সূর্য নামে পাটে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ২৫/০৪/২০০৯ - ১১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:
সূর্য নামে পাটে

উজ্জ্বল সুবর্ণরেখ দিনের শেষে
অপরাজিতা-নীল আকাশে
কমলা সন্ধ্যা হয়ে আসা-
চোখের দরজা খুলে
দেখেছ কি কোনোদিন?
আকাশী-আঁচল জুড়ে আলোর আবীর
দেখেছ কি কোনোদিন?


মন্তব্য