ভাঙন (হৃদকলমের টানে ১৪)

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ১২:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার নামে একটা নদী ছিল...
কেমন আছে সে?

মাঝে মাঝে ভাঙনের সময় যখন ধুপ-ধুপ-ধুপ করে ভাঙতো কোনো পাড়, প্রথমে ভূমিহীন হতো কোন কাদামাটির কিষাণ। তারপর কিষাণের চোখের জলে নদীতে আরো জোয়ার এলে সেই ভাঙনটা ওই কিষানের বুকে চেপেই বুঝি রওনা দিতো তার বসতবাড়ির দিকে। একসময় পৌছেও যেতো ঠিকই। ভূমিহীনরা হতো বাস্তুহারা।

তারপর লাঙলের ফলায় মরিচা ধরে গেলে কিষাণকে দেখা যেতো নগরের কোনো বড় রাস্তায় দুরুদুরু বুকে রিক্‌শা নিয়ে। প্রথম “এই খালি!” ডাক শুনে যার অনেক আগেই খালি হয়ে যাওয়া কাদামাটির বুকের জমাট শুন্যতাটাও কেমন চমকে কেঁপে উঠতো। আর সেই কাদামাটির কাঁপন রাস্তার ইট-পাথর-কংক্রিট নাকি অন্য কোন মাধ্যমে চড়ে চলে যেতো পুরনো একটা অবুঝ প্রাণীর কাছে। নগরের কোন কসাই খানায় দুরুদুরু বুকে যে “হেট্‌ হেট্‌ হুররর...” এর বদলে শুনতো ধাতু, কাঠ আর বালির ঘর্ষণ। তার আয়ত চোখেও জল আসতো হয়তো। নদীর জল আরো একটু বাড়তো বুঝি তাতে। বাড়তো ভাঙন।

শহুরে কোনো মেয়ে ভাবতো, “আহারে, নদীটার কি কষ্ট, বার বার যাচ্ছে দেখো ভেঙে।”


মন্তব্য

এনকিদু এর ছবি

চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

এটা কি সৈয়দ শামসুল হকের কলাম 'হৃৎকলমের টানে' থেকে নিয়েছেন ? আপনার এই সিরিজের আগের লেখাগুলো পড়া হয় নি বলে নিশ্চিৎ না হয়ে প্রশ্নটা করলাম।
এককালে আমাদের ছাত্রবেলায় 'সংবাদ'-এ নিয়মিত কলাম লিখতেন তিনি সাহিত্য সাময়িকীর পাতায় 'হৃৎকলমের টানে' শিরোনামে। পরে এটা বই হিসেবেও বেরিয়েছিলো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

নামটা ওখান থেকেই নিয়েছি।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তীরন্দাজ এর ছবি

"তারপর লাঙলের ফলায় মরিচা ধরে গেলে কিষাণকে দেখা যেতো নগরের কোনো বড় রাস্তায় দুরুদুরু বুকে রিক্‌শা নিয়ে। প্রথম “এই খালি!” ডাক শুনে যার অনেক আগেই খালি হয়ে যাওয়া কাদামাটির বুকের জমাট শুন্যতাটাও কেমন চমকে কেঁপে উঠতো। "

ছু'য়ে গেল নিদারুন ভাবে!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্পর্শ এর ছবি

ধন্যবাদ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পরিবর্তনশীল এর ছবি

ভালো লাগলো লেখাটা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্পর্শ এর ছবি

তোমার লেখাগুলো আরো ভাল লাগে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই ভাল্লাগসে চলুক

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তানবীরা এর ছবি

আহারে, নদীটার কি কষ্ট, বার বার যাচ্ছে দেখো ভেঙে।”

ভাংগলেই গড়া হবে। লেখা সুন্দর হয়েছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনি, দেখছি, মাল্টি-ডাইমেনশনাল লেখক!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তারেক এর ছবি

বাহ্‌! অনেক সুন্দর লেখা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।