এমনি কথাবার্তা

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: বিষ্যুদ, ১২/০৮/২০১০ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অল ইউ নিড ইজ লাভ ... ইনভার্টেড কমার ভিতরে থাকার মতো একটা কথা হলেও, নিন্মোক্ত কবিতা-প্রকল্পের সাথে সম্পর্কহীন। যতিচিহ্ণ বসিয়ে নেবেন।

অল ইউ নিড ইজ লাভ জন লেননের লেখা গান।

এই গানের ভিডিও ৪০০ মিলিয়ন লোক দেখেছেন।

মোট ২৬ টি দেশে।

১৯৬৭ সালে এটা টিভিতে প্রচারিত হয়।

উইকিপিডিয়ায় বিস্তারিত পাওয়া যাবে।

আশা করছি এই অপ্রাসঙ্গিক নোটটির কারণ আপনাদের বোধগম্য ।

মার্জনা করবেন। মার্জনা শব্দটিও সুন্দর।

 

একদিন চিড়িয়াখানার
মৃত্যু হবে
চিড়িয়াখানার খালি ঘর
এমনকি হারানো বলদ
আর আমরা যাব না তার খোঁজে
আমরা সভ্যতা হব
সেদিন নগদ

কাচের দেয়ালে দিয়েছি অসভ্য টোকা
মাছ আসে মাছ
খায়
ঘুরে ঘুরে নিরন্তর ধোঁকা
তবু মাছ দেখে যায়
আমাদের টাচস্ক্রিন বর্বরতা

সঙ্কোচ দাঁড়িয়ে আছে
যাচ্ছে না নিঃসঙ্কোচ হওয়া
তার গায়ে ক্যাটক্যাটে লাল শার্ট
বড় বেশি চোখে পড়ে

৪ লিখে বসে আছি বহুক্ষণ
১,২,৩ গেলে এই সংখ্যা আসে
কী অসহ্য
 

১২/০৮/২০১০ (এ বড় ঐতিহাসিক পাকনামি)


মন্তব্য

আয়নামতি [অতিথি] এর ছবি

আমার চোখে সাবধান বাণীর মতই ঝুলে ছিলো 'যতিচিহ্ণ বসিয়ে নেবার অনুরোধটুকু' যতিচিহ্ণ ব্যবহারে ব্যাপক গরিব আমি। তা স্বত্ত্বেও ঐতিহাসিক পাকনামির বড়লোকি দেখেই টুপ করে ঢুকে পড়লাম ব্লগে। পড়া শেষে বুঝলাম, ভুল করিনি। চমৎকার দেখিয়েছেন পাকনামি সকল!!!

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ আয়নামতি। আপনার নিকটি সুন্দর।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মানিক চন্দ্র দাস এর ছবি

চমৎকার, চমৎকার
হুজুরের মতে অমত কার?

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ মানিক।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই কবিতার সাথে কোন সম্পর্ক নেই, তবু কবিতা পড়ে আমার হঠাৎ এই কবির লেখা "চিড়িয়াখানা" কাব্যগ্রন্থটির কথা মনে হল।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান এর ছবি

কবিতা যে বললেন এতেই ভালো লাগল। আর নিকোলা জুলিয়েন (?) এর কবিতা পড়ারও আগ্রহ জন্মাল। জীবনী পড়ে। ধন্যবাদ।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নামটার উচ্চারণ বোধহয় নিকোলাস গ্যিয়েন বা এই ধরণের। এঁর কবিতা পড়েছেন বোধহয়। ওই যে চে'কে নিয়ে একটা কবিতা ছিলনা "ও ছোট সেনানী বলিভিয়ার, লাশ কাঁধে যাচ্ছো কার" সেটা উনারই কবিতা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান এর ছবি

কবিতা এমন এক জিনিস, উস্কানিকে ভয়। লাতিন আমেরিকার কবিতা - একটা বই ছিল। খুঁজে দেখব পাই নাকি। সত্যিই কবিতা এমন জিনিস। বের হওয়া কঠিন, তাই ঢুকতেই চাই না। সপ্তাহখানেক আগে মাহমুদ দারবিশকে নিয়ে একটা লেখা তৈরি করতে গিয়েছিলাম। এইসব চিন্তা করে আর আগানো হয় নাই।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সবুজ বাঘ এর ছবি

করছত কি? ফাইনৈছে। কিন্তু চিড়াখানা খেদাইলে দইচিড়া মিলব কি?

