শিরোনামহীন

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শুক্র, ২৭/০৬/২০০৮ - ১২:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়, তখন শতচেষ্টাতেও আর দু চোখের পাতা এক করতে পারি না। অধিকাংশ রাতেই উঠে বসে কম্পিউটারে কিটারো কিংবা সিক্রেট গার্ডেন শুনতে থাকি। রাতগুলি যেন অদ্ভুত এক বিষন্নতার সুরে মিশে যায়। বারান্দার দরজা খুলে চুপচাপ তাকিয়ে থাকি আকাশের দিকে, দেখতে থাকি মেঘেদের চলে যাওয়া। দ্রুত মেঘেরা একে অপরের থেকে সরে যেতে থাকে, কখনো ঢেকে দেয় চাঁদকে। ক্রমশ এক ঘোর পেয়ে বসে আমাকে, সেই ঘোরে মনে হতে থাকে আমিও এক টুকরো মেঘ, ভেসে চলছি অনাদিকাল থেকে। আবার মাঝে মাঝে মনে হয়, আমি মেঘে ঢাকা কোন রাতে সমুদ্রতীরে নিঃস্তব্ধ বসে থাকা রাত জাগা কোন পাখি। ইচ্ছে করে এই গভীর রাতের সাগরপাড়েই চুপচাপ বসে কাটিয়ে দেই অনন্ত কাল। এমন এক একটা রাতেই অনুভব করি, নিঃসঙ্গতা আসলে আমাদের রক্তে মিশে আছে - মনে হয় আমরা সবাই আসলে এক একজন কর্নেল অরলিয়েনো বুয়েন্দিয়া, বেঁচে আছি যার যার নিঃসঙ্গতার একশ বছরে।


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

নিঃসঙ্গতা আসলে আমাদের রক্তে মিশে আছে - মনে হয় আমরা সবাই আসলে এক একজন কর্নেল অরলিয়েনো বুয়েন্দিয়া, বেঁচে আছি যার যার নিঃসঙ্গতার একশ বছরে।

হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

নির্বাক হইলেন ক্যা ? চিন্তিত


অলমিতি বিস্তারেণ

মাহবুব লীলেন এর ছবি

নিঃসঙ্গতা আসলে আমাদের রক্তে মিশে আছে - মনে হয় আমরা সবাই আসলে এক একজন কর্নেল অরলিয়েনো বুয়েন্দিয়া, বেঁচে আছি যার যার নিঃসঙ্গতার একশ বছরে।

অবশেষে জেনেছি মানুষ একা
মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা

- আবুল হাসান

সবজান্তা এর ছবি

ধন্যবাদ, কবিতার এই লাইন দুটো মনে করিয়ে দেওয়ার জন্য। কিছুদিন আগে টি এস সি তে এক আবৃত্তি সন্ধ্যায় কবিতাটা অনেকদিন পর শুনছিলাম।


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

হ, তাইলে স্কোর এহন কত ?


অলমিতি বিস্তারেণ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার কি "একলা-রাতে-ঘুম-আসে-না-তাই-তো-জেগে-রই" সিনড্রোম? চিন্তিত

এমন চমত্কার একটা লেখায় এতো হালকা মন্তব্যের জন্য দুঃখিত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

আপনি চমৎকার বলেছেন ? তা হলেই চলবে হাসি


অলমিতি বিস্তারেণ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই লেখাটা আসলে আমার লেখার কথা ছিলো।
অনুভূতিগুলোতে অসম্ভব মিল খুঁজে পেলাম।
কতটা ভালো লাগলো সেটা বলাই বাহুল্য।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সবজান্তা এর ছবি

এটা বেশ মজার একটা ব্যাপার। আমারো মাঝে মাঝেই মনে হয় "আরে এই লেখায় তো দেখি একদম আমার মনের কথাগুলিই লিখেছে, এটাতো আমারই লেখার কথা ! "

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।


অলমিতি বিস্তারেণ

স্বপ্নাহত এর ছবি

দুইজনেরটাই মিছা কথা। এইটা আসলে আমার লেখার কথা ছিল...

যাইহোক, প্রক্সি দেবার জন্য ধন্যবাদ দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

জি.এম.তানিম এর ছবি

রাতে হঠাৎ ঘুম ভাংলে মনে হয় পুরো পৃথিবীতে আমি একা। অন্যরকম একটা অনুভূতি। ভালো লাগলো।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

এমন এক একটা রাতেই অনুভব করি, নিঃসঙ্গতা আসলে আমাদের রক্তে মিশে আছে

অপূর্ব.

রাফি

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আক্ষরিক অর্থে কিংবা আপেক্ষিক যেভাবেই বলেন না কেন, প্রতিটি মানুষই আসলে নিঃসঙ্গ। কারণ সবারই একটি একান্ত ব্যক্তিগত অনুভূতির জগৎ থাকে- যেখানে আর কারো ঠাঁই নেই।
খুব ভালো লাগলো সবজান্তা।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রণদীপম বসু এর ছবি

নিঃসঙ্গতার কোন সময়মাপক নেই। একশ' বছর ! মনে হয় বড্ড কম !

নিঃসঙ্গতা যখন মানুষ থেকে বড় হয়ে যায়
সময়গুলো ছোট হতে হতে হতে হতে......
কী হয় তখন ?

[খণ্ডকবিতা (..) ]

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সবজান্তা এর ছবি

কথা সত্য, একশ বছর কিছুই না। তবে এখানে একশ বছর কিংবা কর্নেল অরলিয়েনো বুয়েন্দিয়ার নাম এনেছি মূলত মার্কেজের লেখা নিঃসঙ্গতার একশ বছর বা হান্ড্রেড ইয়ারজ অভ সলিচিউড উপন্যাস এর প্রেক্ষিতে।

ধন্যবাদ।


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।