মাঝরাত্তির পার করে আসা কিছু শব্দ শুনে...

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: শুক্র, ১২/১২/২০০৮ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি।
বারান্দার আলো চিরে ক্রন্দনরত শিশুটির চিৎকার
কুয়াশার ঘের ভেঙে
একটানা বেসুরো শব্দে ভেসে আসছে...
সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন ধ্বনি;
শব্দের গোপন উৎসগুলো মিলিত হয়ে
রচনা করছে শর্বরীর আবহসঙ্গীত
            অবিশ্রান্ত বর্ষণের মত।

কান্নার শব্দ কি বলে, মানুষ কেন কাঁদে?
কেমন হয় ক্রন্দনের স্বরলিপি যে খুব আপন না হলে
কেউ বোঝে না তার সুর?

ভাবছি, ভালোবাসা কতটা নরোম হলে কান্নার ভাষান্তর করা যায়।


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

কেমন হয় ক্রন্দনের স্বরলিপি যে খুব আপন না হলে
কেউ বোঝে না তার সুর?

ভাবছি, ভালোবাসা কতটা নরোম হলে কান্নার ভাষান্তর করা যায়?

অপূর্ব কয়েকটা লাইন ...... !!

মৃন্ময় আহমেদ এর ছবি

শর্বরী দেখেই বলতে ইচ্ছে হলো-
দেখা দিল রাজদন্ডরূপে পোহালে শর্বরী....

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নাহ্‌! আর প্রশংসা করতে ইচ্ছা করছে না।

দেখি প্রিন্ট আউট নিয়ে কোনো বাসায় দাওয়াত খেতে যাবো। মিষ্টির বদলে কবিতা...

তারেক এর ছবি

খাল কেটে কুমির আনলাম, সেই কুমির আবার মিষ্টিও খাইতে চায়... কলিকাল! মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

কান্নার শব্দ কি বলে, মানুষ কেন কাঁদে?
কেমন হয় ক্রন্দনের স্বরলিপি যে খুব আপন না হলে
কেউ বোঝে না তার সুর?

ভাবছি, ভালোবাসা কতটা নরোম হলে কান্নার ভাষান্তর করা যায়।

কী অসাধারণ কিছু কথা! বরাবরের মতোই মুগ্ধ হলাম, মন ছুঁয়ে গেল।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ স্নিগ্ধাপু, মৃন্ময়দা, শিমুল ভাই, মহামান্য বিডিআর ভাই, নজুদা এবং আর যারা যারা পড়লেন সবাইকে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রায়হান আবীর এর ছবি

এখন আমাকেও একটা দ্যান। হাসি

=============================

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।