আমরা যেভাবে মেঘ মাপি

অনীক আন্দালিব এর ছবি
লিখেছেন অনীক আন্দালিব [অতিথি] (তারিখ: শুক্র, ১৩/০৩/২০০৯ - ১২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বোদলেয়ারে বিশ্বাস নাই, ব্যাটা ভণ্ড প্রতারক
আমাদের চোখে আশ্চর্য মেঘদল গুঁজে দিয়ে
বেকুব মরণের ওপারে চলে গেছে চুপচাপ।
আমরা কতিপয় অসহায় সংহার তার
বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ,
তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
নীল থেকে ক্রমশ ধূসর হয়;
এবং আমাদের অমনোযোগে
চামড়ায় রেখাপাত,
প্রবল বাতের টান পূর্ণিমায়,
আর গিঁটের অশক্ত কাঁপন জমতে থাকে।
আমরা বেখেয়ালী তবুও আকাশেই মেলি চোখ
নিষ্পলক চাহনি পিঁচুটি জমে ঢেকে যায়
তারপরে আমরা ক্লান্ত হয়ে ঘাড় নামিয়ে আনি।
ঠিক তখনই চতুর শার্দুলের মতোন
উঁচু আকাশের রিখ্টার কাঁটা দুলে ওঠে
আমাদের হেঁট মাথায় ছায়া ফেলে
উড়ে যায় বোদলেয়ারের প্রিয় মেঘদল।


মন্তব্য

সবজান্তা এর ছবি

দারুন লাগলো আন্দালীব ভাই , চলুক

পাঁচ তারা...


অলমিতি বিস্তারেণ

অনীক আন্দালিব এর ছবি

হৈ, নামের বানান ঠিক কর ব্যাটা! নাইলে মাইদ্দিমু! হাসি

পাঁচ তারার ওজনে তো কুঁজা হয়ে গেলাম!
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com

সবজান্তা এর ছবি

সব্বোনাশ !

এই ভুল ক্যামনে করলাম ! কিন্তু মুশকিল হইলো আমার তো কমেন্ট এডিট অপশন ক্লোজ হয়ে গেছে এই কমেন্টে, দেরি করে ফেলসি।

যাউকগা মাফ কইরা দিয়েন...


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

জট্টিল ! চলুক

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনীক আন্দালিব এর ছবি

ধন্যবাদ খেকশিয়াল।
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল্লাগল। বিশেষ করে শিরোনাম আর ছবিটা অনেক সুন্দর।

অনীক আন্দালিব এর ছবি

ধন্যবাদ আপনাকেও অতন্দ্র।
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com

ইশতিয়াক রউফ এর ছবি

সবই বুঝলাম... শুধু দেলোয়ার মাস্টারের মেঘের কবিতার সাথে ক্লোন ওয়ার্সের মেঘ বাদে। দেঁতো হাসি

অনীক আন্দালিব এর ছবি

ছবি দেয়াটা আসলেই একটু শিশুতোষ। তবে সচলে প্রথম কবিতার পোস্ট, ভাবলাম একটু রাঙিয়ে দিই (এমনিতেই হোলি'র রঙের আমেজ চলছে!)।
ক্লোন ওয়ার্সের নাকি মেঘের ছবিটা! খেয়াল করি নাই। আমার মাথায় অপার্থিব সৌন্দর্যের মেঘের ছবি ঘুরছিল। ক্লোন ওয়ার্সের মেঘ তো বানানো মেঘ, কাছাকাছি হয়েছে তাহলে। হাহাহা।
তবে বোদলেয়ার-কে দেলোয়ার মাস্টার বানানোর অভিশাপ লাগবে! "ক্লেদ পাবি, কুসুম পাবি না!"
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com

ইশতিয়াক রউফ এর ছবি

উহু, ছবি না থাকলে ভাল লাগতো না। আমার তো ব্যান্ডউইডথের ঝামেলা নাই। যত খুশি ছবি দে!

নতুন এপিসোডগুলোর শুধু অ্যানিমেশনটাই ভাল ছিল। বাদবাকি সব এত্ত বাজে। তবে হ্যাঁ, মুভি থিয়েটারে স্টার ওয়ার্স দেখার শখটা পুরো হয়েছে আমেরিকা এসেছে। প্রাইসলেস।

আমি তো ভাই মুক্ষু-সুক্ষু মানুষ। ভিন্‌ভাষা কইতে গেলে জিহ্বা জড়ায় যায়। তাই দেলু মাস্টারই সই। (অন্যভাবে বললেঃ ওরে অর্বাচীন, তোরা তো কবিতা পড়ে চিনিস। আমরা তো আসর বসালে ওকে দেলু বলে ডাকতাম! চোখ টিপি )

যা, তুই শালা হুক্কা পাবি, তামুক পাবি না!

