Tiger জাতি Supply জাতি

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১৬ - ৯:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিনি কহিলেন, ‘যখন সমাজের একটা অংশ এমন কিছু order করতে থাকে যা সে নিজেই জানে না এবং সমাজের বাকী অংশ যখন সেই order মানার জন্য নিজেকে supply করে তখন গোটা systemটাই একটা supply এর ফেরে পড়ে। একটা society তখন তার developing গুণাবলী হারিয়ে developing জাতি থেকে supplier বা supply জাতিতে পরিণত হয়।’
এই বলিয়া তিনি supply জাতির বৈশিষ্ট্য এবং এর সভ্য নাগরিকদের চরিত্র সম্পর্কে বিস্তারিত বলিতে শুরু করিলেন।
তিনি যত বলিতে লাগিলেন, আমরা ততই বুঝিতে পারিলাম- আমরা যারা Tiger জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে ভালবাসি, তাহারা আসলে আদতে একটি supply জাতি।
বনজঙ্গলের মাত্র দু’চারশ Tigerকে মারিয়া তার হাড্ডি-মাংস-ছাল জাতীয় সম্পদ বিবেচনায় আর্থ-সামাজিক-সাংস্কৃতিক-রাষ্ট্রীয় প্রতীকে মুড়াইয়া আমরা যে দেহে-মনে-বন্তুতে প্রতিদিন কোটি কেটি বাঘের জোগানজন্ম দিয়া আসিতেছি তাহা supply জাতির কর্ম কুশলতার এক পরম নিদর্শন। আমরা জাতি-গর্বে পূলকিত হইয়া বিজয় মিছিল করিতে লাগিলাম, অন্তত একটি ক্ষেত্রে আমরা Tiger জাতি পরম উৎকর্ষ হইতে পারিয়াছি।
‘জয়তু supply জাতি।’
‘supply জাতি জিন্দাবাদ।”
‘৪০০ বাঘ লোকান্তরে যাবে- তাতে কী. কোটি বাঘ supply হবে…’
আমাদের সম্মিলিত পুলকিত গর্জনে যদি দুই একটা Tiger যাও চিড়িয়াখানায়ও দ্রষ্টব্য হিসেবে বন্দি ছিল তাহারাও পালাইয়া গিয়া থাকিবে, কারন পরে তাহাদেরও আর খোঁজ পাওয়া যায় নাই।


মন্তব্য

হাসিব এর ছবি

মাথার উপর দিয়ে গেল সব। সাপ্লায়ার হওয়া কি খারাপ? জ্ঞান আর টেকাটুকা যদি না থাকে তাহলে জাতি কি সাপ্লায়ার হবার লজ্জায় উপোষ দেবে?

সজীব ওসমান এর ছবি

কী বলছেন সেটা বোঝাটা একটু কষ্টকর মনে হচ্ছে। হয়তো সেটাই উদ্দেশ্য।

প্রাসঙ্গিক হবে কিনা বুঝছিবানা, তারপরও বলি, মানুষ যত ম্যানগ্রোভ বাঘের সংখ্যা আগে ভেবেছিল তার চেয়ে বেশি বাঘ কিন্তু ম্যানগ্রোভে আছে।

চীন পৃথিবীর সবচেয়ে বেশি ব্যাঘ্র উপাদান আমদানি করে। তাদের একটা ধারণা আছে যে বাঘের বিভিন্ন অঙ্গ চিরযৌবন দেয়। চীন কিন্তু পৃথিবীর বেশ কিছু প্রাণীর বিলুপ্তির জন্য দায়ী। যেমন, গন্ডার। তবে তাদের জন্য রয়েল বেঙ্গলে চাহিদা কেমন জানিনা।

মেঘলা মানুষ এর ছবি

যদি ঠিক বুঝে থাকি, তাহলে রাশান-বাংলাদেশি,Olympic, Gymnastics সংক্রান্ত লেখা এটা।

অপ্রাসঙ্গিক: ফরম্যাটিং চাইনা, অন্ততঃ বাংলায় টাইপ করার সমস্যাটা ঠিক করে দিন। অন্যখানে লিখে কপি করে মন্তব্য করছি, সচলে লিখে এখন গুগলের বাংলা ইনপুট ভালো লাগে না। মনের কথা সংক্ষেপ করে বলতে হচ্ছে| মন খারাপ

হাসিব এর ছবি

আমরা ডেভুর ফাঁসি চেয়ে মিছিল করবো ভাবছি। আপাতত http://www.sceditor.com/ দিয়ে কাজ চালাচ্ছি।

স্পর্শ এর ছবি

অভ্র কীবোর্ড ব্যবহার করতে পারেন। উইন্ডোজ, লিন্যাক্স, ম্যাক সবার জন্যই আছে। এটা যেমন ম্যাক থেকে লিখলাম।


ইচ্ছার আগুনে জ্বলছি...

মেঘলা মানুষ এর ছবি

ধন্যবাদ পরামর্শের জন্য, আমি মোটামুটি ৩টা পিসি/ল্যাপটপ থেকে সচলে ঢুকি।
(আজকে আরেকটা ডেস্কটপ উদ্বোধন করে সচলে ঢুকলাম)। সত্যি বলতে, সচলের কমেন্ট বক্স আমার সবচেয়ে প্রিয় বাংলা লেখার জায়গা।

শুভেচ্ছা হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট

মেঘলা মানুষ এর ছবি

টেস্ট করুন, তারপর ওয়ানডে, তারপর টি-২০ নাহয় হোক খাইছে
আপনাকে পেয়েই গেলাম, আচ্ছা ফেসবুক থেকে করা মন্তব্য কি সেন্সর হয় না? যেমন, এই পাতার নিচে জনৈক রুবেল আক্তার তার টেস্টিং ইন্সপেকশন ব্যবসার কথা লিখে গিয়েছেন। এগুলো আটকানোর মত কোন 'জাল' নেই?

(আমরা বসতে পেলে শুতে চাই, কমেন্ট করার সুবিধা পেয়ে সাথে সাথে নালিশ/ দাবি দাওয়া নিয়ে হাজির )

সত্যপীর এর ছবি

জনৈক রুবেল আকতার নয়তো, মিন শেং লাইনস এর এক্সিকিউটিভ রুবেল আকতার।

..................................................................
#Banshibir.

পুতুল এর ছবি

অনেক শ্রমিক একটা পুকুর খনন করছে। খানিকটা খনন হওয়ার পর শ্রমিকরা দুপুরের খাবার খাচ্ছে। খেতে খেতে একজন বলল: দেখ কত বড় পুকুর খনন করলাম! দ্বিতীয় জন বলছে: এইডা একটা বালের পুকুর, গেরামের বেক্তে মিল্লা মুইত্যা দিলে ভইরা যাইবগা। তৃতীয় জন ক্ষেইপা গিয়া কয়: তোর এত বড় সাহস: আমার মালিকের পুকুরে গেরামের মানুষরে মুতাইতে চাষ! এই নিয়ে তুলকালাম কাণ্ড, মাথা ফাটাফাটি। কিন্তু পুকুরটির মালিক তাঁরা কেউনা।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।