একটা লাল বুনবুনি

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: রবি, ২৩/১২/২০০৭ - ৬:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা লাল বুনবুনি আমাকে যাদু করল
বলল, আমাকে খাও।
আমি তোমাকে আনন্দ দিবো।
আমি তাকে খেলাম।
এবং আনন্দ পেলাম।
কিঞ্চিত।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

ক্যা? কিঞ্চিত ক্যা? পুরাটায় সমস্যা কি ছিল?

ভুল সময়ের মর্মাহত বাউল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্রক্ষপুত্রে অবগাহন করে এসেছেন ; এবার তাই কিঞ্চিত। কবি কী বলেন?

মুজিব মেহদী এর ছবি

আবার খান, আবার আনন্দ পাবেন।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুমন চৌধুরী এর ছবি

তাই নাকি?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ছায়ার-আলো এর ছবি

ইয়াবাবা!

____________________________________
জানিনা কবে সচল হব!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।