মাদাগাস্কার নদী উ ভ্রান্ত মেয়েছেলের দল

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বুধ, ১৪/১১/২০০৭ - ৫:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাদাগাস্কার নদী উ ভ্রান্ত ফুলের মালা
গলায় দিয়ে বসে থাকা বিভ্রান্ত রমণীরা
অন্তত আমায় ভালবাসে না।
এ সত্যি জেনে যাবার পর
মরে যাবার ইচ্ছে হয়েছিল বারকয়েক।
কিন্তু মাদাগাস্কার নদী তীরে বসে থাকা
ভ্রান্ত মেয়েছেলের দল এবং তাদের নিরন্তর খলবল
পরজর্মে দেখতে না পাবার যাতনা
আমাকে এত সহজে মরতে দিল না।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

খালি দেইখা আর কতদুর? দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

ঘ্যাজ ম্যাজ,
হ। শইলে খালি কাঁতা দেয়।

সুবিনয় মুস্তফী এর ছবি

ঝাক্কাস হাসি দাঁত কেলাইয়া হাসতাছি আপনের কবিতা পইড়া।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

হাসান মোরশেদ এর ছবি

আপনে হইলেন দেখইন্না কবি
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা .... শাবাশ।

তীরন্দাজ এর ছবি

বেশ ভাল লেগেছে আপনার কবিতা।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

??? এর ছবি

সবুজ বাঘ, আপনি আপনার "ডেলিবারেট" বানানভুল নিয়ে একটা কিছু লেখেন না?
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

সবুজ বাঘ এর ছবি

সুমন রকমান, আমি কিন্তুক বাংলা বানান বেশ ভালো জানি। তাই এত ভুল করি।
গুলাইলআলা, তাই না?
প্রকৃত পেমিক, হেইস এইন্না কউন নাগে না। পিটে ব্যাদনা পাই।
হাসান মোরশেদ, দেইখেন, ঠিক কইলান তো।
সুবিনয় মুস্তফি, এত আয়াসলে চলব?

জুয়েল বিন জহির এর ছবি

ভালো লেগেছ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।