অনীক আন্দালিব এর ছবি

যাশ্লা, চামে দিয়া শুনাইলি তোর ব্যান্ডউইডথের ফাঁপর! খেলুম না! চোখ টিপি
হুক্কা, তামুক কোনটাই ধরি নাই। আমি খালি কুসুম (ক্লেদজ, নন-ক্লেদজ) পাইলেই খুশ! (কুসুম=কমন নাউন)।
এখন বাতিক উঠাইস না, অনেকদিন রিভাইজ দেই না স্টার ওয়ার্স। মন খারাপ
আজকে একটু আগে মনপুরা দেখলাম। বাঙালি ছবি-বানানোয় আগায় যাইতেছে বুঝলাম! হাসি
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com

জেবতিক রাজিব হক এর ছবি

আপনার কবিতাটা খুব ভালো লাগলো।

অনীক আন্দালিব এর ছবি

অনেক ধন্যবাদ জেবতিক।
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com

মাল্যবান এর ছবি

বেশ !
কবিতা মঞ্চে আপনাকেই দেখি কি ?

অনীক আন্দালিব এর ছবি

কবিতামঞ্চের 'অনীক আন্দালিব' আমিই। তবে ওখানে আমি বেশ অনিয়মিত, এবং আলসে। 'মাল্যবান' নামে তো কাউকে মনে পড়ে না? হাসি

মৃন্ময় আহমেদ এর ছবি

হাওয়ায় হাওয়ায়...

=========================================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অনীক আন্দালিব এর ছবি

শেষ করলেন না?

রানা মেহের এর ছবি

কবিতাটা খুব ভালো লাগলো আন্দালিব

দেলোয়ার মাস্টার নামটার জন্য ইশতিকে পাঁচ তারা দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনীক আন্দালিব এর ছবি

আমারও মুহূর্তেক লেগেছে 'দেলোয়ার'-কে চিনতে। ইশতির মাথার পদার্থের জুড়ি নাই!
আপনাকে ধন্যবাদ রানা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম।

অনিকেত এর ছবি

অনীক, চমৎকার লাগল!

অনীক আন্দালিব এর ছবি

ধন্যবাদ অনিকেত! (আপনার আমার নামের মিলটা বেশ মজার।)

ভূঁতের বাচ্চা এর ছবি

ছন্নভাইয়ার কবিতা অনেকদিন পর পড়লাম।
ভাল লাগল।
------------------

--------------------------------------------------------

অনীক আন্দালিব এর ছবি

পুরোনো মুখ আমারও বড়ো প্রিয়! এরকম অনুভূতি কার না ভাল লাগে! ভালো থেকো।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

বোদলেয়ারের প্রিয় মেঘদল উড়ে উড়ে যাক ক্রমশ:।

এবং আমাদের অমনোযোগে
চামড়ায় রেখাপাত,
প্রবল বাতের টান পূর্ণিমায়,
আর গিঁটের অশক্ত কাঁপন জমতে থাকে।
"এবং","আর" দুই শব্দের পৌন:পুনিকতা কবিতার মসৃনতায় বাঁধ সাধলো কি?

সবজান্তা এর ছবি

আপনার ছদ্মনামটা চমৎকার চলুক


অলমিতি বিস্তারেণ

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

ধন্যবাদ সবজান্তা নাকি শার্লক হোমস?

অনীক আন্দালিব এর ছবি

আমরা যারা কতিপয় অসহায় সংহার, তাদের অবস্থা বুঝাতে 'এবং' শব্দটি দেয়া। আর অমনোযোগের কারণে কী কী ঘটছে সেটা বুঝাতে পরের 'আর' এভাবে পড়লে হয়তো অন্যরকম লাগবে।
"...আমরা কতিপয় অসহায় সংহার তার
বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ,
তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
নীল থেকে ক্রমশ ধূসর হয়;
এবং আমাদের অমনোযোগে..."

পাঠকের পাঠই মূল, তাই আমি আরো কয়েকবার পড়ে দেখি যদি খটকা মনে হয়, এখনও কাঁচি চালানো যাইবেক!

ইষ্টিকুটুম [অতিথি] এর ছবি

"বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ!"

চমৎকার! খুব ভাল লাগলো।

অনীক আন্দালিব এর ছবি

আপনাকে ধন্যবাদ ইষ্টিকুটুম!

কনফুসিয়াস এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনীক আন্দালিব এর ছবি

ধন্যবাদ নজরুল।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"আমি ভালোবাসি মেঘ
যেসব মেঘেরা ভেসে যায়
ওই ওখানে...
ওই সেখানে...
বিস্ময়ময় মেঘেরা....."

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বলা হয়নি আসল কথা।
অনেক অনেক ভালো লাগলো কবিতাটা, অনীক।
আর আপনার ক্যামেরা নিয়ে ছবিটা দেখলেই মনে হয়, এই রে...সাজুগুজু না করতেই আমার ছবি তুলে ফেললো ! চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনীক আন্দালিব এর ছবি

তাহলে তো আমি বেশ বাজে ফটোগ্রাফার বলতে হয়। ছবি তুললাম, অথচ অবয়ব চেহারা কিছুই দেখা যাচ্ছে না আপনার!

পাঠের জন্যে ধন্যবাদ শিমুল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।