১০ হাজার বাঙালি জড়ো হয়েছিল এবং সংঘবদ্ধভাবে কাজ করেছিল। আমার নিজস্ব মতামত।

থার্ড আই এর ছবি

রু, আপনাকে অসংখ্য ধন‌্যবাদ প্রামাণ্যচিত্রটি সময় নিয়ে দেখার জন্য।
প্রথমতঃ আমরা অনেক সৌভাগ্যবান যে রজারের দেখা পেয়েছিলাম, আর রজারকে কিভাবে খুঁজে বের করলাম ,কিভাবে ইন্টারভিউ দিতে রাজী করালাম সে আরেক ইতিহাস ! রজার গুয়েনকে নিয়ে আলাদা একটা ডকুমেন্টারী বানালে সেই তৃপ্তি মিটবে। পরে সময় করে একদিন রজারকে নিয়ে লিখবো। তবে রজার ছাত্র থাকা অবস্থায় ৬৫-৬৯ সময়ে একটি এনজিওর হয়ে স্বেচ্ছাসেবক হিসাবে বাংলাদেশে কাজ করতে এসেছিলেন সেই থেকে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা জন্মেছে।

রু, আপনি বিষয় ঠিকই ধরেছেন, প্রামাণ্যচিত্রের মূল উপজীব্য ২৮ মার্চ এর শপথ সভা হলেও কেন আমি শেষের দিকে মিছির আলীকে বেশী গুরুত্ব দিলাম ! 'মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি' গ্রন্থে একুশে পদক বিজয়ী লেখক আবদুল মতিন লিখেছেন ,গউস খান ট্রাফালগার স্কয়ারে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, ৪০ বছর পর্যন্ত গউস খানই প্রথম পতাকা উত্তোলক হিসাবে বিবেচিত হয়ে আসছিলেন। কিন্তু আমাদের অনুসন্ধানে বের হয়ে এসেছে ২৮ মার্চ বার্মিংহামের শপথ সভায় মিছির আলীই ব্রিটেনে প্রথম পতাকা উত্তোলন করেন। বার্মিংহামের সমস্ত অনুসন্ধানের তথ্য প্রমান সহ আমরা লেখক মতিনের মুখোমুখি হয়েছিলাম। সেই জবাবও প্রামাণ্যচিত্রে আপনি হয়তো খেয়াল করেছেন। আমাদের দাবী লেখক আবদুল মতিন তাঁর বইয়ের পরবর্তী মুদ্রণে সংশোধণী দেবেন। সে কারনে মিছির আলীর পতাকা উত্তোলনের বিষয়টি প্রমান করা ছিলো আমাদের অন্যতম চ্যালেঞ্জ। আমরা এই প্রামাণ্যচিত্রে ২৮ মার্চের প্রবাসী বাঙালিদের শপথ সভা এবং প্রথম পতাকা উত্তোলনকারী হিসাবে মিছির আলীর স্বীকৃতি দু'টি বিষয়কেই সমানভাবে গুরুত্ব দিতে চেয়েছি।
ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো কাজ। অভিনন্দন রইল।

ইউটিউবে এত বড় ভিডিও তোলেন কিভাবে? আপনাদের কি বিশেষ একাউন্ট?

থার্ড আই এর ছবি

আপনাকে ধন্যবাদ। হুম বিশেষ একাউন্ট দিসে ইউটিউব , পুরানো ইউজার আর ভিড‌্যু আপলৌডের হিস্ট্রি দেখে ইউটিউব নিজে থেকে সময় বাড়ায়ে দেয়। আমার একাউন্টে ৩০ মি: এলাও করে।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ্, জানতাম না।

জনৈক বাঙাল এর ছবি

আচ্ছা, রজার গুয়েনের ব্যাপারে আমি এই প্রথম জানলাম। ভদ্রলোক এর ব্যাপারে সামান্য কোনো তথ্যও দেখছি নেটে পাওয়া যায় না। ওনার ব্যাপারে আর কি কোনো বিস্তারিত তথ্য জানা আছে আপনার?! জানতে পারলে উপকৃত হতাম...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।