মেঘদূত: ১: প্রাক কথন

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: বিষ্যুদ, ৩১/০৫/২০১৮ - ৩:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই গল্পটি আপনাদের জানার কথা ছিলো না। আমারও ছিলো না। এই গল্পটি যার জীবনের, সে কখনও এই কথা কাওকে বলে নি। কোনদিন কেউ জানুক, তা সে কখনও চায় নি। এই কথাগুলো সে রেখে দিয়েছিল, গহীনে, বুকের অতল অন্ধকারে, যেখানে বাইরের আলো কখনও পৌঁছায় না। তার ইচ্ছে ছিল, সে বুকের ভেতরে কথা জমিয়ে মুক্তো তৈরি করবে।আপনারা জানেন তো নিশ্চয়, কথারা জমে জমে মুক্তো দানা হয়। সে ঝিনুক হয়ে ভেবেছিল, অনেকগুলো মুক্তো জমা হলে তা দিয়ে এই পৃথিবীটা কিনবে। সে এক আশ্চর্য্য রূপকথার গল্প।যে গল্পটা সে আড়াল করে রাখতে চেয়েছিল, সে গল্পটা কিন্তু সে আসলে লুকিয়ে রাখতে পারে নি। সেই গল্প, জেনে গিয়েছিল আকাশের তারা, উদাস দুপুর। জেনে গিয়েছিল হু হু হাওয়া, গম্ভীর পাহাড়, দূর নাবিকের চোখে স্বপ্ন বুনে দেয়া উড়ে চলা গাঙচিল।প্রবাহমান নদীর দু পাড়। আর আমি। আসলে এ সবই মেঘের কারসাজি। আর সবার মতো আমিও জেনেছি, মেঘের কাছ থেকে। পৃথিবীর সবচাইতে প্রাজ্ঞ আর জ্ঞানী মেঘ, যে একসাথে আকাশ আর সমুদ্রের সব খবর রাখে। সে আসলে কারও কাছে কিছু বলে নি তা নয়, একদিন এক নিঃসঙ্গ মুহূ্তে,উড়ে চলা মেঘের তার কাছে তার সে মনের কথাগুলি বলেছিল। ভেবেছিল, মেঘের কাছে বললেও কথাগুলো থেকে যাবে তারই মধ্যে। কিন্তু আসলে তা হয় নি। মেঘ প্রাজ্ঞ, মেঘ জ্ঞানী- সে জানে- যা একজনের জীবন, তা সকলেরও জীবন। একজনের যে অভিজ্ঞতা তা জগতের অভিজ্ঞতা। তাই সে সকলের জানালায় জড়ো হয়, বৃষ্টি হয়ে ঝরে আর তার মধ্যে মিশে থাকে আকাশ, সমুদ্র আর মাটির ত্রিভূবনের জ্ঞান। আমিও সে দিন বসেছিলাম, আর জানালায় জড়ে হচিছলো বুনো মেঘেরা.. সেই মেঘ ভেঙে যখন বৃষ্টি নামলো, সেই বৃষ্টির সাথে মিশে ছিল এই গল্প। আমি জানালা দিয়ে দু হাত বাড়িয়ে অঞ্জলী পেতে বৃষ্টির জল ধরতে গেলাম,আর সেই জলের মাঝে পেয়ে গেলাম সেই আশ্চর্য্য গল্প…


মন্তব্য

সোহেল ইমাম এর ছবি

সেই গল্পটা কবে শোনাবেন আমাদের?

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

মন মাঝি এর ছবি

বেইমান মেঘ! রেগে টং

****************************************

তুলিরেখা এর ছবি

নিটোল এক কবিতা। ওই গল্প আমিও পেয়ে গেলাম, পাতায় পাতায় বৃষ্টিমঞ্জরী ফুটে থাকা জ্যোৎস্নামাখা গাছে গাছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আয়নামতি এর ছবি

আশ্চর্য গল্পখানা শোনার আগ্রহ জেগে থাকলো হাসি

অতিথি লেখক এর ছবি

পেয়ে গেলাম বলে , শেষ করে দিলেন ! এই যেন " গল্পের পিছনের গল্প" । অপেক্ষা থাকল 'গল্পের"।
সিল্ককটন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।