কাল বেলা ১১টায় তিতাস আসছে শহরে,তুমি আসবে ?

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ১১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন "তিতাস কোনো নদীর নাম নয়"। পরিবর্তন হয়েছে বেশ কিছু। সে কথা থাক।
শ্যাজা ওরফে সামরান হুদার গদ্যগ্রন্থটি একুশের মেলায় প্রকাশ পাচ্ছে কাল, ২১ শে ফেব্রুয়ারি। সকাল ১১টা থেকে মেলায় শুদ্ধস্বরের স্টলে পাওয়া যাবে বইটি। আসুন, উল্টে দেখুন, পাল্টে দেখুন। বই কেবল পড়ার নয়, দেখারও অনুভব করুন। বইটির প্রচ্ছদ ও অলংকরন করেছেন প্রবীণ চিত্রশিল্পী আব্দুস শাকুর।

আটপৌরে ঝরঝরে গদ্যে লেখা বইটি বড়দের মত ছোটদের কাছেও আদরনীয় হবে আশা করি। বইটির কোন আনুষ্ঠানিক উদ্বোধন নেই,কোন কেউকেটা কেউ আসছেন না, ভারী বক্তৃতা হচ্ছে না । নির্ভার মনে দেখাই তিতাসকে স্পর্শ করার একমাত্র রাস্তা।

পাঠককে প্রণাম।।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম... উল্টে শুধু পাল্টে না... পড়েও দেখবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কারুবাসনা এর ছবি

চলবে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

রণদীপম বসু এর ছবি

হুমম, হোমড়া-চোমড়া কেউ মোড়ক খুললেই কি বইয়ের টেক্ট-এ নতুন কোন মাহাত্ম্য জন্ম নেয় ? কেউকেটা বিজ্ঞাপন নাইবা হলো !
অপেক্ষায় আছি বইটির...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুজিব মেহদী এর ছবি

তিতাস নদী না-ই হোক, তার সাথে মোলাকাতে দোষ নেই। দেখা-পড়া হবে।
..................................................................................
ঘড়ির কাঁটার দিকে তাকালে আমার কেবলই মরে যাচ্ছি বলে মনে হয়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুস্তাফিজ এর ছবি

অপেক্ষায় আমি

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি


পইড়া ফালাইছি
এখন খালি উল্টাইয়া পাল্টাইয়াই দেখা বাকি
দেইখ্যা লমু

তীরন্দাজ এর ছবি

অভিনন্দন জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিন্দিতা চৌধুরী এর ছবি

অভিনন্দন।

দৃশা এর ছবি

অভিনন্দন।
-----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

তানবীরা এর ছবি

শুভকামনা

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।