গুঁতোগুতির শীর্ষে আজ গুঁতো আর গুতি

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: রবি, ০৯/০৩/২০০৮ - ১২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

গুঁতো-গুতির মাধ্যেই মাঝে মাঝেই ঝামেলা লাগে। আমার ডাক পড়ে। আমি নারদ-নারদ স্টাইলে আরো ঠুসে দি। ক্যালাকেলি শুরু হয়ে যায়। এমনই এক রবিবারে, আমার কিছু করার ছিল না বা নারদ খেলতে ইচ্ছে হল। কিন্তু ইচ্ছে হল এক ধরনের বিড়ালছানা।একটু আঁশটে গন্ধ পেলেই হল।

গুঁতো-গুতির মধ্যে একজনের মাথায় চন্দ্রবিন্দু অন্যজনের মাথায় নেই। কেন? কেন? কেন? তুই রাজা মহারাজা না লাটের বাট? বাট, আমি প্রশ্ন তুলি, গুঁতো যদি রাজাও হয় গুতিও তবে রাণী। ব্যাস লেগে গেল। লাগ লাগ ভেল্কী লাগ। খামচা-খামচি। এ ওর চুল ধরে টানে তো ও তার চন্দ্রবিন্দু ধরে খামচায়। আমি সিরিয়াস মুখে খিল্লি করছি। মাঝে মাঝে ফুট।

কেস দেখি সিরিসাস।গুঁতো গুতিকে মেঝেতে পেড়ে ফেলেছে ,এরপর হয় রেপ নয় মার্ডার সিচুয়েশন। আমি গুঁতোকে বল্লাম রেপ হলে কিন্তু গুর্তির মাথায় একটা পালক যোগ হয়ে গেল। গুঁতো বলল, হারামজাদি, তাহলে তোকে আজ মেরেই ফেলব। আমি বলি, সেটাই বেটার। মরার পর, চন্দ্রমুখির মত, মার ডালা বলে নাচবে। গুঁতো গুতিকে ছেড়ে আমার দিকে তেড়ে আসে। বলে চন্দ্রবিন্দু আমার, চন্দ্রমুখিও আমার, এনিথিং আ্যসোসিয়েটেড উইথ মুন সব আমার প্রপার্টি, লাইক রিয়া, রাইমা আ্যন্ড চন্দ্রকান্তা। গুতি সেই সুযোগে মোবাইলে গুঁতোর সব কথা রেকর্ড করে নিল।

গুঁতো-গুতির আর সম্পর্ক ভালো রইলনা। গুতির আবেদন ও গুঁতোর রেকর্ডেড ভয়েস শুনে আদালত ডিভোর্সের রায় দিল। আমি একমাত্র সাক্ষী। আমি মন মরা, ঝামেলা কি সব শেষ হইয়া গেল? ঝামেলার আরো অনেক বাকি ছিল, গুতি ডিভোর্সের কম্পেনশেসন চেয়ে বসল,ঐ চন্দ্রবিন্দুটাই। প্রচুর শুনানি হল। শেষে ভাগাভাগি স্থির হল। ধনুকের ছিলা পাবে গুঁতো আর গুতির জন্য কেবল ফুটকি। আদালত এই রাজকে ঐতিহাসিক ঘোষনা করল। সেই থেকে যাবতীয় গুঁতোগুতির নাম হল ফুটকিবাজী।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

এখানেও সেই ঐতিহাসিক ঘোষনা !!!

রাকিব হাসনাত সুমন

কারুবাসনা এর ছবি

তেমনই তো হল। আমি কি করতে পারি?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অতিথি লেখক এর ছবি

হাহাহা চরম। ভাইয়া শেষ করে দিলেন কেন। অনেকটা সুকুমারের স্টাইল পাচ্ছিলাম।
**উলুম্বুশ**

কারুবাসনা এর ছবি

আচ্ছা তা হলে শেষ করি নাই।
মনে করেন প্রথম কিস্তি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

গৌতম এর ছবি

উত্তম জাঝা!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কারুবাসনা এর ছবি

বটে?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

আরিফ জেবতিক এর ছবি

আহারে , আহারে !!

কারুবাসনা এর ছবি

এত মায়া নিয়ে আমি কোথা যাই?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

দুর্বাশা তাপস এর ছবি

জটিল মজা হইছে। জাঝা!

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

কারুবাসনা এর ছবি

দেখা যাক শেষটা।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

টিটো রহমান এর ছবি

বেশ বেশ। চমতকার

কারুবাসনা এর ছবি

সম্পক্কো ভেঙে মজা পান, কেমন মানুষ আপুনি?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

‌‌‌‌দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কারুবাসনা এর ছবি

আপনার ট্যাগটা কিন্তু চমতকার।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ধুসর গোধূলি এর ছবি

- কারো সাথে হিলা করায়া গুতিরে আবার গুঁতার কোলে তুইলা দেন।
তাহারা অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগুক!
_________________________________
<সযতনে বেখেয়াল>

কারুবাসনা এর ছবি

আপনে রাজী?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ধুসর গোধূলি এর ছবি
কারুবাসনা এর ছবি

বটে?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অমিত আহমেদ এর ছবি

অপূর্ব!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।