কেমন আছেন?

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ২৯/০৬/২০২৩ - ১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহুকাল পরে সচলায়তনে এলাম। আপনারা সবাই কেমন আছেন? সেইসব পুরানো দিন মনে পড়ে, যখন নিত্য নিত্য এই চত্বরে একবার করে ঢুঁ মেরে যেতেই হত। তখন প্রতিদিন এত লেখা উঠত, যে তাল রাখাই কঠিন ছিল।
কয়েক মাস হল একটা অ্যাপ নামিয়ে মোবাইলের স্ক্রীনে ছবি আঁকা শুরু করেছি। একেবারেই হাবিজাবি ছবি, বুঝতেই পারছেন জিনিসটা বুঝতে বুঝতেই দিন চলে যায়, ভালো আঁকা তো অনেক পরের ব্যাপার। তবু ভাবলাম সচলের বন্ধুদের দেখাই কয়েকটা ছবি।

ছবি: 
22/09/2008 - 1:13পূর্বাহ্ন
22/09/2008 - 1:13পূর্বাহ্ন

মন্তব্য

তুলিরেখা এর ছবি

নীড়পাতায় ছবিগুলো আসে না কেন?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

ছবি নীড়পাতায় আসে না।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মন মাঝি এর ছবি

আছি আছি, হারাধনের অবশিষ্ট দশম ছেলেটির মত আছি এখনও সচলায়তনে, যাইনি এখনও বনে, তবে কাঁদছি ভেউ ভেউ! দেঁতো হাসি

****************************************

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হ্যাঁ, চার বছরের বেশি সময় পরে আসলেন। আশা করি কুশলে আছেন। ছবি আঁকছেন দেখে ভালো লাগছে, তবে তার সাথে লেখাও চাই। গদ্য আর পদ্য মিলিয়ে আপনার লেখার যে একটা বিশেষ স্টাইল আছে ওটা মিস করি।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তুলিরেখা এর ছবি

হ্যাঁ, বহুদিন আসা হয় নি। সেইসব বন্ধুদের মনে পড়ে, সেই স্নিগ্ধা, আয়নামতি, আশালতা, কৌস্তুভ, অনিকেত পথিক, মূলত পাঠক, একলহমা, আপনি, আরও কত জন... তখন প্রতিটা দিন একবার অন্তত সচলে ঢোকা হত। কত নতুন লেখা তখন আসত রোজ! অনেকদিন পর এসে আপনাকে দেখে বড় ভালো লাগল। ভালো আছেন আশা করি। 'কথা ও কবিতা' ট্যাগে সেই যে লেখাগুলো, অনভ্যাসে ভুলেই গেছি সব। দেখি আবার যদি-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

সেই বন্ধুরা সবাই, কোথায় আপনারা?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মুস্তাফিজ এর ছবি

ছবি সুন্দর হয়েছে

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।