অণুকাব্যের ঝড় (এক)

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: রবি, ০৮/০৬/২০০৮ - ৩:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অণুকাব্য ১
যে পাখিটি বাসা বাঁধে, ছোট্ট এক আমগাছে,
আকাশ যতো বড়োই হোক, গাছটি বিশাল তার কাছে।

অণুকাব্য ২
অনেক তো দিয়েছ, আর দেবে কি?
সমুদ্রে পানি থাকলেও তেষ্টা মেটে কি?

অণুকাব্য ৩
সাঁতার না জেনেও কন্যা জলে ডুব দাও,
অতি দূর ভেসে যাবে তোমার আমার নাও।

অণুকাব্য ৪
এক ডুবে জল কেটে নদী হয়ে পার,
দিঘীতে নেমে দেখি, জানা নেই সাঁতার!

অণুকাব্য ৫
অনেকগুলো টিয়ে এলে বাগানে,
কার খাদ্য কেড়ে নেবে, কে জানে?

অণুকাব্য ৬
বউটা সুন্দরী হলেও ভাল ছিল না,
আমার একশো’ কথার অনেকটাই শুনতে চাইতো না।


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

সবগুলি ভাল লাগল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বেশ ভালো লাগলো! বিশেষকরে ৪ নম্বরটা। ছোট্ট, কিন্তু ধাক্কা দেয়, ভাবায়। অণুকাব্যের মজাই এটা।

রণদীপম বসু এর ছবি

১, ৩, ৪ খুব ভালো লেগেছে। বাকিগুলো কিন্তু খারাপ বলছি না।
আসলে অণুকাব্যের মজাই আলাদা ! পড়া বা লিখা উভয়টাই।
ধন্যবাদ পুরনো খাসিলত জাগিয়ে তোলার জন্যে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তীরন্দাজ এর ছবি

জুলাইতে আসছেন তো ম্যুনশেনে?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।