Archive - অক্টো 4, 2006

হঠাৎ এক সন্ধ্যায়

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: বুধ, ০৪/১০/২০০৬ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কবিতার ফ্লাডিং দেখে আমার পুরনো একটা ছড়ার কথা মনে পড়ে গেল। 1996-97 এর দিকে ভিকারুনি্নসা নুন কলেজে (VNC) পড়ার সময় কলেজের বার্ষিকীর জন্য লেখা। ছাপার অক্ষরে আমার প্রথম ছড়া। তবে দুঃখের ব্যাপার - নামের বানান উঠেছিল 'মাকিদ'। কপাল! মজার ব্যাপার হচ্ছে, সেবার বাষির্কীতে আরো অনেক কবিতা বের হয়েছিল যাদের প্রায় সবগুলোই মেগা সিরিয়াস টাইপের, মাঝখানে শুধু আমারটাই ছিল জীবনের গূঢ় অর্থ বা ভালবাসার দুঃখ বা স্বদেশপ্রেম বাদে অন্যকিছু নিয়ে - খাঁটি ফাইজলামী টাইপ। সেসময়