পদ্মা-১

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ৩১/০৩/২০০৯ - ৩:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমির খাঁ আবারো বাগেশ্রী গাইছেন, পদ্মার ঢেউ বারে বারে সবুজ হয়ে পড়ছে, ওপারে মুর্শিদাবাদ। কতগুলো ছেলে সুতোর টানে টানে টেনে তুলছে ৫০০/৬০০ গ্রা ওজনের রিঠা মাছ, ভাঙন রোধের পাথরের ফাঁকে মাছগুলো ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, পানির ওপর সরে সরে যাচ্ছে রোদ, মেঘের কারণে।

ঈশ্বরদির কিছু আগে লালন শাহ সেতু হয়ে শুয়ে শুয়ে দেখছেন মেঘ আর পানির খেলা, বাংলাদেশ- জাপান মৈত্রী ফলকের তাই দেখে চোখ ছানা বড়া। তুমুল বৃষ্টি নামল পদ্মার আঁচল জুড়ে। বাউল আব্দুল গণি সরকার এরপর খানিকক্ষণ বেহালা বাজাবেন, কেবল।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

দাদা, আপনার এইসব ভ্রমণে একবার সঙ্গী হইবার মঞ্চায়। চোখ টিপি

কারুবাসনা এর ছবি

অসুবিধা নাই।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শাহেনশাহ সিমন এর ছবি

পড়ে ভাল্লাগলো।

******************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

কারুবাসনা এর ছবি

ভালো কথা।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

কীর্তিনাশা এর ছবি

সুমেরু'দা কী সুন্দর করেই না লিখেছেন ! আহা !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কারুবাসনা এর ছবি

দূর আমি তো এখনও আপশোষ করতাসি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ফারুক ওয়াসিফ এর ছবি

বিমূর্ততাকে এই ভাবে মূর্ত করা...স্বাদ আছে ভাষায়।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

কারুবাসনা এর ছবি

আমাদের আর কাজ কি, ফিকির খোঁজা ছাড়া?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

বিপ্লব রহমান এর ছবি

তারপর? চলুক
---
অপ্রসঙ্গ: এই এক সরকারি প্রহসন! বিএনপি সরকার লালনকে মুসলমানিত্ব দিতে সেতুর নাম দিয়েছে 'লালন শাহ'। তো সিরাজ সাঁই-এর শিষ্য ফকির লালন আবার মুঘলদের 'শাহ' পদবী নিয়েছিলেন না কি!

বেঁধেছো এই ঘরখানি গো সাঁইজি, কোন রঙে?


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কারুবাসনা এর ছবি

শেষের লাইনটা কি ঠিক?
গোঁসাইজি নয়?
গৃহীকে করা প্রশ্ন বলেই তো মনে লয়!

color=red]
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।[/color]


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

বিপ্লব রহমান এর ছবি

ঠিক.... 'গোসাঁইজি'ই হবে। আগের মন্তব্যটি সম্পাদনা করা যাচ্ছে না। ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

Bony Yousuf এর ছবি

এটাকি কোনো নামকরা বই টই থেকে নেয়া হয়েছে? আমি তো কিছুই বুজলাম না

Face Anti Wrinkle Wrinkle Reviews

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।