একটি কাল্পনিক প্রেস ব্রিফিং

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ০৩/০৬/২০০৮ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

“মহামান্য রাষ্ট্রপতি -
সেনাপ্রধান” বৈঠকে
ইম্পর্টেন্ট অনেক ইস্যু
ছিল তাদের ঐ “টক” এ

আলোচনায় রিসেন্ট কাজের
অগ্রগতির খোঁজ ছিল
রাষ্ট্রপতির জন্য আবার
বিশেষ কিছু “ডোজ” ছিল-

যখন যা' হোক তিনি যেন
এক্কেবারে চুপ থাকেন
ভুলেও যেন না বলে -এই
দেশের এমন রূপ.. তা ক্যান ?

বলতে হবে ঠিক হুবহু
উপর থেকে যা'ই বলে
ভাবতে পারেন, রাষ্ট্রপতির
থাকবেনা কাজ তাই বলে!

তা না তিনি ওনলি আলাপ
আলোচনার জন্য বাদ
সিগনেচারের কাজতো মহান
রাষ্ট্রপতির .. ধন্যবাদ !

০৩ জুন ২০০৮


মন্তব্য

সবজান্তা এর ছবি

তুক্ষার হইছে।

পাঁচাইলাম নগদে।


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

আমাদের এই রাষ্ট্রপতিরে তো কোনকালেই কোন কাজের কথা বলতে শুনলাম না । একবার উনি কোন বিশ্ববিদ্যালয়ে যেন সমাবর্তনে গেসিলেন । গিয়া ভাষনের সময় কইলেন, " স্টুডেন্টস এন্ড টিসার্স শুড ডু মোর মোর রিসার্স " । এইটার বাংলা কি হবে অনেক্ষন ভাবলাম । তারপর বুঝলাম, "studetns and teachers should do more more research" । বলিহারী রাষ্ট্রপতি দেশের, বাংলা ইংরেজী কোনটাই সঠিক উচ্চারন জানে না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিঝুম এর ছবি

খুব সুন্দর । আসল চিত্র এইটাই।

(বারো নাম্বার লাইনে চার নাম্বার শব্দটা সম্ভবত " টা " হবে । )
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

মাহবুব লীলেন এর ছবি

আকতারের এই ছড়াটাও বেক্কল গ্রেডের ছড়া

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

যথারীতি ভালো লাগলো। তয় একখান কথা আছে।

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অনুমান করতে পারি, ছড়াটি এক বসায় এবং অত্যন্ত দ্রুততার সাথে লেখা। আর সে-কারণেই দু'-একটি চরণে ছন্দের মোলায়েমত্ব, যা আপনার ছড়াগুলোর প্রধানতম বৈশিষ্ট্য, কিছুটা খর্ব হয়েছে বলে আমার মনে হলো।

আমার ভেম হইয়া থাকলে মাফ কইরা দিয়েন হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

খুব ভালো লেগেছে।

যখন যা' হোক তিনি যেন
এক্কেবারে চুপ থাকেন
ভুলেও যেন না বলে -এই
দেশের এমন রূপ.. তা ক্যান ?

আকতার ভাই, মনেহয় এই স্তবকে কোথাও কোনো সমস্যা আছে। আবার যদি একটু দেখেন। পাঠকের মামুবাড়ির আবদার আর কি!

আকতার আহমেদ এর ছবি

যখন যা' হোক তিনি যেন
এক্কেবারে চুপ থাকেন
ভুলেও যেন না বলে -এই
দেশের এমন রূপ.. তা ক্যান ?
আকতার ভাই, মনেহয় এই স্তবকে কোথাও কোনো সমস্যা আছে।

আখতারুজ্জামান ভাই, এখানে মিলটা মূলত:
চুপ থাকেন
রূপ.. তা ক্যান? (রূপ.. তা কেন?)
"ভুলেও যেন না বলে -এই
দেশের এমন রূপ.. তা ক্যান ?"

(ভুলেও যেন প্রশ্ন না করেন দেশের এই যে বাজে অবস্থা, তা কেন?)
এটাতো দেখি পুরা ভাব সম্প্রসারণ হয়া গেল । বুঝাইতে গিয়া আবার প্যাঁচ লাগাই দিলামনা তো ?
ধন্যবাদ আপনারে

আকতার আহমেদ এর ছবি

আমার ভেম হইয়া থাকলে মাফ কইরা দিয়েন

@সন্ন্যাসী
নারে ভাই, আপনারে ক্ষমা কইরা আমি মহত্ হইত পারবোনা
আপনার সমালোচনা আমার পরবর্তী ছড়াকে সমৃদ্ধ করবে এটা নির্দ্বিধায় বলা যায় । মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মাঝে কই ছিলেন, আখতার ভাই? মনে হয় সপ্তাহ খানেক বা বেশি বিরতি নিয়েছিলেন।

ছড়ায় কড়া জাঝা

আকতার আহমেদ এর ছবি

সচলেইতো ছিলাম !
আপনি কেমন আছেন শিমুল ভাই?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো আছি।
সচলেই ছিলেন? তাহলে টাইমিং হেরফের হয়ে গেছে। মিলেনি ঃ)

স্পর্শ এর ছবি

কবিতা জব্বর হইসে!! জাঝা !

এমনিতেই রাষ্ট্রপতির কোন ক্ষমতা নাই। তার উপর যা একখান রাষ্ট্রপতি আমাদের! মন খারাপ
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনে তারে নিয়া মশকরা করলেন? উনিই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি ছুটিতে গেছিলেন।
উনি অবসরে গেলে এইটা তারে উপহার দিয়েন।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

হ.. দিমুইতো । কমু নজরুল ভাই কইছে এইটা আফনারে দিতে । আমি কিছু কইতারিনা ।
আর আফনারে কইছে ইয়েস উদ্দীন (এইটা বানাই কমু আর কী !)

রায়হান আবীর এর ছবি

ঝটিল হৈসে।
---------------------------------

আকতার আহমেদ এর ছবি

"ঝটিল" তো হৈবোই!
সহজ সরল মানুষটারে নিয়া মজা লন আফনারা !

আকতার আহমেদ এর ছবি

সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।