দূঃখেরা দল বেধে আসে

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শুক্র, ১০/০৪/২০০৯ - ২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক.
আমার কিছু কথা আছে
কথা গুলো রেখে গেলাম নদীর কাছে
আমার কিছু ব্যাথা আছে
ব্যাথা গুলো উড়িয়ে দিলাম নীলাকাশে
আমি না হয় হারিয়ে গেলাম.............

খ.
মনের ভিতর আনাগোনা করে কত কী! ক্ষণে বসন্ত, ক্ষণে বর্ষা। নমস্যি বাংলা ব্লগ। মনের এইসব আনাগোনাকে এখন মূহুর্তেই ছেপে ফেলা যায় এই ব্লগস্পটে। কত কত আনাগোনা একসময় লেখা হয়েছিল খাতায়-ডায়রিতে। দিন বদলের পালায় আজ আর খুঁজে পাইনা ওইসব। থাকলে হয়তো কিছু একটা নাম দিয়ে বই ছেপে ফেলা যেত।

গ.
কলহের জের কোথাও কোনো জ্যামে আটকায় না। সবগুলো সড়কের সবগুলো সবুজ বাতি একে পথ ছেড়ে দেয়। সরব কলহ,নিরব কলহ দ্রুত ছুটে যায় ফাঁকা রাস্তা পেরিয়ে। পথ জুড়ে শুধু রেখে যায় দাগ,দগদগে ত। এইসব দাগ আর ত কী সব অদ্ভুত নাম ধারন করে মানুষকে নিয়ে যায় হাসপাতালে। মানুষ তারপর আস্তে আস্তে বিড়াল কিংবা মাছে পরিণত হয়। রক্তহীন ফ্যাকাসে ধুসর এইসব মানুষের জন্য তখন শুধু অপো করে কবর। হায় কলহ। চারিদিকে এত গভীর পরিখা খুঁড়ে অপেক্ষায় ছিলে বুঝি? এখন সুযোগ বুঝে পতপত করে উড়িয়ে দিচ্ছো নিজের পতাকা! নদীর পাড়ের মতো শব্দ করে ভেঙ্গে দিচ্ছো জমানো বিশ্বাস আর আস্থার পাড়।

ঘ.
অনপুযুক্ত হয়ে গেছি পৃথিবীতে। কী বাইরে, কী ঘরে। হাটতে গেলে উস্টা খাই, বাসে উঠতে ধাক্কা খেয়ে নীচে পড়ে থাকি। ভাড়া ঠিক করে উঠলেও রিকশাওলার সাথে গোল বাঁধা থামেনা। আমার যারা কাজ করে কিংবা আমি যাদের কাজ করি-সবার সাথেই কেন না কেন জানি খালি ঘোলা হয় জল। নিজেকে মনে হয় ক্রমশ নাট বল্টু খুলা এক ঝুলনি। যেন পুরা পৃথিবী একদিকে আর আমি আরেকদিকে।

ঙ.
ভাগ্যে বিশ্বাস করিনা। বিশ্বাস করি কর্মে। কিন্তু সত্য যা দেখছি, ভাগ্য অনুকুলে না থাকলে কর্মও উল্টা পথে হাটে।

চ.
হয়তো একদিন ইনবক্স খুলে দেখব নোটিশ। জনাব আহমেদুর রশীদ টুটুল সাহেব, আপনার লেখা আর প্রকাশ করা হবে না। হাতে একটা কাঠি নিয়ে আমি তখন খুঁজে বের করবো একটা মাটির উঠান। কাঠি দিয়ে উঠানে আঁকিঝুকি করবো। আঁকা কিংবা লেখা কিছুই হবেনা। বৃষ্টি এসে ধুয়ে মুছে দিবে সব। আহা! বৃষ্টি যদি ধুয়ে দিয়ে যেত...............


মন্তব্য

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হয়তো একদিন ইনবক্স খুলে দেখব নোটিশ। জনাব আহমেদুর রশীদ টুটুল সাহেব, আপনার লেখা আর প্রকাশ করা হবে না।

এসব লেখার জন্য এমন ও হয় নাকি? অ্যাঁ

হাসান মোরশেদ এর ছবি

এসব লেখার জন্য এমন ও হয় নাকি?

