বাইশে শ্রাবণ

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: সোম, ০৬/০৮/২০০৭ - ১:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoআজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস।

রবীন্দ্রনাথ বেঁচে থাকুন প্রতিটি বাঙালীর অন্তরে.. রবীন্দ্রনাথ হোন চিরন্তন প্রেরণার উৎস..

সচলায়তনের পক্ষ থেকে মহাকবির প্রতি শ্রদ্ধাঞ্জলি

সত্যজিতের প্রামাণ্যচিত্র পর্ব-১ , পর্ব-২


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

বাঃ, এই তো একটা কাজের কাজ করলেন!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুমন চৌধুরী এর ছবি

জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দৈনিক পত্রিকাগুলো যেমন আমাদের মনে করিয়ে দেয় প্রিয় ব্যক্তিত্বের জন্ম বা মৃত্যুদিবস। ব্লগও দেখি সেরকম একটা ধারা ধরে হাঁটছে।
শুভেচ্ছা অরূপ।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অমিত এর ছবি

ধন্যবাদ অরূপকে শেয়ার করার জন্য।
_____ ____________________
suspended animation...

ঝরাপাতা এর ছবি

আমি যামিনী তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

রবীন্দ্রনাথ একলা থাকেন অশ্রু নদীর সুদূরপাড়ে...

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

বিলেতে থেকে বাংলা দিন ক্ষণ ভুলতে বসেছি, ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।
---------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আড্ডাবাজ এর ছবি

প্রণতি জানাই বিশ্বকবিকে। ধন্যবাদ পোস্টটির জন্য।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এসো করো স্নান এ নবধারা জলে বলবে কে আর!

_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

সুজন চৌধুরী এর ছবি

এখনও গেল না আঁধার
এখনও রহিল বাঁধা।

অরূপকে ধন্যবাদ রবীন্দ্রনাথকে সচলায়তনের সদস্যপদ দেয়ার জন্য। বছরে অন্তত দুবার তার দেখা পাব ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম এখন পাবলিক ডোমেইনে না? তাহলে একটা প্রজেক্ট চালু করলে হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অচেনা এর ছবি

শ্রদ্ধা
আমারে তুমি অশেষ করেছ

সেলাম গুরু।

ধন্যবাদ অরূপ।

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

হাসিব এর ছবি

সত্যজিত রায়ের ডকুমেন্টারির পুরোটা এলিংকে পাওয়া যাবে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।