একুশের আর্কাইভ থেকে - ০৮

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: রবি, ১৭/০২/২০০৮ - ১:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৈনিক আজাদ (১২/০৩/১৯৪৮) (ক)

. . . . . . . .

দৈনিক আজাদ (১২/০৩/১৯৪৮) (খ)


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- দ্বিতীয় কাটিংটিতে ধর্মঘটকে কমিউনিষ্ট পার্টির চক্রান্ত বললো, হক সাহেবের আহত হবার খবর অস্বীকার করলো! ঘটনা কি?
_________________________________
<সযতনে বেখেয়াল>

মুহম্মদ জুবায়ের এর ছবি

সেই সময়ে সরকারবিরোধী যে কোনোকিছুর জন্যেই কমিউনিস্টদের দায়ী করা হতো। অথবা বলা হতো ভারতের চর (দ্বিতীয়টি অবশ্য এখনো চালু, দরকারমতো ঝুলি থেকে বের করে হয়)।

হক সাহেবের আহত হওয়ার ঘটনা যতোদূর জানি অসত্য। খবরটা সম্ভবত গুজবের ভিত্তিতে এসেছিলো। তবে ১০০ ভাগ নিশ্চিত নই।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নুরুজ্জামান মানিক এর ছবি

মুহম্মদ জুবায়ের লিখেছেন:
সেই সময়ে সরকারবিরোধী যে কোনোকিছুর জন্যেই কমিউনিস্টদের দায়ী করা হতো। অথবা বলা হতো ভারতের চর (দ্বিতীয়টি অবশ্য এখনো চালু, দরকারমতো ঝুলি থেকে বের করে হয়)।

শ্তভাগ একমত।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

বিপ্লব রহমান এর ছবি

একমত@মুহম্মদ জুবায়ের।

দৈনিক আজাদের প্রতিবেদনের ওই অংশটির ভাষ্য অনেকটা সরকারি প্রেসনোটের মতো; যদিও প্রতিবেদনে ভাষ্যটির কোনো তথ্যসূত্র দেওয়া হয়নি।

জালাল ভাইকে আন্তরিক ধন্যবাদ।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জালাল ভাইয়ের সুবাদে দেখার ও পড়ার সুযোগ হলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।