কবিতার কথা

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শনি, ১৬/০৪/২০১১ - ৬:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিতা ও কবিতা বিষয়ক গদ্য নিয়ে একটি ই-বুক করার ইচ্ছা অনেক দিনের। ২০০৯ এর মে মাসে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলাম। পরে সেটা ড্রাফট করে ফেলি। এর পর থেকে করছি করবো করেও আর করা হলো না। মাঝখানে হাসান মোরশেদ ও সুমন চৌধুরী ই-বুক করতে চেয়েছিলেন, সেটাও হলো না। তাই নতুন করে আবার উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে হলো।

উজানগাঁ আগ্রহ দেখালেন, আগেরবার যখন ঘোষনা দিলাম, তখনও অনেকে আগ্রহ দেখিয়েছিলেন, সেই ভরসাতেই আবার ঘোষনাটা দিলাম। দেখা যাক কি হয়...

দাবড়ানি দেয়া হবে না কাউকে। ৩০ তারিখ পর্যন্ত যত লেখা হাতে আসবে, তা থেকে বাছাই করে পুস্তক প্রকাশ করা হবে।

বই প্রকাশের তারিখ ০১ মে জানানো হবে।


মন্তব্য

হিমু এর ছবি

কবি শব্দটা শুনলেই মাথায় রক্ত উঠে যায়। একটা কুড়াল যোগাড় করতে পারলেই কান্ধে নিয়ে বের হয়ে পড়বো তরশুরাম। কবিদের কলমে টিউবেক্টমি করানো হৌক।

রোমেল চৌধুরী এর ছবি

পঞ্চাশের দশকের সেই বিখ্যাত জাপানি ছবি "রাশমন"এর কথা মনে পড়ে গেল। হিমু সাহেব যদি সেই কাঠুরে চরিত্রে নাবতে পারেন আর যদি সেই কুঠারখানাই নিয়ে তরশুরাম হন তবে কবিদের আর কনট্রাপ্যাসো মাথা পেতে নিতে কষ্ট কোথায়?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মেহবুবা জুবায়ের এর ছবি

কবি হিমু বলে কি রে? (তোমার কবিতা প ড়ে ড়ে ছি ছি ছি ছি!)

--------------------------------------------------------------------------------

মেহবুবা জুবায়ের এর ছবি

আলবাব, যাক সচলে তোমার দেখা মিললো অবশেষে। সচলে সবচেয়ে উপভোগ করি কি জানো? আড্ডাটা। তোমরা না আসলে ক্যামনে হবে ভাই?

--------------------------------------------------------------------------------

নজমুল আলবাব এর ছবি

অনেক ধন্যবাদ ভাবি

নজমুল আলবাব এর ছবি

মেইলবক্স এখনও ফাঁকা। শাওনেরটাতে সম্ভবত সবাই পাঠাচ্ছে, আমারে হেরায় পছন্দ করে না। (ভ্যা... ভ্যা... ভ্যা...)

বিবাগিনী এর ছবি

যায়নাই??? অ্যাঁ বলেন কি? ওঁয়া ওঁয়া

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

বিবাগিনী এর ছবি

ভয় পেলাম না চাল্লু
কথায় আছে চিত্ত যেথা ভয়শুন্য উচ্চ যেথা শির...

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

রোমেল চৌধুরী এর ছবি

চিত্ত যেথা ভয়শুন্য উচ্চ যেথা শির...

আহা চৌদ্দ মাত্রায় কি চমৎকার অক্ষরবৃত্তের খেলা।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিতা বিষয়ক ব্লগ কি গ্রহণযোগ্য হবে? আমি একটা লেখা দিতে চাই। অবশ্য না ছাপা হলে ব্লগ হিসেবে চালিয়ে দেয়া যাবে পরে।

উজানগাঁ এর ছবি

কবিতা বিষয়ক যেকোনো গদ্যই গ্রহনযোগ্য। পাঠিয়ে দিন।

হাসান মোরশেদ এর ছবি

আমাদের হয়নি,না হোক- তোমাদের হোক
দোয়াগো হাসি

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

উজানগাঁ এর ছবি

"তোমাদের" কেন হবে, হবে "আমাদের"। হাসি

নাশতারান এর ছবি

আমি আর কবিতা লিখি না মন খারাপ

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

উজানগাঁ এর ছবি

আগেরগুলো পাঠিয়ে দিন। চোখ টিপি

নাশতারান এর ছবি

সেগুলো অন্যখানে প্রকাশিত।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

সাথে আছি। যেকোন কাজে খোঁজ নিও। তবে যারা কবিতা লেখেন তাদের বক্সে একবার অন্তত মেসেজ দিয়ে রাখো, কাজে দিবে।

...........................
Every Picture Tells a Story

উজানগাঁ এর ছবি

মেসেজ পাঠানো হবে।

আপনার হেল্পতো লাগবেই। যথাসময়ে ফোনানো হবে।

অবাঞ্ছিত এর ছবি

কবিতা লিখতারিনা মন খারাপ

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

উজানগাঁ এর ছবি

কবিতা বিষয়ক গদ্য লিখেন। হাসি

মারজা এর ছবি

সচলের পাঠক অর্থাৎ সচল বা হাচল ন্য এমন ব্যাক্তিও কি এখানে লেখা দিলে ছাপা হতে পারে?

