অবাঞ্ছিত

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: সোম, ২৭/১০/২০০৮ - ১:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বতন্ত্র আক্ষেপে নিমগ্ন
ব্যক্তিত্ব ছিঁড়ে বিক্ষিপ্ত গতি
সম্ভ্রমহীন শোকের সাগরে
গা ভাসায় আর আমি
তোমার বেগুনী চামড়ায়
লেপ্টে দিতে চাই শুকনো অস্বস্তি
যেন প্রতিবার
না ছুঁয়েই তুমি
বলে দিতে পার -
আমি অবাঞ্ছিত ।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

চমৎকার !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

চলুক
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জুয়েল বিন জহির এর ছবি

যেন প্রতিবার
না ছুঁয়েই তুমি
বলে দিতে পার -
আমি অবাঞ্ছিত ।

ভাল লেগেছে।

অবাঞ্ছিত এর ছবি

ধন্যবাদ সবাইকে

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।