বৃদ্ধা বিহারি : তানভীর মোকাম্মেল-এর কবিতা

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: শুক্র, ০৫/১০/২০০৭ - ৭:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম আলো-র সাহিত্য পাতায় আজ প্রকাশিত কবিতাটি ভালো লাগলো। সবার সঙ্গে ভাগাভাগি করার ইচ্ছায় এখানে তুলে দিচ্ছি। তানভীরের অনুমতি পরে নিয়ে নেওয়া যাবে, সে দায় আমার।

বৃদ্ধা বিহারি
তানভীর মোকাম্মেল
ভারত বিভাগের ৬০তম বার্ষিকী উপলক্ষে

লিখেন সাম্বাদিক সাব আমি বিহারি

পাটনা জেলায় ক্ষেতি ছিল হামাদের
আব্বাজান রেলওয়ের গুমটিগার্ড
সোয়ামিও রেলে লাইনম্যান
হামাদের চমন পুড়ে নতুন পতাকা হলো
যখন এলাম প্রথম পাকিস্তান মালগাড়িতে দিন গুজরান
আজও কানে বাজে শান্টিং ইঞ্জিন
এ কলোনি ও কলোনি
কেটে গেলো জিন্দেগির দিন;

তারপর কী ঘটল মুলুকে বাঙাল
সেবারে পুড়েছিল ঘর এবারে কপাল
স্বামী শান্তাহারে খুন হলো মেয়ে-জামাই ময়মনসিংয়ে
দিনাজপুরে ছেলেকে ডেকে নিল মিটিং বলে
৩৬ বছর পার হলো সে মিটিং আজও শেষ হলো না!

লিখেন এনজিও আপা আমি বিহারি

মেজ ছেলে অনেক তকলিপ করে পালিয়েছে পাকিস্তান
আরেক মেয়েও করাচি রঙ্গি টাউন
বাইশ বছর ওদের সুরত দেখি না
আর ছোট ছেলেটা গুল্লু
ভিসার অপেক্ষায়
দারু খায় আর কী কী যেন খায় জোয়ান ছেলেরা
ক্যাম্পে তো আসমান নেই ফেরেশতারা তাই দেখতে পান না!

লিখেন বিদেশি স্যার আমি বিহারি

কিতনা জেনারেল আয়া গ্যায়া
লেকিন ম্যায় আজ ভী ইন্তেজার মে হুঁ
কব যায়েঙ্গে পাকিস্তান
ইয়া কবরিস্থান!
চোখে হামার ছানি এখন ভালো দেখি না
শুধু ইয়াদ হয় পাটনায় আমাদের ক্ষেতির কথা

আর ভালো লাগে ঝরঝর বর্ষা বাংলার
যেন তা সমান আমার কান্নার আর
রাতের খোয়াব দেখি পাকিস্তানের পাহাড়

লেকিন আপসোস খোদাকা এতনা বড়া দুনিয়ায়
কোনো মুলুকেই মাকান নেই হামার;

ইয়ে সাম্বাদিক সাব, ইয়ে এনজিও আপা, ইয়ে বিদেশি স্যার
আপা জারা জিন্নাহ সাব সে পুঁছিয়ে না
মেরা ওয়াতান কিধার?

জি, লিখ লিজিয়ে ... ম্যায় বিহারি হুঁ!

১০ সেপ্টেম্বর, ২০০৭


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গুরুত্বপূর্ণ একটি বিষয় অসাধারন ভাবে উঠে এসেছে কবিতাটিতে। জুবায়ের ভাইকে ধন্যবাদ কবিতাটির জন্য।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ কিছু প্রাপ্য হয়ে থাকলে তা কবিতা রচয়িতার, আমার নয়।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

??? এর ছবি

..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

মুহম্মদ জুবায়ের এর ছবি

মন্তব্যহীন মন্তব্য! হাসি

অনেক কথা... কোনো কথা না বলে...

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অমিত আহমেদ এর ছবি

মূল কথা ভাল লেগেছে।
কিন্তু কবিতা হিসেবে তেমন নয়।


ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল

কারুবাসনা এর ছবি

ভালো।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

বিপ্লব রহমান এর ছবি

হায় রে দেশহীন মানুষ!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৌরভ এর ছবি

হুমম।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ অমিত আহমেদ, কারুবাসনা, বিপ্লব রহমান ও সৌরভ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

কনফুসিয়াস এর ছবি

ক্যাম্পে আসমান নেই, তাই ফেরেশতাও দেখে না- এই কথাটা বুকে গিয়ে লাগলো।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠিক।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ফারুক হাসান এর ছবি

সৌরভ আর কনফুসিয়াসের মন্তব্য পড়ুন।
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

মুহম্মদ জুবায়ের এর ছবি

পড়লাম। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হিন্দি/উর্দূ না জানায় কিছু অংশ বুঝলাম না।
কেমন আছেন, জুবায়ের ভাই?

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমি নিজেও হিন্দি/ঊর্দু বুঝি অতি সামান্য। এই দুই ভাষার তফাতও ধরতে পারি না। তবে এই কবিতায় যতোটুকু আছে তা আমার বোঝার শক্তির মধ্যেই। আমি যতোটুকু বুঝেছি তা গদ্যে অনুবাদ করে দিতে পারি, ইমেল কোরো যদি চাও।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

থ্যাংক ইউ জুবায়ের ভাই!

হাসান মোরশেদ এর ছবি

কবিতাপাঠক হিসেবে আমি সর্বভুক শ্রেনীর । ভালো লাগলো,কবিতা হিসাবে । কিন্তু একটা কথা আছে,

তারপর কী ঘটল মুলুকে বাঙাল
সেবারে পুড়েছিল ঘর এবারে কপাল
স্বামী শান্তাহারে খুন হলো মেয়ে-জামাই ময়মনসিংয়ে
দিনাজপুরে ছেলেকে ডেকে নিল মিটিং বলে
৩৬ বছর পার হলো সে মিটিং আজও শেষ হলো না!

এই অংশ কি মেসেজ দেয়? বাঙাল মুলুকের সেই ঘটনায় কথিত বিহারীদের প্রকৃত ভুমিকা যা ছিলো,এই অংশ কি তার বিপরীত ধারনা দেয় না? এমন ধারনা তৈরী হয় যেনো বাঙ্গাল মুলুকের সেই ঘটনায় বিহারীরা আক্রান্ত ছিলো,আক্রমনকারী নয় ।

দুঃখিত যদি এই মন্তব্যটুকু কারো কাছে অমানবিক ঠেকে ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমিও এই জায়গায় একটু ছোটো ধাক্কা খেয়েছিলাম। আপনার উত্থিত প্রশ্নটা সঙ্গত। পরে নিজে নিজে এরকম একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলাম যে, মিটিং-এ কে তাকে ডেকেছিলো তার ইঙ্গিত কিন্তু নেই। সুতরাং আক্রমণকারীদের সঙ্গেই হয়তো সে গিয়েছিলো - এরকম ধারণাও অযৌক্তিক হয় না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।