বাংলাদেশী চলচ্চিত্রের জগতে ধ্রুবতারার মত আবির্ভাব হয়েছিল সালমান শাহের। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের 'কেয়ামত থেকে কেয়ামত' ছবিতে মৌসুমির বিপরীতে অভিষেক করার পর থেকেই একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে নব্বই দশকের শীর্ষস্থানীয় নায়ক, ফ্যাশন আইকন এবং হার্টথ্রব হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা সালমান শাহ তিন বছরের ক্যারিয়ারে মাত্র ২৭টি ছবি করেই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে নিজের স্থান নিশ্চিত করে গেছেন। বলা যেতে পারে অকালে ঝরে যাওয়া এই উজ্জ্বল নক্ষত্রের শুন্যতা পরবর্তীকালের রিয়াজ/সাকিব খান/ফেরদৌস কেউই যথাযথভাবে পূরণ করতে পারেন নাই।
গত সপ্তাহের সেপ্টেম্বর ১৯ তারিখে সালমান শাহের ৪৫তম জন্মবার্ষিকী ছিল। আমার ইচ্ছে ছিল সেই উপলক্ষে ছোটবেলা/কৈশোরের সবচেয়ে পছন্দের বাংলা চলচ্চিত্রের নায়ককে নিয়ে কিছু একটা লিখবো। সে সময়ে বাংলা খবরের কাগজগুলোতে আমার জন্য একটা বড় আকর্ষণ ছিল পিছনের দিকের পাতাগুলোর চলচ্চিত্রের সচিত্র বিজ্ঞাপনগুলো। ভেবেছিলাম সালমান শাহের অভিনিত ছবিরগুলোর বিজ্ঞাপন সংগ্রহ করে একটা লেখায় দিয়ে রাখবো। ব্যস্ততার কারনে একটু দেরী হয়ে গেলো কাজটা সম্পন্ন করতে। তারপরেও আজ পেশ করছি সালমান শাহের অভিনিত ছবিগুলোর খবরের কাগজ থেকে নেয়া বিজ্ঞাপনগুলো। প্রিয় নায়কের জন্মদিনে কিছুটা দেরীতে হলেও এটা হোক আমার শ্রদ্ধাঞ্জলি। আশা করি আমার মত নব্বই দশকে শৈশব/কৈশোর/তারুণ্য পেরনো সচলের সালমান শাহ ভক্তেরা পছন্দ করবেন।
১) কেয়ামত থেকে কেয়ামত (মুক্তিঃ ২০ মার্চ, ১৯৯৩)
২) তুমি আমার (মুক্তিঃ ২২ মে, ১৯৯৪)
৩) অন্তরে অন্তরে (মুক্তিঃ ১০ জুন, ১৯৯৪)
৪) সুজন সখী (মুক্তিঃ ২২ আগস্ট, ১৯৯৪)
৫) বিক্ষোভ (মুক্তিঃ ৯ সেপ্টেম্বর, ১৯৯৪)
৬) স্নেহ (মুক্তিঃ ১৬ সেপ্টেম্বর, ১৯৯৪)
৭) প্রেম যুদ্ধ (মুক্তিঃ ২৩ ডিসেম্বর, ১৯৯৪)
৮) দেনমোহর (মুক্তিঃ ৩ মার্চ, ১৯৯৫)
৯) কন্যাদান (মুক্তিঃ ৩ মার্চ, ১৯৯৫)
১০) স্বপ্নের ঠিকানা (মুক্তিঃ ১১ মে, ১৯৯৬)
১১) আঞ্জুমান (মুক্তিঃ ১৮ আগস্ট, ১৯৯৫)
১২) মহা মিলন (মুক্তিঃ ২২ সেপ্টেম্বর, ১৯৯৫)
১৩) আশা ভালোবাসা (মুক্তিঃ ১ ডিসেম্বর, ১৯৯৫)
১৪) বিচার হবে (মুক্তিঃ ২১ ফেব্রুয়ারি, ১৯৯৬)
১৫) এই ঘর এই সংসার (মুক্তিঃ ৫ এপ্রিল, ১৯৯৬)
১৬) প্রিয়জন (মুক্তিঃ ১৪ জুন, ১৯৯৬)
১৭) তোমাকে চাই (মুক্তিঃ ২১ জুন, ১৯৯৬)
১৮) স্বপ্নের পৃথিবী (মুক্তিঃ ১২ জুলারি, ১৯৯৬)
১৯) সত্যের মৃত্যু নেই (সালমান শাহের মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি, মুক্তিঃ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৬)
২০) জীবন সংসার (মুক্তিঃ ১৮ অক্টোবর, ১৯৯৬)
২১) মায়ের অধিকার (মুক্তিঃ ৬ ডিসেম্বর, ১৯৯৬)
২২) চাওয়া থেকে পাওয়া (মুক্তিঃ ২০ ডিসেম্বর, ১৯৯৬)
২৩) প্রেম পিয়াসী (মুক্তিঃ ১৮ এপ্রিল, ১৯৯৭)
২৪) স্বপ্নের নায়ক (মুক্তিঃ ৪ জুলাই, ১৯৯৭)
২৫) শুধু তুমি (মুক্তিঃ ১৮ জুলাই, ১৯৯৭)
২৬) আনন্দ অশ্রু (মুক্তিঃ ১ আগস্ট, ১৯৯৭)
২৭) বুকের ভিতর আগুন (সর্বশেষ ছবি, মুক্তিঃ ৫ সেপ্টেম্বর, ১৯৯৭)
খবরের কাগজের আর্কাইভের জন্য কৃতজ্ঞতায়ঃ ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ICSF), সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ (CBGR), ওমর শেহাব।
মন্তব্য
ভাল প্রামাণ্যকরণ।
ধন্যবাদ শেহাব ভাই।
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
অসাধারণ কাজ। চমৎকার সংগ্রহ। "কেয়ামত থেকে কেয়ামত" দেখেছিলাম বড় মামার সাথে আর শেষ ছবি "সত্যের মৃত্যু" নেই দেখেছিলাম আম্মার সাথে। স্মৃতিকাতরতায় আক্রান্ত হয়ে পড়লাম। সালমান শাহ এর জন্য শ্রদ্ধা।
ফাহমিদুল হান্নান রূপক
ধন্যবাদ।
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
আমার মনে হয় বাঙলা চলচ্চিত্র আমি যতোগুলো দেখেছি তার অধিকাংশ সালমান শাহ অভিনীত।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
বিজ্ঞাপনের ছবি গুলো একটা ভালো সংগ্রহ হয়ে থাকলো। একটা সময়ের চলচিত্র দর্শকের অনুভূতি আর তার বিজ্ঞাপনের সামাজিক দলিল। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। সালমান শাহ যখন নায়ক হিসেবে রীতি মত সাড়া ফেলে দিয়েছেন সেই তখন থেকে এখন পর্যন্ত তিার কোন ছবিই আমার দেখা হয়নি। ভাবছি দেখে ফেলতে হবে।
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
সুন্দর ও দুর্লভ/দুষ্প্রাপ্য সংগ্রহ। সংগ্রহকারী ও পোষ্টকারীকে অসংখ্য ধন্যবাদ্
নতুন মন্তব্য করুন