না হয়না ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

গৌতম এর ছবি

টুটুল ভাই, কী হলো? গা ঝেড়ে উঠে দাঁড়ান তো! চলেন এক কাপ চা খেয়ে আসি। যারা কর্মে বিশ্বাস করে, ভাগ্য তাদের পায়ে লুটায়- এই কথাটা বিশ্বাস করতে পারেন। অবশ্যই ভাগ্য এক সময় আপনার কাছে নতজানু হবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

টুটুল ভাই,
মনখারাপ করে দিলেন।

-অর্জুন মান্না

হাসান মোরশেদ এর ছবি

টুটুল ভাই,
আসেন আমরা আউটসাইডাররা যারা কোন কিছুতেই ঠিক ফিটফর না তারা সংঘবদ্ধ হই । শেষে দেখা যাবে আমরাই সংখ্যাগরিষ্ঠ ।
মোদ্দা কথা হলো- নিজেকে একা ভাবছেন কেনো?
সচলায়তনে বেশী বেশী সময় দিন হাসি । দেখি তো দুঃসময়ের সাধ্য কতোটুকু আমাদের টুটুল ভাইকে পরাজিত করবে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আকতার আহমেদ এর ছবি

টুটুল ভাই, কী হইসে কনতো? কই আপ্নে?

নীড় হারা এর ছবি

টুটুল, আপনার লেখা আর আমার জীবন যেন এক বহতা গ্ ন্তবের নদী ও অন্ ন্ত আকাশের যাএী।
অনেক ভালো তাকবেন।

মামুন।

মুশফিকা মুমু এর ছবি

প্রথম প্যরার কথাগুলো খুব সুন্দর লাগল, বাকিটুকু এত মন খারাপের কেন বুঝলাম না মন খারাপ

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কল্পনা আক্তার এর ছবি

কি হলো!! মন খারাপ করতে হয়না, একবার এই মন খারাপকে সুযোগ দিলে সে গেড়ে বসবে। একটা ঝাড়া দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে।

ভালো থাকুন।

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

তারেক এর ছবি

কী হলো টুটুল ভাই? মন খারাপ হইলো ক্যান আপনার? মন খারাপ দেখতে ভালো লাগে না। মন ভালো করেন তো তাত্তাড়ি!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মূলত পাঠক এর ছবি

শুনুন মশাই, ভালো কাজ করতে হলে কলহ ঝামেলা ইত্যাদি হবে নানা জনের সাথে। কলহটা চোখে পড়ে, কিন্তু মানুষের নীরব ভালোবাসা সবসময় দেখা যায় না। কিন্তু সেটাও সত্যি। কাজেই ঐ সব নিয়ে ভাববেন না এতো। মন বেশি খারাপ হলে এইখানে এসে আড্ডা মেরে যাবেন খানিক, তা বলে মন খারাপ ক'রে ব'সে থাকা চলবে না। নিন, এই বার একগাল হেসে ফেলুন তো, এতো জনে মিলে সাধাসাধি করছে তাদের কথা রাখবেন না?

রেনেট এর ছবি

এই পোস্টের প্রতিটা কথা মনে হল আমার মনের কথা।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পলাশ দত্ত এর ছবি

টুটুল ভাই, কেনো্ এতো মন খারাপ, বলেন না কেনো? কালকে আপনাকে ধরবো।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

লুৎফুল আরেফীন এর ছবি

সমস্যা কি?
হাত দিয়ে তো সব ভয়ানক অস্ত্রপাতি বের করলেন ... ... তারপরেও শংকা?
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

শেখ জলিল এর ছবি

ভাগ্যে বিশ্বাস করিনা। বিশ্বাস করি কর্মে। কিন্তু সত্য যা দেখছি, ভাগ্য অনুকুলে না থাকলে কর্মও উল্টা পথে হাটে।
....ভাবনাটা আমার নিজের সাথেও মিলে গেলো। (মন খারাপ কইরেন না, আসেন এক কাপ চা খাই! সাথে একখান বিড়ি।)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বইমেলা প্রতি দুইমাস পর পর হইলে ভালো হইতো... টুটুল ভাই আর এইসব লেখার চান্সই পাইতো না
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এইটা একটা কাজের কথা হইছে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুস্তাফিজ এর ছবি

বুঝিনা এইসব, আমি আশাবাদী সবসময়ই।
নিজের মনের কাছে পরাজিত হতে নেই, সব ঝেড়েফেলে উঠে দাঁড়ান।

...........................
Every Picture Tells a Story

অনিকেত এর ছবি

টুটুল ভাই,
আমি জানিনা আপনার মনটা কেন খারাপ হয়েছে।কারন জানাটা জরুরী নয়।
জরুরী হল মনটা ভাল করার। আমরা সবাই বলি 'মন ভাল করে ফেল বেটা'। কিন্তু কী করে মন ভাল করে?হরেক রকম মানুষ, তাদের আবার শতেক রকমের দুঃখ।একজনের ঔষধে আরেকজন সারে না। আমাদের সবাইকে সারাজীবন ধরে খুঁজতে হয় নিজ নিজ বিশল্যকরণী।

