দিন বদলাবে কি.........

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: বুধ, ০৩/০৯/২০০৮ - ৪:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

(একটি ছোট্ট চায়ের দোকান এবং একটি সরকারি অফিস ঘিরে....চলমান দিবস কথন এই সিয়ামের দিনে) {এটা কোন গোষ্টিকে নয় বরং তার সান্ত্রকে আরো সমুন্নত করতে- হয়তো শিবসেনা আর জামাতিরা খেপে যাবেন তথৈবচঃ........আমি উপবাস, রোযা আর অনশন'কে স্ব স্ব অবস্থানে সম্মান করি কিন্তু প্রকৃত অবস্থান বিচ্যুতি ঘটিযে নয়। মেকিতাকে ঘৃণা ছুড়ে দেই এই ছুড়তে গিয়ে নিচের পংক্তিমালা। মডুদের নিউরনের ছোঁয়া ছুড়ে দিলাম }

দিন বদলাবে কি.........

আয় ছেলেরা আয় মেয়েরা উপরি নিতে যাই
খাওয়া দাওয়া বন্ধ যখন গল্পে দিন কাটাই॥

রাতের বেলা ঘুমিয়ে পড়ি ভোর রাত্রে জাগব
দিনের বেলা বেলকুনিতে পথ চেয়েদিন গুনব
শিক্ষা আমার আটকে থাকে খাদ্য রাতের সঙ্গমে
তাই দিনের বেলায় ঘুষ খেয়ে যাই হরদমে
অজুর ফাঁকে মন নেচে যায় পালিয়ে কি যায় দেনয়ালা
এবার গেলে আসছে বারে ফাইলে দিক আলতালা।
এসব চলে বার মাসি দিবস গুনেও কমেনা
উপাস রোজা অনশনে শুধু পানাহার হবে না,
ঘুষ সেতো আর আহার নয় তাই চলে ঠিক তেমনি
কখনো আবার চাঁদ দেখিয়ে একটু বেশী চান উনি,
উনি চাইছেন উনার সাথে চাইছে উনার সাগরেতও
এমনি করে অফিস জুড়ে বারছে ঘুষের টারগেটও॥

বন্ধ দোকান খাদ্য পানির দোকানিকে দেখছো কি
ছয় ছেলে আর বৌ'য়ের জন্য দিনান্তে আনবে কি
হুজুর বলেন জমানো টাকা খরচ কর মাস জুড়ে
দোকানি তাকায় উদাস চোখে- জমানো টাকা কার ঘরে?
হুজুর আসেন প্রতি বছর মিলাদে অফিস গুলোর প্রাঙ্গনে
দোকানিতো দেয় না খবর (দিতে পারে না) নিজ মিলাদের অঙ্গনে।
দোয়ার সুরে হুজুর বলেন সকলেরই আয় বাড়ুক
ফি বছরে এই মিলাদের হাদিয়াতে হাত খুলুক
ফি বছরে হাত উঠে ঠিক তবারকে হাদিয়ায়
কিন্তু হুজুর কোথায় যেন মস্ত একটা ফাঁক থেকে যায়॥


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিক, কোথায় যেন মস্ত একটা ফাঁক থেকেই যায়!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

অনিশ্চিত এর ছবি

কিন্তু দিন বদলাবেই। দিন তৈরিই হয়েছে বদলানোর জন্য। হয়তো আজ নয়, কাল নয়, পরশু নয়; কিন্তু বদলাবেই কোনো একদিন।

নিয়তিদেবী বদলানোর সুতো নিয়ে বসে আছেন। শুধু কেউ গিয়ে একটা টান দিলেই হয়!
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

হাসান মোরশেদ এর ছবি

'এতো কিছু বদলায় আর দিনগুলো কি বদলাবেনা?'- বদলায় না তো মন খারাপ
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দেবোত্তম দাশ এর ছবি

আজ নয়, কাল নয়, পরশু, বিভাবরী সূর্য্য উঠবেই, একদিন নাহয় একদিন ।
গানটা ভীষন মনে পড়ছে ।

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অছ্যুৎ বলাই এর ছবি

আইডিয়া মারাত্মক। চমৎকার প্রকাশ। ভালো লেগেছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।