একালের লিমেরিক (এক)

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ৩:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

(এক)
যে দিঘীতে লুকিয়ে ছিল, বিশাল নীলাকাশ,
সে দিঘীরই শান্ত তীরে, এক বালিকার বাস।
এক্কা দোক্কা চৌপর-
খুনসুটে রোদ দিনভর,
সে দিঘীরই নীল অতলে, ঐ বালিকার লাশ!

(দুই)
সকাল হতেই বেরিয়েছিলাম, বিকেল মেয়ের কাছে,
বিকেল মেয়ের কাছেই দেখি, সকাল পড়ে আছে।
হঠাত্ই তাই মাতাল পা,
মাথায়, কোষে যন্ত্রণা,
সকাল বিকেল করে আমার, দিনলিপিই মিছে।

(তিন)
বিদ্যা বুদ্ধি যা ই ছিল, ছিলাম চাটুকার,
ছুরি, কাচি, খুন্তি সবই, দিলাম বেজায় ধার।
ঘরের বাইরে মহাকান্ড,
রাজ্য আমার লন্ডভন্ড,
আমার তেলে আমার মাছই, পুড়ে একাকার!


মন্তব্য

অচল আনি এর ছবি

দারুন হইছে!!! বিশেষ করে ১ আর ৩ ...

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ! আমার কাছে দুই নম্বরটি ভাল লেগেছে বেশী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

এক্কা দোক্কা চৌপর-
খুনসুটে রোদ দিনভর,
সে দিঘীরই নীল অতলে, ঐ বালিকার লাশ!

অনেক দিন পর তীরন্দাজ আপনার কবিতা পড়লাম।
বেশ ভাল কবিতা। কবিতার শরীরগুলোও সুন্দর। চিত্রকল্প স্পষ্ট।
গল্পের সাথে মাঝে মধ্যে কবিতাও লিখবেন ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ শাহীন। একেক সময় একেকটা ঝড় আসে, ভাল মন্দ নিয়ে। আমিও তার সাথে সম্পর্ক গড়ি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নিঝুম এর ছবি

সকাল হতেই বেরিয়েছিলাম, বিকেল মেয়ের কাছে,
বিকেল মেয়ের কাছেই দেখি, সকাল পড়ে আছে।

ভাবনাটাই অন্যররকম।

আপনি শুধু ভালো গল্প বলিয়েই নন, ভালো কবিও । খুব ভাল্লাগ্লো।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

তীরন্দাজ এর ছবি

আপনার প্রশংসাগুলোও খুব, খুবই সুন্দর নিঝুম! অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্নিগ্ধা এর ছবি

ইদানিং আপনার লেখা পড়ে মনে হয় কিছুদিন writer's block থাকার পরে সেটা চলে গেলে যেমন অনেক সময় স্বতোৎসারিত ভাবে চমৎকার সব লেখা আসতে থাকে, আসতেই থাকে - এগুলোও তাই - এবং চমৎকারীত্ব অটুট রেখে হাসি

(আপনার একটা মন্তব্যে আপনার সাত বছর বয়সী ছেলের কথা পড়ে বুঝলাম - ওর হবে হাসি )

তীরন্দাজ এর ছবি

আপনার স্নিগ্ধ প্রশংসার জন্যে অনেক ধন্যবাদ স্নিগ্ধা। অনেক সময় অনেক দিন পেরে উঠিনা, এটাই হয়তো writer's block!

-- আমার ছেলের বয়েস এখন ষোলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্নিগ্ধা এর ছবি

-- আমার ছেলের বয়েস এখন ষোলো!

এবং ?? হচ্ছে, মনে হচ্ছে ?

তীরন্দাজ এর ছবি

তেমন হচ্ছে বলে মনে হয়না। স্কুলের লেখালেখিতে কিছুটা টের পেলেও হইহই ই চলছে বেশী...। অনেকটাই অব্যাবহৃত!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

প্রথম দুটো ভেতর ছুঁয়ে যাওয়া কবিতা। চমৎকার ! তৃতীয়টায় মনে হচ্ছে ছড়ার মেজাজ।
তবে প্রথমটা তো বুকের ভেতর দাপাচ্ছে এখনো। হ্যাট খুলে নিলাম, কবি।
অভিনন্দন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তীরন্দাজ এর ছবি

জানিনা, এতোটা প্রশংসার আমি যোগ্য কি না। আপনাকে আন্তরিক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নুশেরা তাজরীন এর ছবি

মুগ্ধ।

মুশফিকা মুমু এর ছবি

দারুন !!! ১ আর ৩ দারুন লাগল হাসি ২ টাও দারুন
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পরিবর্তনশীল এর ছবি

এক নাম্বারটা ধরছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।