বৃষ্টি আর সুমনের গান

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ২৮/০৯/২০০৮ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নাহ ! বৃষ্টি আর আমার পিছু ছাড়ছে না। আমার গত দুটি লেখার শিরোনাম ছিলো বৃষ্টি নিয়েই।

ঢাকাতে এখন অনেক বৃষ্টি। একটানা ভারী বৃষ্টিতে বাসার বাইরে বের হওয়াই দায়। আর রাতের বেলা ঠান্ডা একটা বাতাস। গভীর রাতে ঘরের বাতি নিভিয়ে প্রায়ই চুপচাপ বসে থাকি ঘরের সাথে লাগানো বারান্দাটায়।

মনে পড়ে যায় বহু পুরানো সুমনের এক গানের কথা। যাকে ভালোবেসে ফেলেছিলাম সেই স্কুল জীবনেই। খুঁজে বের করি তাকে। শীতল রাত্রির নিঃস্তব্ধতায় অদ্ভুত সুন্দরভাবে মানিয়ে যায় গানটা। মনে হয়, এই গান দিয়েই লেখা হয়েছে দিগন্তব্যাপী নিঃস্তব্ধতা আর নিঃসঙ্গতা। নির্জন এই রাতের আঁধারে গানের সাথেই হারিয়ে যায় ভাবনাগুলি...

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

সবজান্তা এর ছবি

ছবি কৃতজ্ঞতাঃ ফ্লিকার


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

দুঃখটা আমারো। আর আপনার একটা ধন্যবাদ পাওনা, যেটা পোস্টে দিতে ভুলে গেছি। আজ সকালে আপনার পোস্টটা দেখেই এটা পোস্টানোর আইডিয়াটা পেয়েছি।


অলমিতি বিস্তারেণ

আলমগীর এর ছবি

সুমন গায়না মানে?
সম্প্রতি তার প্রচুর নতুন গান শুনেছি।
অঞ্জনের সাথে ডুয়েট, রিচিং আউট নামে একটা ইংরেজি এলবামও শুনলাম। সিনেমার গান, আর কী কী আছে।

তার উপর একটা ডকুমেন্টারিও দেখলাম।
http://au.youtube.com/watch?v=NF7-fQ76Pdc&feature=related

মাহবুব লীলেন এর ছবি

সবজান্তাও দেখি আরেক বৃষ্টিরোগী
এখানে বৃষ্টিরোগের ওষুধ দিলাম

এইখানে বৃষ্টি

আর এইখানে সুমন

সবজান্তা এর ছবি

একমাত্র রোগ যেটাকে সংগোপনে, সযতনে পুষি


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

শীতল রাত্রির নিঃস্তব্ধতায় অদ্ভুত সুন্দরভাবে মানিয়ে যায় গানটা। মনে হয়, এই গান দিয়েই লেখা হয়েছে দিগন্তব্যাপী নিঃস্তব্ধতা আর নিঃসঙ্গতা। নির্জন এই রাতের আঁধারে গানের সাথেই হারিয়ে যায় ভাবনাগুলি...

একদম ঠিক কথা! প্রার্থনা করি যেন আকাশ ফুঁড়ে বৃষ্টি নামে প্রতিদিন। নইলে আপনার এই রোগ মাথাচাড়া দেবে কিভাবে! আর সেটা না হলে তো আমরাই বঞ্চিত হব গানগুলো থেকে। হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সবজান্তা এর ছবি

আপনার প্রার্থনা ফলে যাক। রোগের মাথাচাড়া দেওয়ার জন্য নয়, সুন্দর একটা ঠাণ্ডা বাতাসের জন্য।


অলমিতি বিস্তারেণ

হাসান মোরশেদ এর ছবি

এইগান গুলো গোপন অসুখের মতো মিশে গিয়েছিল রক্তে ।
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সবজান্তা এর ছবি

মন্তব্যটা পছন্দ হলো খুব !


অলমিতি বিস্তারেণ

স্বপ্নাহত এর ছবি

থাক কিসু কইলাম না। বৃষ্টি আমারও প্রিয় এইটা কইতে আজকাল ভয় লাগে। আশে পাশে তাকায় দেখতে হয় বাকি তিনডার কেউ আসে কীনা। কি যে বিপদ। শান্তি মত একটু বৃষ্টিরে ভালওবাসতে দেয়না। মন খারাপ

গানটা নামাই আগে। এর পরে বাকি কথা। হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

কুচ্ছিত হাঁসের ছানা এর ছবি

বৃষ্টি নাকি বর্ষা? তোর যে কোনটারে ভাল লাগে সেইটা তো ভাল কইরা জানি।

*******************************
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে, অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি, আমি বারেবার আসব ফিরে

সবজান্তা এর ছবি

বাকি তিনটা কি বৃষ্টিরে ভালোবাসে না ?


অলমিতি বিস্তারেণ

কুচ্ছিত হাঁসের ছানা এর ছবি

গভীর রাতে ঘরের বাতি নিভিয়ে প্রায়ই চুপচাপ বসে থাকি ঘরের সাথে লাগানো বারান্দাটায়।

আর আমি হাঁটি ছাদে।

কয়েকদিন ধরে মন খারাপ করা গান গুলো একের পর এক শুনে চলেছি। সেই সাথে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে বারবার। কেন যেন এমন সময়ে খুব নস্টালজিক হয়ে পড়ি হারিয়ে যাওয়া সময়ের কথা ভেবে।

*******************************
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে, অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি, আমি বারেবার আসব ফিরে

অনিকেত এর ছবি

আমার এক সময়ের---আমার সব সময়ের প্রিয় এই গান।

ধন্যবাদ, গানটি মনে পড়িয়ে দেবার জন্যে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।