লুলালাপ

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: রবি, ১১/০৭/২০১০ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লুল স্বভাব নারী-পুরুষ উভয়ের মাঝেই বিদ্যমান। কাজেই মেয়েদের হেয় করবার জন্যে এটা লেখা হয়নি। কেউ চাইলে বিশেষ বিশেষ শব্দ বদলে পড়তে পারেন, তাতেও মূল ভাব একরকম ই থাকার কথা।

ঐ মেয়েটির সাথেই নাকি

হচ্ছে তোমার বিয়ে,

বলছে তাকে পাড়ার লোকে

ভীষণ রকম ইয়ে।

সবার সাথেই খাতির-পিরিত

নেই দ্বিধা লেশ-মাত্র,

ভাবখানা তার এমন যেন

সবাই তাহার পাত্র।

এত মেয়ে থাকতে ভায়া

এনার ফাঁদেই পড়লে?

জীবন হবে কালি তোমার

বেঁচে থেকেও মরলে।

মিথ্যে আমি কইনা মোটে

কইছি কথা হক,

লাইনে দাদা আমিও ছিলাম

আঙ্গুর কিন্তু টক।


মন্তব্য

নাশতারান এর ছবি

মজা পেলাম।
আঙ্গুর > আঙুর হলে শেষ লাইনের ছন্দ আরো মসৃণ হতো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

জি.এম.তানিম এর ছবি

অথবা আঙ্গুর ফল টক...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আব্দুর রহমান এর ছবি

হতে পারে।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

আব্দুর রহমান এর ছবি

মেনে নিলাম, আসলে শেষ লাইন নিয়ে আমি নিজেও সন্তুষ্ট না।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

খেকশিয়াল এর ছবি

মজা হইছে

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

আয়নামতি এর ছবি

আপনি দেখি গদ্য-পদ্যে দারুণ সাবলীল! লেখাটা মজারু হইছে।
একটা কথা বলি, রাগ করতে পারবেন না কিন্তু! আপনার নাম আর পেশা, দুটোই আমার বড়চাচার সাথে মিলে যাচ্ছে...আপনি তিনি নন তো! হিহিহিহি
শুভেচ্ছা জানবেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।