নজমুল আলবাব এর ছবি

দুৰখিত, সচল বা হাচলের বাইরে আমরা এখন চিন্তা করছি না।

ফকির লালন এর ছবি

কবিতা বিষয়ক গদ্যকে ভয় পাই, তারচে কবিতা অনেক নিরাপদ।

উজানগাঁ এর ছবি

আমারতো উল্টোটা মনে হয়। :পি

কবিতা পাঠিয়ে দিন। হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পূর্ব প্রকাশিত হলে চলবে? কবিতা লিখতে কষ্ট হয়। নতুন কোনো আইডিয়া আসে না সহজে।

উজানগাঁ এর ছবি

অপ্রকাশিত হলে ভালো হয়।

সময়তো আছে লিখে ফেলেন।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অনেকদিন আলবাব ভাইয়ের দেখা পাই না সচলায়তনে। আজকে পেয়ে ভালো লাগলো। আরো ভালো লাগলো বছরের শুরুতেই আরেকটা ই-বুকের বার্তা পেয়ে। আমিও মুর্শেদ ভাইয়ের মতো একই প্রশ্ন করি, পূর্ব-প্রকাশিত হলে হবে? আর আমিতো কোবতে লিখতারিনা, তাই ভাবছিলাম কবিতা নিয়ে মজার কোন অভিজ্ঞতা চলবেনা বুঝি? (হিমু ভাই আর কবিতা নিয়ে একটা কিছু দাঁড় করানো যায়, পরে মাইর একটাও মাটিতে পড়বে কিনা পরে দেখবানে)। শয়তানী হাসি

আচ্ছা অন্য একটা ব্যাপার, ই-বুকে কি অডিও বা ভিডিও ক্লিপ অ্যাড করা যায়? মানে লিংক না, সরাসরি এম্বেড করা যায় কি? গেলেও কি সাইজ ছোট রাখা যায়? চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নজমুল আলবাব এর ছবি

কথা বেশি না বলে একটা কবিতা লেখেই ফেলেন, দেখেন বিষয়টা কেমন।

গৌতম এর ছবি

কবিতা তো লেখা আছেই, অপ্রকাশিতও। সমস্যা হলো, সেগুলো পাঠালে অপু ভাই সিলেট থেকে ঢাকা ছুটে আসবে পিটানি দেওয়ার জন্য।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নজমুল আলবাব এর ছবি

অসুবিধা নাই। কবিতার সাথে বাসের টিকিট দিলেই চলবে। দেঁতো হাসি

সুমন চৌধুরী এর ছবি

আগের উদ‌্যোগ জলে যাবার দায় আমার। এবার সমর্থনে আছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

"শ্রোডিঙ্গারের বিড়াল" পাঠাইলাম। হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওহ বলতে ভুল গেছি। পছন্দ না হলে ছুড়ে ফেলে দিতে একদম দ্বিধা করবেন না।

বিবাগিনী এর ছবি

আপনি এইসব বুদ্ধি কই পান কে জানে গড়াগড়ি দিয়া হাসি
বিড়ালটা কি মরল না বাঁচল? এবারও কি উইকি এর লিন্ক দিবেন সাথে জনসাধারনের জন্য? দেঁতো হাসি
হমম বিনা উস্কানিতে আর মহা উৎসাহে লেখা আমারটাও মনেহয় আলবাব ভাই ফেলে দিবেন পড়েই মন খারাপ

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

আনন্দী কল্যাণ এর ছবি

ভয়ে ভয়ে লিখে একটা পাঠিয়ে দেব ভাবছি হাসি

নজমুল আলবাব এর ছবি

বিরাট একটা সমস্যা ছিলো পোস্টে। আমার মেইল আইডিটা ভুল ছিলো। সেটা বদলে দিলাম। যারা যারা কবিতা পাঠিয়েছেন ইতিমধ্যে, তাদের কাছে ক্ষমা চাইছি। দয়া করে আবার কবিতাগুলো মেইল করুন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইয়ে মানে... কবিতা কী? খায় নাকি মাথায় দেয়? চোখ টিপি

______________________________________
পথই আমার পথের আড়াল

অমিত আহমেদ এর ছবি

ঘোষণা পোস্টে একটা টোকা দিয়ে গেলাম। আশা করি সচলকবিরা ইতিমধ্যে ইমেইলে কবিতা পাঠিয়ে দিয়েছেন, কিংবা এ মাসের ৩০ তারিখের মধ্যেই পাঠাবার পরিকল্পনা করছেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।