সামহোয়্যার থেকে সচলায়তন: কিছু ভাবনা

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বুধ, ০৬/০৬/২০০৭ - ৮:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
ভাল লাগছে সচলায়তনের বেটা ভার্সনের স্ফীতি দেখতে। চেনা মুখগুলোর বিচরণ দেখে আরও ভাল লাগছে। বাড়ছে লেখার পরিসর। টেস্টিং। চালু হচ্ছে কথাবার্তা। বিনিময় হচ্ছে কুশল। বাড়ছে প্রত্যাশার ব্যাপ্তি। আয়োজকরা সময় নিচ্ছেন সবকিছু সাজিয়ে নিতে। আপাতত সচলায়তনের বিষয়টি একান্তই আমাদের নিজস্ব গন্ডিতে ঘুরপাক খাচ্ছে। সচলায়তনকে সফল করতে আমরা সকলেই প্রতিজ্ঞ। আয়োজকদের কাছে সনির্বন্ধ অনুরোধ,সময় নিন। যতোদিন লাগে নিন। তারপর যখন সচলায়তন দিনের আলোর ছোঁয়া পাবে, তখন তা গর্জে উঠুক বজ্রপাতের মতো। হুটহাট করে সচলায়তনকে প্রকাশ না করে সমমনারা একত্রিত হয়ে দিনক্ষণ ঠিক করে উতসবের সাজ দিয়ে প্রকাশ করুন। কিছু প্রশ্ন একান্তই আমার রয়ে গেছে। সামহোয়্যার ইনকে কি আমরা সবাই একত্রে ছেড়ে দিয়ে চলে আসব? এতে সুফল বা কুফল কি হবে? সচলায়তন কি সবার লেখার জন্য পর্যাপ্ত স্থান দিতে পারবে? আমাদের নিজস্ব আলোচনাগুলো চলুক। আমার একার ভাবনার চেয়ে সবার একত্রিত ভাবনার মূল্য অনেক বেশী। সবার কালেক্টিভ উইজডমকে আমি মাথা পেতে নেব। সচলায়তনকে এগোতেই হবে ব্যাপকভাবে ও বিশালভাবে। আমাদের হারবার কোন সুযোগ নেই। ভাবনা দিয়ে, গল্প দিয়ে, গান দিয়ে, কবিতার পংক্তি দিয়ে আমরা ভীষণভাবে আলোড়িত করব আমাদের সামস্টিক প্রাণসত্বাকে। দেশপ্রেমকে। লাখো শহীদের স্বপ্নকে। আমি ভাবতে থাকি। ভালো লাগার অনুভূতিগুলো স্পন্দিত করতে থাকে আমার প্রাণকে। সত্যি করে বলুন তো, আপনাদের কেমন লাগছে সেই অনাগত শুভ দিনকে স্বাগত জানাবার ভাবনায়?

মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি
সামোহোয়্যারকে ছাড়ার জন্য কোন আনুষ্ঠানিক ঘোষনার দরকার নেই বোধহয়।আমি lycos mail ব্যবহার না করে এখন জিমেইল ব্যবহার করি,এজন্য কোন ঘোষনা দিয়ে আসি নি।কেউ ব্যক্তি পর্যায়ে করতে চাইলে সেটা ঠিক আছে। (জামাল ভাষ্কর আর অমিত আহমেদ করেছেন অলরেডি) তবে,এই সাইটের সফলতার জন্য আমরা যারা শুভার্থী আছি,তাদেরকে অবশ্যই কিছুদিনের জন্য (সম্ভব হলে সবসময়ের জন্য)সামহোয়্যার এ লেখা থেকে বিরত থাকতে হবে। দলবাজী করতে চাই না,তবে একটা পরিষ্কার বিভাজন রেখা প্রতিষ্ঠিত করতে চাই। ঐখানে লিখে ত্রিভুজ আর জারীর,এখানে লিখে আড্ডাবাজ বা হাসান মোরশেদ বা হিমু বা শো.মো.চৌ। এখন পাঠক,সিদ্ধান্ত তোমার। যেখানে তোমার মনে মিলে,সেখানে তোমার ঠিকানা।
সৌরভ এর ছবি
ঠিক তাই, জেবতিক দা । ------ooo0------ অনুভূতিশূন্য কেউ একজন

আবার লিখবো হয়তো কোন দিন

কর্ণজয় এর ছবি
চাই ..তীরন্দাজ এর নতুন কিছু অনুবাদ
সুমন চৌধুরী এর ছবি
তীরন্দাজের ব্যাপারে একমত।
সুমন চৌধুরী এর ছবি
আড্ডাবাজ, সামহোয়ার আমি ছাড়তে চাই না। তবে লেখা কমিয়ে দেব এই আর কি...
হযবরল এর ছবি
স্বাগতম আড্ডাভাই। দূরদেশে লোকজনরে খাওয়াইয়া আসেন খবর পাই। ঘরের লোকরে রাখলেন পর কইরা। আমি আপনার শালীর দিকে নজর ও দিই নাই, তাতেই এই অবস্থা। নজর দিলে না জানি কি করবেন?
আড্ডাবাজ এর ছবি
আয় হায়, এটা কি কইলা হযু ভাই। আসলে যাহারে আপন করিতে চাও সে চিরকালই পর থাকবে। এটাই বোধহয় নিয়ম। তোমার খাওয়া আছে মজুদ। চিন্তা কইরো না। আওয়াজ দিলেই খাওয়া হাজির হবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।