এই নিমজ্জন ও ভেসে ওঠা, বারবার

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: বুধ, ০৩/০৯/২০০৮ - ১০:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তবু আরেকবার এসো। প্রয়োজন ফুরোনো দিনে মৃত পাখির দেহ ছুঁয়ে যাওয়া রক্তাপ্লুত বাতাসের মতো। ভেঙ্গে যাওয়া হাত ছুঁয়ো না। কপালে ছোট্ট করে এঁকে দিয়ো তোমার চিহ্ন... তারপর, ভুলে যেয়ো। নার্সেস হোস্টেলের নির্জন রাস্তার পাশে বহু মাংসপিন্ড দেখেছি, গর্ভিনী ফুঁড়ে বেরিয়ে আসা ভবিষ্যত স্বপ্ন... । কতিপয় ক্ষুধার্ত কুকুর রাতের খাবার সেরে নিচ্ছিলো কাছেই; ঝগড়া চলছিলো প্রাপকের বখরা নিয়ে। বেঁচে থাকাটা ভীষণ দুঃখজনক ব্যাপার... কত কিছুই তো দেখে যেতে হয়... ব্যর্থ অভিযোজনের পরও। এই দাহ্য সময় চায়নি তাই অন্ধ হয়েছে দু'চোখ, ঘোলাটে ধূলো আর তীব্র শব্দময় সময়ে নীরব হয়েছে অক্ষরমালা। আরেক মৃত্যুর পর ভয়ংকর বিষাদে আনত সমস্ত মেঘ নিয়ে দু'চোখের সীমান্তে নিঃস্ব হল জাতিস্মর। ভুলে যেয়ো। জেনো আর কেউ নয়, আমিই তোমাকে দেব অনন্তকাল বেঁচে থাকার যন্ত্রণা... নষ্ট কবিতায়।


মন্তব্য

দ্রোহী এর ছবি

এটা ব্লগরব্লগর হলে কবিতা কোনটা?


কী ব্লগার? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

আপনার ডিকশনারীটা একটু ধার দিবেন?
*
জটিলস!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তারেক এর ছবি

দিমু না। থাকলেও দিতাম না হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ও এইটা তাইলে কবিতা না!!!!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

ভাইরে! আপ্নে একটা চলমান বাংলা শব্দকোষ। আর মনোবিজ্ঞানী!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

ভাইরে, নিজের সম্পর্কে এইরকম বিদঘুটে বিশেষণ বাপের জন্মেও শুনি নাই। হা হা হা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

দৃশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি এইটা বলে ব্লগর ব্লগর!! গড়াগড়ি দিয়া হাসি
জ্ঞাতি ভাই আপনার দেহি ক্যাটাগরী সংক্রান্ত কিঞ্চিত আপার চেম্বারে সমস্যা আছে। আপনে এই দায়িত্বডা আমারে দেন পালন করার লাইগা।
এই লেখা বলে ব্লগর ব্লগর... কই যাইইইইইইইইইইইইইইই।
------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

তারেক এর ছবি

দৃশাফা, আপার চেম্বার আপার কাছে বইলাই এত সমস্যা !!
আর আপনার মতন গ্যাঞ্জাইম্যা পাব্লিকের লগে কুনু দায়িত্ব ভাগাভাগি নাই... দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অনিশ্চিত এর ছবি

আমি নিশ্চিত আপনি যদি কবিতা লিখেন, তাহলে সেটা পড়ে বুঝার সাধ্য আমার থাকবে না।

তবে এই ব্লগরব্লগরটা মনে ধরলো।

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

তারেক এর ছবি

এখন তো কবিতা ট্যাগ লাগিয়ে দিলাম। আর অনিশ্চিতের নিশ্চিত কথন ও অনিশ্চিত হয়ে গেলো। জয়তু হেইজেনবার্গ। হা হা হা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

কি বলব! সিম্পলি অসাধারণ!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

জিফরান খালেদ এর ছবি

হাহাহা...।

ব্যাপারটা তা না... সে খুব বিনয়ী ছেলে তো... তো, অভিজ্ঞ কবি টবিদের সামনে নিজের কবিতারে কবিতা বলবার সাহস করে না... হঠাত কেউ চেপে ধরলে!

যাই হোক, কবিতা সে ভালই লেখে... তারেক, কেউ ধরবো না তোরে, ট্যাগিং চেইঞ্জ করতে পারস, আমি আসি... হাহাহা...।

তারেক এর ছবি

জনগণের ক্রমাগত পঁচানির মুখে কবিতা ট্যাগ লাগাইলাম। হাহাহা।
বুইঝেন কিন্ত জিফরান ভাই হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

বেঁচে থাকাটা ভীষণ দুঃখজনক ব্যাপার... কত কিছুই তো দেখে যেতে হয়... ব্যর্থ অভিযোজনের পরও

হুম!

-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

মাঝে মাঝে খুব খারাপ লাগে মোরশেদ ভাই। হয়ত অকারণেই...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রায়হান আবীর এর ছবি

তারেক ভাই, ভালানি?
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

তারেক এর ছবি

আছি ভালোই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।