কবিতা: কালো কাপালীর ঘড়ি

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বিষ্যুদ, ০৫/০৭/২০০৭ - ১০:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝ সময়ের কোলাজে মামা যাত্রীরথ,
কানায় কানায় উপচে পড়া মানুষ
আর পাশাপাশি-
সরাইখানার এক সার্বক্ষনিক নিদারুন কোনে-
আরো বেশী বিমর্ষ নিদারুন অপেক্ষা!

আত্মার পরতে পরতে বিষন্নতা,
প্রায়শ:ই সার্বক্ষনিক বেবুশ্যে রাত।
কী এক অদ্ভুত সময়!
সকাল নেই, বিকেল নেই
শুধুই পেরেকে গাঁথা সার্বক্ষনিক রাত!

একটি বা দু'টো মানুষ,
সরাই খানার একটি কোনায়-
আর বাইরে হাওয়ার মানচিত্রে আঁকা
কালো কাপালীর দেশ!
ক্ষয়িষ্ণু রমনী আর তার বেবুশ্যে চোখ,
একটু দুরেই,- রতিক্রিয়ায় ক্লান্ত পথিক
চোখের কোনে পিচুটি আর সহাস্য নরক!

হয়তো পৃথিবীটা ততটা নির্দয় নয়,
নি:সঙ্কোচে যতোটা চেয়েছিলেন তিনি,
অকস্মাত ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তাই।

আহা! কী বৃষ্টি!
সরাইখানার ছাদ ফুঁড়ে বৃষ্টি,
মদের গ্লাসে উপুড় করা বৃষ্টি-
চাতকের ঠোঁট ছোওয়া বৃষ্টি-
বেবুশ্যের শরীর ছোওয়া বৃষ্টি-

কালো কাপালীর ঘড়িতে তখনও
তৃষ্ণার্ত, অফুরন্ত, আর নির্লজ্জ বেবুশ্যে রাত!


মন্তব্য

আরশাদ রহমান এর ছবি

পড়লাম, ভালো লাগলো।
মন্তব্য কোটার জন্য মনে হয় পাঠক মন্তব্য করেনা........ হাসি

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ আরশাদ! আমার মন্তব্য করতে সমস্যা হচ্ছে। সামহোয়ারের এডিটরে লিখে এখানে কপি করতে হচ্ছে। (জানলে মাইর দিব!)

বাসার কম্পিউটর অনলাইন হয়নি। বাড়ী পাল্টেছি, তাই সময় লাগবে।

আমিও আপনার মতো মন্তব্যে কোটা প্রথার ঘোর বিরোধী!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নজমুল আলবাব এর ছবি

বৃষ্টিতে ভিজছি

আরশাদ রহমান এর ছবি

আশাকরি মন্তব্য আর কম্পিউটর অনলাইন সমস্যা তাড়াতাড়ি শেষ হবে। তাহলে আরো বেশি পোস্ট পাবো আপনার। তবে দিনে ৫টার বেশি দিতে পারবেন না হাসি

তারেক এর ছবি

কবিতাটা পড়ে কামুর একটা ছোটগল্পের কথা মনে পড়ে গেল। The Adulterous Woman. ওখানে মার্সেল আর জেনিন সন্ধ্যায় যে সরাইখানায় আশ্রয় নেয় সেটার সাথে আপনার আঁকা ছবিটা মিলে যায় বলে হয়ত।

বাংলা লেখার জন্য অভ্র টাইপ করেন না! অন্য পিসিতে হলে অভ্র পোর্টেবল আর নয়ত উইকির খেলাঘর পেজে লিখতে পারেন। উইকির বাংলা লে-আউট হুবহু অভ্র'র মত।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ফারুক হাসান এর ছবি

আসুন কাব্য করি আজ রাত সারারাত

-----------------------
এই বেশ ভাল আছি

কর্ণজয় এর ছবি

*****

হাসান মোরশেদ এর ছবি


সকাল নেই, বিকেল নেই
শুধুই পেরেকে গাঁথা সার্বক্ষনিক রাত!

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

কাপালী, বেবুশ্যে শব্দের মানে কি? কবিতা অসাধারণ মনে হয়েছে। শব্দের অর্থ না জানা থাকায় পুরো স্বাদ নিতে পারলাম না বোধহয়।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।