অনিন্দ্য রহমান এর ছবি

হ ওস্তাদ। এইটা চিন্তার বিষয়।

কবিতা মারাইতে গিয়া কবিতা মাড়াইলাম না তো?
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

গানটা শুনি নাই। শুনতে হবে।
কথাগুলো সুন্দর লাগছে। অন্য অর্থ বের করবার চেষ্টায় রত আছি।

ঘুরে ঘুরে নিরন্তর ধোঁকা

লাইনটা পছন্দ হইছে।

পলাশ রঞ্জন সান্যাল

অনিন্দ্য রহমান এর ছবি

অপ্রাসঙ্গিক মন্তব্যে মাইনাস চোখ টিপি

কিন্তু গানটা আমারও প্রিয় হাসি

___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভাইয়া, অন্যরকম ভাবনা যা আনার চেষ্টা করেছো... তা অনেকটুকুই প্রকাশিত...
জল্পনার স্বাদ পেলাম বটে...
এক এবং দুই - ভালো লাগলো
চার - ভাবনা সুন্দর।

শুভকামনা... হাসি

--------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনিন্দ্য রহমান এর ছবি

পড়ার আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নৈষাদ এর ছবি

পরবর্তীতে আপনার সাথে দেখা হলে বুঝতে চেষ্টা করব... কী বলতে চাইলেন।

অনিন্দ্য রহমান এর ছবি

দেখা তো হওয়াই দরকার ... আপনি যেদিন গেলে বর্ষার বইমেলায় ওইদিন আমি বাইরে থেকে কাউকে না দেখে চলে গেসিলাম। ভিতরে সিক স্যার বক্তৃতা দিচ্ছিলেন।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

সুন্দর, সুন্দর আর চমৎকার;
অসুন্দরের রোজনামচায়
সুন্দর ধরা দেয়
প্রতিনিয়ত, আকছার।

ভাল লেগেছে।

অনন্ত আত্মা

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ অনন্ত আত্মা। কিন্তু সুন্দর অসুন্দরে ভেদ করলে সত্যটা তো প্রকাশ পাবে না ভাই। সত্য যে কঠিন হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দ্রোহী এর ছবি

কিছু বুঝি নাই বস। মন খারাপ গরীবের জন্য একটা ভাবসম্প্রসারণ পোস্ট দিবেন নাকি?


কি মাঝি, ডরাইলা?

অনিন্দ্য রহমান এর ছবি

দুর্বল স্টুডেন্টের জন্য। বাকিরা পড়বেন না। দেঁতো হাসি

১. চিড়িয়াখানা = একখানা চিড়িয়া অথবা গোটা চিড়িয়াখানা
২. বহির্জগতে সঙ্গে আমাদের সম্পর্ক বাইরে দাঁড়ানো আমাদের সাথে অ্যাকুইরিয়ামের ভিতরের মাছের সম্পর্কের মতো ভাবতে পারেন
৩. সঙ্কোচ বস্তুটা উৎকট হয়ে গেলে নির্লজ্জলতায় রূপ নিতে পারে
৪. অনেক সময় অনেক ফালতু মাল দিয়ে কোটা ফিলাপ করতে হয় ...

___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দ্রোহী এর ছবি

কী তামশা! সব ফকফকা!

ভবিষ্যতে গরীব ও মেধাবী ছাত্রদের কথা স্মরণে রেখে পাদটীকা দিতে ভুলবেন না।


কি মাঝি, ডরাইলা?

নুসায়ের এর ছবি

বন্ধু,

অনেক দিন পরে
তোমার কবিতার দেখা পেলাম।
প্রকাশিত কবিতার।
স্মৃতি অথবা স্মৃতির ভগ্নাবশেষটুকু
ভালো লাগলো।

অনিন্দ্য রহমান এর ছবি

একটা হিন্দি শেরের অনুবাদ দেই :


চিড়িয়া যখন ক্রন্দন করে তারস্বরে চিল্লায়
আমরা ভাবি বাহ রে বাহ, কত্ত ভালো গান গায় !

কার লেখা মনে নাই। অনুবাদ আমার। স্কুলে থাকতে।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

অনুবাদটা তো চরম করছেন।

পলাশ রঞ্জন সান্যাল

অনিন্দ্য রহমান এর ছবি

হ ... তাই তো দেহা যায়
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুহান রিজওয়ান এর ছবি

ওয়াও, মূল এম্নিএম্নির চেয়েতো এইটা বেশি পসন্দ হৈসে...

_________________________________________

সেরিওজা

অনিন্দ্য রহমান এর ছবি

মূলগুলা বেশিরভাগ সময়ই কাঁচা থাকে। কিন্তু সেইগুলা কাঁচা খাইতেই ভালো। যেমন গাজর, মূলা, বীট ইত্যাদি চোখ টিপি

নূসায়েরের কমেন্টের কারণে ছোটকালের কথা মনে পড়ল। আর এই শেরটাও।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুয়োড়গুলো মরে গেলে
খোয়াড়গুলো পড়ে রবে
তাহার ভিতর কে যাবে গো কে যাবে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান এর ছবি

নজুভাই রক্স হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।