ব্যানারায়তন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ০৮/১২/২০০৮ - ৩:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলের প্রিয় সদস্য, অতিথি ও পাঠকবৃন্দ,

সচলায়তনে ব্যানার সাম্প্রতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত পরিবর্তন করা হয়। এই ব্যানার নকশায় আপনাদের অংশগ্রহণও কাম্য।

ব্যানারের মাপ ৯৬৫ × ১৫০ পিক্সেল। ব্যানারে সচলায়তনের নাম, এবং শ্লোগান "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির" থাকবে। বাকি অংশটুকু পূরণ করা হবে ছবি বা নকশা দিয়ে। নকশা করে পাঠিয়ে দিন contact অ্যাট sachalayatan ডট কম এ।

আপনাদের নকশা করা ব্যানারে সজ্জিত হোক আপনাদের সচল প্রাঙ্গন।

সবাইকে ধন্যবাদ, আসন্ন উৎসবের শুভেচ্ছা।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। ব্যানারের নীচে আপনার নাম উল্ল্যেখ করা থাকবে
২। আপনি ব্যানারটি পোস্টও করতে পারেন। সঙ্গে কি চিন্তা করে ব্যানারটি বানিয়েছেন সেটাও জুড়ে দিতে পারেন।
৩। ব্যানারের ধরন জেনেরিক হলে বছরের যে কোন সময় ব্যবহার করা যাবে। আর স্পেসিফিক (যেমন নির্বাচন উপলক্ষে, বিশেষ দিবস উপলক্ষ্যে) হলে শুধুমাত্র বিশেষ সময়ে ব্যবহার করা যাবে। আপনি আপনার বিশয় ঠিক করে নিন।
৪। Gimp বা Photoshop ব্যবহার করতে পারেন। অন্য যেকোন সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। ‌Gimp আর Photoshop এর কিছু টেমপ্লেট আপলোড করে দেয়া হবে এখানে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

আমার নিজস্ব কোনো প্রযুক্তিক জ্ঞান না থাকলেও অপেক্ষায় আছি আমাদের যোগ্য সচলদের সৃজনশীল মেধার শৈল্পিক প্রকাশ দেখার জন্য।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বিপ্র রঞ্জন ধরের ব্যানার শোভা পাচ্ছে এখন। বিপ্রকে ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বিপ্র রঞ্জন ধরকে উত্তম জাঝা...

বিপ্লব রহমান এর ছবি

সচল কর্তৃপক্ষর এই উদ্যোগটি চমৎকার!
সমসাময়িক নান্দনিক ব্যানার উপহার দেওয়ার জন্য জানাই অভিনন্দন।
---
বিপ্র রঞ্জন ধর-এর জন্য উত্তম জাঝা!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দ্রোহী এর ছবি

Adobe Photoshop CS3 তে ইউনিকোড ব্যবহারের কোন সহজ উপায় আছে কি?


কী ব্লগার? ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

CS3 ইউনিকোড পুরোপুরি সার্পোট করে না। Gimp ব্যবহার করে দেখতে পারেন। তাছাড়া ইউনিকোডে লিখে পুরোনো টেক্সটে কনভার্ট করে CS3 তে পেস্ট করে দেখতে পারেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

বিপ্রতীপের ব্যানারটা খুব চমৎকার হয়েছে। উত্তম জাঝা!


কী ব্লগার? ডরাইলা?

তানবীরা এর ছবি

আমরা দেখব ।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

বিপ্রতীপের ব্যানারটা চমতকার

সচলের ব্যানারগুলো এখন পর্যন্ত কে ডিজাইন করেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মূলতঃ অরূপ করে। আমি মাঝে মাঝে দু'একটা করি। পলাশ নামে একজন অতিথি করেছিলেন বেশ কিছু। তাছাড়া নজমুল আলবাব ভাই, হিমু এরাও বেশ কিছু করেছে। আরো এক দু'জনের নাম বাদ পড়ে যেতে পারে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খুব সুদর্শন লাগছে ব্যানারটা।

তবে "সচলায়তন" এবং ""চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির" লাইনদুটো সমান দৈর্ঘ্যের হলে সর্বাঙ্গসুন্দর হতো বলে মনে হয়।

নিজে বানাতে পারি না বলে একটু মাতুব্বরিও করতে পারবো না! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরো ব্যানার কই?? জাগো বাহে, জাগো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। ফটোশপ টেমপ্লেট

২। জিম্প টেমপ্লেট (‌ডাউনলোড)

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আইডিয়া
১। ১৬ ই ডিসেম্বর
২। ইংরেজী নববর্ষ
৩। ২১ শে ফেব্রুয়ারী
৪। ২৬ শে মার্চ
৫। বাংলা নববর্ষ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইচ্ছা আছে কিছু কাজ করার... সময় সামর্থ মিলাইতে পারতেছি না... দৌড়ের উপরে আছি... জিম্প আগে কখনো ইউজ করি নাই... এখন ডাউনলোড করতেছি...
আমার দৌড় ফটোশপ ইলাস্ট্রেটরে... ইলাস্ট্রেটরে টেক্সট বসায়া ক্রিয়েট আউটলাইন করে দিলে সমস্যা হবে কি?

সচলের ব্যাণার সবসময়ই খুব ভালো হয়... লাস্ট দুটো ব্যাণার... বিপ্রর করা এখনকারটা আর কয়দিন আগে হিমুর করাটা... দুইটা এতো সুন্দর... দেখলে মনে হয় আর নতুন কিছুর দরকার নাই... এই দুইটাই চলুক ঘুরায়া ফিরায়া...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

শুভ উদ্যোগ।

বড় হইয়া আমিও...

=============================

তারেক এর ছবি

বিপ্রদার ব্যানারটা সত্যি অসাধারণ হয়েছে।
আমি দেখি, আমার জন্মদিনের জন্য একটা ব্যানার বানাইতে পারি কি না দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।