সবাই অপেক্ষা করছে

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: সোম, ০২/০৭/২০০৭ - ২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লোকে লোকারন্য,
সবাই অপেক্ষা করছে,
সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে।
ক্রমশই আমরা হারিয়ে যাচ্ছি,
হারিয়ে যাচ্ছি সত্য এবং সততার থেকে, ন্যায় এবং নীতির থেকে,
সুন্দর এবং সুশৃংখলার থেকে, সভ্যতা এবং উন্নতির থেকে
প্রতি মূহুর্তে হারিয়ে যাচ্ছি দ্রুত গতিতে।
কেউ জানেনা কতদূর পেছনে ফেলে এসেছি-
যেখান থেকে শুরু করেছিলাম।
সবাই অপেক্ষা করছে এ অবস্থা থেকে মুক্তি পাবার জন্য।
সবাই অপেক্ষা করছে।
অবশেষে দর্শন দিলেন নেতা-নেত্রীরা
হয়তোবা এখনি পাঠ করবেন জাতি উদ্ধারনামা!
অপেক্ষা করে সবাই ফিরে যায় যে যার মত।
এই ভাবে চলছে সমাবেশ মহাসমাবেশ প্রতিদিনই।
সবাই ফিরে যায় শুধু বসে থাকে একজন,
ক্লান্তিহীন, নিদ্রাহীন, অনির্দিস্ট কালের জন্য অপেক্ষা।
অপেক্ষা কোন এক ঐশী বাণীর জন্য
অপেক্ষা ফেলে আসা অতীত আর তারপর ভবিষ্যতের জন্য।
এক দিন সই জন যেন হয়ে উঠে বিশাল বৃক্ষ এক,
অসংখ্য শিকড় একে একে বেঁধে ফেলে সবাইকে।
অপেক্ষা করতে করতে, হারিয়ে যেতে যেতে
একদিন সবাইকে বেঁধে ফেলে তাঁর শিকড়।
প্রচন্ড শক্তিতে উঠে দাঁড়ায় সেই জন
কেঁপে উঠে প্রতিটি মানুষ,
উঠে দাঁড়ায় বিরাট সেই জন।
সবাই অপেক্ষা করছে।
সে শুধু বলে-
আমরা পৌঁছেছি কেবল শুরুতে,
অতীতকে আমরা অতিক্রম করেছি-
এখন এগিয়ে যেতে হবে ভবিষ্যতে।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

সত্যি এগিয়ে যেতে হবে ভবিষ্যতে তবে অতীতকে ভুলে গেলে চলবে না কিন্তু। অতীত থেকেই শিক্ষা নিতে হবে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

বক্তব্য চিরপুরাতন, তবু চিরনতুন!

কবিতার ছন্দ ভালো লাগলো। নজরুলের রণসঙ্গীতের মত শক্তিময়তায়; কিংবা ভৈরবীর শান্ত রাগে - দুইভাবেই মনে হয় ঠিকঠাক মানিয়ে যায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস্কিমো এর ছবি

আমরা পৌঁছেছি কেবল শুরুতে,
অতীতকে আমরা অতিক্রম করেছি-
এখন এগিয়ে যেতে হবে ভবিষ্যতে।

-- সেটাই হবে আমাদের লক্ষ্য
একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার এটাই সময়।

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

ফারুক হাসান এর ছবি

কবি নির্মলেন্দু গুনের কবিতাটা মনে পড়ে গেল, একটি কবিতা পড়া হবে বলে....
-----------------------
এই বেশ ভাল আছি

আরশাদ রহমান এর ছবি

ঝরাপাতা, অতীতকে অবশ্যই ভুলা যাবেনা। আমরা ৭১ এ যতটা এগিয়ে ছিলাম তারপর যেন ৭১ থেকেও পিছিয়ে গেছি। অতীতকে ভুলে গিয়ে সুন্দর ভবিষ্যত গড়া যায়না। আমি অপেক্ষায় যতটা পিছিয়ে ছিলাম তা অতিক্রম করে সুন্দর এক ভবিষ্যতের সূচনায়।

অছ্যুৎ বলাই এবং এস্কিমো , ধন্যবাদ দুজনকেই।

আরশাদ রহমান এর ছবি

ধন্যবাদ ফাহা। এই কবিতা লিখেছিলাম ৯৯ এর দিকে। নির্মলেন্দু গুনের কবিতাটা মনে পড়ে গেছে জেনেও ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।