আরেকটা ২১ জুন চলে গেল..প্রতিবারের মতোই।

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ২৩/০৬/২০০৭ - ৭:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধু--------র!
আরেকটা ২১ জুন চলে গেল অবহেলায়।আরেকটা বছরের লম্বা দিন আলগোছে মনে করিয়ে দিয়ে গেল,বয়েস বাড়ছে।

আরেকবার একটু পিছু ফিরে দেখা।
মস্তিস্কের বাটন টিপে আরেকবার পিছু দৃশ্য উপভোগ।
কী হতে চেয়েছিলাম ,আর কী হলাম!জীবনের কী অপার অপচয়!!

বয়েস বাড়ছে,করোটীর চূড়ায় জন্মানো কালো কেশবনে মাঝে মাঝেই ধূসর ঝলক।
এক ধরনের শান্তি।আপাতত:জীবনের সব প্রত্যাশাকে পিছু হঠিয়ে দিতে পেরেছি।কিছু হতেই হবে, এই বোধটা ধীরে ধীরে মরে গেছে।খুব আটপৌরে চাহিদায় এখন জীবনের গন্ডি বাধা।
একটা বাড়ি দরকার,দু চারটি সন্তান সন্ততি ,বুড়ো বয়েসে দেখে দুখে রাখবে।রাখবে কি?মনে হয় না।তবু জীব ধর্ম।

অনেক কিছুই করা হলো না জীবনে।
চুলগুলোকে লম্বা করে ঝুটি বাধার শখ ছিল,একটা সুন্দর কবিতা লেখার ইচ্ছে ছিল,বিশাল ক্যানভাসে এক যুদ্ধশিশুর উপাখ্যান লিখতে চেয়েছিলাম,শিক্ষা মন্ত্রী হয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করার একটা সুপ্ত বাসনা ছিল,সেই চীনা যুবকের মতো ট্যাংকের সারির সামনে অটল হয়ে দাড়াবার স্বপ্ন দেখতাম,গ্রামের বাড়িতে একটা সংগঠন দাড় করাতে চেয়েছিলাম,বোর্ডস্ট্যান্ড ছেলেগুলো গিয়ে গ্রামের ক্লাস নাইন টেনে দুই মাস ক্লাস নেবে..গ্রামের ছেলেগুলো এতো পিছিয়ে পড়ছে শুধু কিভাবে লিখবে সেটা না জেনেই...যাত্রাদলের ম্যানেজার হয়ে যেতে পারলেও বেশ হতো,ঘুরতে পারতাম গ্রাম থেকে গ্রামে..।

সেই একই রকম দিন শুরু।
কয়েকটা শুকনো ফোন কল,প্রবাসী কাজিনের ই-মেইল,কিছু ব্যস্ত এস.এম.এস;রাতদুপুরে অর্নার হোমমেড কেক কাটা,চিরাচরিত গিফট সেই ঘড়ি..(এই মেয়েটা গত ১০ বছর ধরে ঘড়িই দিয়ে যাচ্ছে কেন?)ব্যস্ত দুপুরে অফিস ফেলে দুজনে মাঝারি এক রেস্তোরায় বুফে লাঞ্চ..রাতে বায়ার ডেলিগেট..সময়ের অভাব।

সেই একই ভাবে রাতের অদ্ভুত বিষন্নতা প্রতিবছরের।
সেই একই চাপা দীর্ঘশ্বাস।
সেই একই ভাবে নিজেকে সান্তনা দেয়া,"আগামী বছর হবে"।
সেই একই ভাবে নিজের ভেতরে জানান দেয়া,
"বুড়ো হয়ে গেলে আরিফ,বড়ো হতে পারলে না"!


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন হে, বড় না হওয়া বুড়ো বন্ধু ।

--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন

অরূপ এর ছবি

শুভ জন্মদিন

আরিফ জেবতিক এর ছবি

ধন্যবাদ জনাবেরা।
লিখেছিলাম ২১ জুন রাতে,ওয়েব লগ করব কি না ভাবছিলাম,(ভাবছি এখনও)

সৌরভ এর ছবি

বাসি শুভ জন্মদিন, লম্বাদিনে জন্ম নেয়া লম্বা মানুষ।
আপনার ছায়া আরো দীর্ঘ হোক, আপনি আরো দীর্ঘায়ু হোন - এই প্রত্যাশা করি।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

ঝরাপাতা এর ছবি

দুপুরের রোদে অতি দীর্ঘকায় লোকের ছায়াও ছোট হয়ে যায়, কিন্তু জানি ঠিক- আরিফ জেবতিকের ছায়া যেন কখনোই ছোট হবে না, দীর্ঘ থেকে দীর্ঘতর হবে ক্রমশ....

_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ঝরাপাতা এর ছবি

শুভ জন্মদিন।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ভাস্কর এর ছবি

বাসি শুভ জন্মদিন...


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আরিফ জেবতিক এর ছবি

শুকরিয়া জনাবেরা।

কনফুসিয়াস এর ছবি

জন্মদিনে ইদানীং আমারো এইরকম ভাবনা সে মাথায়।
আমিও বুড়া হইয়া গেলাম নাকি? হাসি
শুভেচ্ছা আপনারে।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।