শান্ত বারুদ

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: শুক্র, ২৬/১২/২০০৮ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

একাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ
ভেজা বেড়াল! ঢের শুনেছি তোমার ভাষণ
শুনতে-শুনতে ক্লান্ত মানুষ
        জাগবে ক্রোধ, নেবেই শোধ।

উন্নয়নের জোয়ার আসবে, দেশও ভাসবে?
ইশতেহারের ধারায় ধারায় মিথ্যের জৌলুস।
রোসো! বেঁফাস মুখে ফাঁস পরাবে
        ক্রুদ্ধ শুদ্ধ ক্লান্ত মানুষ।

বেশ তো আছো, ধর্মে নাচো কর্মে বাঁচো
অনুচরের ঢোলক বাজে, নিজেও বাজো
চোর-ছ্যাঁচোড়ের সম্প্রীতিতে হাতাহাতি
        নিজেই কাজী-উজির সাজো।

দেখতে-দেখতে ক্লান্ত মানুষ
ক্লান্ত, পরিশ্রান্ত-বিভ্রান্ত মানুষ
        … শান্ত , এখনো শান্ত।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

(বিপ্লব)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

হুম।

=============================

মৃন্ময় আহমেদ এর ছবি

আরও ঢের যন্ত্রণার কাল আগত...

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বিয়া শাদী কিন্তু থেমে নাই, খুউব খিয়াল কইরা @ তারেক

নির্জর প্রজ্ঞা এর ছবি

বেশ ভালো লাগলো আপনার লেখা।
বারুদ যদিও শান্ত হোক না কেন ওটা বিপজ্জনক। আশা করি প্রয়োজনেই শক্তি ব্যবহৃত হউক, শক্তির অপচয় যেন না হয়।

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

আহমেদুর রশীদ এর ছবি

ভালো লেগেছে তাবেক

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নজমুল আলবাব এর ছবি

পলিটিক্যাল!!!
পোলা বড় হয়্যা গেছেরে...

ভুল সময়ের মর্মাহত বাউল

উদাস পথিক এর ছবি

সুন্দর অনুপ্রাসের ব্যাবহার...

নির্বাক এর ছবি

ভালো লাগলো হাসি
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সাইফুল আকবর খান এর ছবি

মানুষের ওপর ভরসা করতে পারি না এখন আর। বিশ্বাস উঠে গ্যাছে।
নিজেও আমি মানুষ- ব্যর্থ বিফল বিকল ...
নিরুপায় আস্থা রাখি তবু কবিতায়।
ভালো লিখেছেন তারেক।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

শান্ত মানুষগুলো বারুদের মতো জ্বলে উঠুক, এটাই চাই! আপনার অন্য লেখাগুলো থেকে একটু আলাদা। ভাল লাগল "ব্লগরব্লগর"-টা।

তারেক এর ছবি

নজু ভাই, বিপ্লব দীর্ঘজীবি হউক চোখ টিপি
আবীর, হুম।
মৃন্ময়দা, কি জানি! বোঝা যাবে।
শিমুল ভাই, খেয়াল কইরা দেখলাম আপনারও বিয়ার বয়স পার হইয়া যাইতেছে।
নির্জর প্রজ্ঞা, সেটাই।
টুটুল ভাই, ধন্যবাদ।
নজমুল ভাই, আর কেউ বুঝলো না মন খারাপ
উদাস পথিক, নির্বাক, থ্যাংকু
সাইফুল ভাই, কে নই ব্যর্থ, বিফল, বিকল? মনে মনে সকলেই বিপন্ন।
বিডিআর ভাই, তা ঠিকই কইছেন মিয়া।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সাইফুল আকবর খান এর ছবি

ওই তো, তবু সবশেষেও বলি সবাই আশায় ভেসে-
"ভরসা থাকুক ..."

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।