লগারিদম

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ০৭/০৫/২০০৮ - ১:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেখা যাচ্ছে অতিশয় সরু সরু কিছু ফানেলের ফিকিরে ডুবসাঁতারী টানেলভিশনের গায়ে মিশনারী ছেনালের ধবধবে অধ:ক্ষেপ

প্রক্ষেপ নিরপেক্ষ প্রতিবেশে গেঁথে থাকে অতিপ্রাথমিক গোলকীয় ত্রিকোণমিতি

সুতরাং অপচিতির লগারিদম খুঁজেপেতে খতমের কিছু নেই


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

নর্মাল অংকই বুঝিনা আর আমনে টানেন ত্রিকোনমিতি!!!

ভুল সময়ের মর্মাহত বাউল

সবুজ বাঘ এর ছবি

সব ভুইল্যা গেছি গা।

ধুসর গোধূলি এর ছবি

- এট্টা বাগ বেবাক বুইল্যা যাইবার নুইছিলো,
চাচা চৌধুরী শুব্দের খোঁজে মাটি খুঁড়বার নুইছিলো,
এট্টা ছেনাল ভেটকী দিয়া, পিন্দোনের কাপড় হালাইয়া দিলো,
বেচারা ধুসর গোধূলি, চান্দি খাউযাইবার নুইলো!
___________
<সযতনে বেখেয়াল>

তীরন্দাজ এর ছবি

মিশনারী ছেনাল!

সাবাস!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

বরেষু সুমন চৌধুরী
আপনার কবিতা পড়লাম ....
ভাল-লাগলো শব্দ আর চিত্রকল্প ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সুমন চৌধুরী এর ছবি

কৃতার্থ....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি
সৌরভ এর ছবি

আমি অঙ্কে কাঁচা!


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঞঁ!

শেখ জলিল এর ছবি

গাণিতিক উপমাগুলো বেশ ভালো লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই কবিতা পইড়া মহীনের ঘোড়াগুলির ধাঁধাঁর চেয়েও জটিল তুমি, ক্ষিদের চেয়েও কষ্ট গান খান কেন মনে পড়লো বুঝলাম না... অঙ্কের জটিলতা তো আরো বুঝলাম না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

খাইছে..... মাতাডা ক্যামন যেন ঘুরাইতাছে...

সৈয়দ আখতারুজ্জামান

অতিথি লেখক এর ছবি

নরমাল যোগ,বিয়োগ,গুন,ভাগ পর্যন্তই...আর কিছু বুজিনা।
-নিরিবিলি

দ্রোহী এর ছবি

যথারীতি বুঝিনি। এইটার বঙ্গানুবাদ কবে বের করবেন? তখন না হয় বোঝার চেষ্টা করবো।


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

দেখা যাচ্ছে অতিশয় সরু সরু কিছু ফানেলের ফিকিরে ডুবসাঁতারী টানেলভিশনের গায়ে মিশনারী ছেনালের ধবধবে অধ:ক্ষেপ

এইটা কি দুষ্ট কথা?


কি মাঝি? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি

খুব



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।