উজ্জ্বল সুবর্ণরেখ দিনের শেষে অপরাজিতা-নীল আকাশে কমলা সন্ধ্যা হয়ে আসা- চোখের দরজা খুলে দেখেছ কি কোনোদিন? আকাশী-আঁচল জুড়ে আলোর আবীর দেখেছ কি কোনোদিন?
মন্তব্য