আমি শুধু প্রার্থনা করব, আপনার বিশল্যকরনী ধরা দিক আপনার কাছে অপার ব্যস্ততায়।

ভালো থাকবেন-----

টুম-সোল [অতিথি] এর ছবি

"অনপুযুক্ত হয়ে গেছি পৃথিবীতে। কী বাইরে, কী ঘরে।"
পৃথিবীতে অনুপুযুক্ত করে ই আমাদের ছেড়ে দেওয়া হয়। সারা জীবণ চেষ্টা করে কেউ উপযুক্ত হতে পারে কেউ পারেনা এটা ই এখানের নিয়ম। তাই বলে এ ভাবে মন খারাপ করে থাকলে তো ভাল লাগেনা কারো। আরে দুই দিনের পৃথিবী যা হবে সব ই ভাল ... ... ...।

লেখা টা খুব ই হৃদয়গ্রাহী!

মাহবুব লীলেন এর ছবি

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন

বহুদিন পরে তোমার হাত থেকে এমন ধারালো লেখা বের হয়ে এলো

অভিনন্দন স্যার...

এখন থেকে প্রতিদিন তুমি ঝগড়াঝাটি করো মাইর খাও
আর এরকম লেখা দাও আমাদের জন্য

অতন্দ্র প্রহরী এর ছবি

টুটুল ভাই, মাঝে মাঝে এক আধটু মন-টন খারাপ হওয়া খারাপ না, তবে বেশিদিন মন খারাপ কইরা থাইকেন না। আর মন খারাপ থাকতে থাকতেই এইরকম জটিল কিছু লেখা লিখে ফেলেন।

নেন ভাই গান শোনেন -

Get this widget | Track details | eSnips Social DNA

তুলিরেখা এর ছবি

এই নিন, এক কাপ চা। ঝালমুড়ি ও আসছে।
আমি ভালো সিঙারাও ভাজতে পারি,বলেন তো তাও নাহয় ভাজবো।
এবারে হাসুন দেখি। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রণদীপম বসু এর ছবি

দারুণ লিখলেন..!
এরকম একটা পোস্ট লিখলে তো মনটা পুরোপুরি ফ্রেশ হয়ে যাওয়ার কথা...!! চমৎকার...!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রানা মেহের এর ছবি

কলহের জের কোথাও কোনো জ্যামে আটকায় না। সবগুলো সড়কের সবগুলো সবুজ বাতি একে পথ ছেড়ে দেয়।

একটা জটিল জিনিস লিখেছেন।
মন খারাপ ব্যাপারটা সবার জন্য খারাপ না হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মন খারাপ হলেও সমস্যা নেই, টুটুল ভাই। সেটা ঝেড়ে ফেলার জায়গা থাকতে হয়। সে কোনো মানুষের কাছেই হোক বা লেখার মধ্যে দিয়েই হোক। সেটা করা গেছে তো। এখন মিষ্টি করে একটা হাসি দেন। সাথে নিজের পয়সায় কিনে একটা বিড়ি খাইয়েন। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি

ইজি ম্যান, ইজি...

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আরে এত মন খারাপ করলে শুদ্ধস্বরের কী হবে?

হিমু এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

দুঃখটা দেখিনি, দুঃখের আস্বাদ কেমন তা জানি। তাই জানি, কেমন আছেন আপনি এখন টুটুল। জানেন তো,

'অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয়,
তাহার বক্ষে বেদনা অপার'

আপনার সঙ্গত জগতের সুরের সঙ্গে, জগতের অসুরিক ফ্যাসাদগুলো আপনাকে তো কাটবেই, কাঁটা ফোটাবেই।

ভাল থাকবেন। এরকম সময়ে ভাল থাকাটা, আশাবাদী থাকাটাও কাজ।

হোপ ইজ এ উইপন, ইউজ ইট ফ্রেন্ড।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

অনীক আন্দালিব এর ছবি

আসলেই
দুঃখেরা দল বেঁধে আসে! মন খারাপ

পড়ে মন বিষণ্ণ হয়ে গেল খুব!

ধুর ছাই!

সাইফুল আকবর খান এর ছবি

কী হৈছে, কী বলবো- কিছুই বুঝতেছি না!
তবে: কলহনামা ভালো হৈছে। পুনশ্চ তবে: কলহ নিপাত যাক। মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।