যাই...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শনি, ১০/০৫/২০০৮ - ১:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

..(এই দেশেতে এই সুখ হইলো / আবার কোথায় যাই না জানি / পেয়েছি ভাঙা তরিখানি / জনম গেলো সেচতে রে পানি: লালন সাঁই ।)

একটু পরে আমি এই অফিস থেকে একেবারে বেরিয়ে যাবো। ছিন্ন হয়ে যাবে এই অনলাইন সংবাদ পত্রটির সঙ্গে দীর্ঘ চার বছরের ভালোবাসা-বাসির সম্পর্ক। ...

আমি জানি, নিশ্চিত জানি, এর পর আরো কিছুদিন ঘুম ঘোরে প্রিয় ক্লোন কম্পিউটারটিকে আমি স্বপ্ন দেখবো। দেখবো, মৃদূ খুটখাট শব্দে ঝড়ের গতিতে টাইপ করে চলেছি, দারুণ তাজা কোনো সদ্য-সংবাদ! আর এর পর হয়তো টেলিফোনের পর টেলিফোন...এসএমএস এর পর এসএমএস...সহকর্মীরা জানাবেন অভিনন্দন। কেউ বা করবেন কৌতুহলী প্রশ্ন। আইএসপিআর ভ্রƒ কুঁচকে জানতে চাইবে তথ্যের সত্যতা!

ঘোর চটকে গেলে আমি দেখবো, অন্য এক তথ্য-শব্দ-জাগতিক বাস্তবতা। লাইট! ক্যামেরা! অ্যাকশন! ইন ভিশন, উভ, প্যাকেজ, গ্রাফিক্স, পিটিসি, ফ্রেম।...

যাবার বেলায় পেন ড্রাইভে করে নিতে হবে নিজস্ব কিছু কথামলা। নিজস্ব কিছু ভালোবাসার ফটো। লকার থেকে মেয়াদ উত্তীর্ণ নেম কার্ডগুলো ফেলে দিতে হয়তো খুব মায়া লাগবে। কিন্তু উপায় নেই গোলাম হুসেন!...

দরকারি কাগজ-পত্র বাছাই করে খয়েরি-খামে ঢুকিয়ে, আমাকে নিখুঁত একটি মুখোশ পরে, মেকি হাসি এঁটে সহকর্মিদের বলতে হবে, যাই। ...

জানি, কেউ আমাকে পিছু ডাকবে না। না পিয়াল ভাই, না মাসকাওয়াথ ভাই, না অন্য কেউ। কেউ দেবে না কোনো বিদায় ভাষণ। গোলাপ কুঁড়ির এতো সময় কোথা, এই নিদানকালে একান্তই আমার জন্য পরিস্ফুটিত হওয়ার?

খুব বড়জোর মাসকাওয়াথ ভাই হয়তো দুঃখী দৃষ্টিতে দ্রুত এক পলক দেখে নেবেন আমাকে। বলবেন, আবার আসবেন তো?

পিয়াল ভাই হয়তো স্বভাব সুলভ একটি জোর করমর্দন করে বলেবেন. চিয়ার আপ ম্যান! লাইফ ইজ লাইক দ্যাট!

তবে দু-একজন শিশু-সাংবাদিক হয়তো শুকনো মুখে আমার আশে-পাশে ঘুর ঘুর করবেন। আদিবাসী অফিস পিয়ন সুবিমল সাংমা আমার কাছে এসে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকবে কয়েক সেকেন্ড! না চাইতে এনে দেবে এক মাগ ব্ল্যাক টি, এক বোতল ঠাণ্ডা পানি। সে-ও বুঝে যাবে, এখন আমার বসবাস বিষন্নতার নগরে।...

আর আমার ব্লু মনিটর ক্লোন কম্পিউটার! ডেস্কটপের ত্রিমাত্রিক পাহাড়-অরণ্য-ঝর্ণা ধারা অহেতুক নিসর্গ বিলিয়ে চলবে। সেই কুহকময় দৃশ্যের ভেতর টিঁ টিঁ তীব্র শব্দে ডাকতে ডাকতে উড়ে যাবে অর্থহীন এক ঝাঁক টিয়েপাখি। একদিনের জন্যও বিগড়ে না যাওয়া মেশিনটি আমাকে বেদনাহত কণ্ঠে নিঃশব্দে বলবে, প্রভু, আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ?...

আমি কিন্তু নিরুত্তরই থেকে যাবো। অবশ্য মনে মনে বলবো, এতো প্রশ্ন করো না প্লিজ। ভালো থেকো, অনেক ভালো থেকো, ও বন্ধু আমার!

---
ছবি: ভ্যান গখ


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

'লেখাটা খুবই স্পর্শকাতর' এটা বলার চেয়ে 'আপনি কেন চলে যাচ্ছেন?' 'কোথায় যাচ্ছেন?' এসব প্রশ্নেরই উত্তর জানতে ইচ্ছে করছে বরং।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সবজান্তা এর ছবি

বস চললেন কোথায় ?
------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গতরাতে এই দুঃস্বপ্ন দেখছেন?
নাকি আসলেই 'যাই'তেছেন।

নজমুল আলবাব এর ছবি

শুভ কামনা। লাইট ক্যামেরাময় সংসার সুখের হোক। সচল থাকুন।

ভুল সময়ের মর্মাহত বাউল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেখাটার জন্য পাঁচ দিলাম... কিন্তু কাহিনী কি? লাইট ক্যামেরা এ্যকশনের জগত্ পইড়া আরো বেশি আগ্রহ হইতেছে... স্বাগতম জানাবো? ______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একটা কথা বলতে ভুলে গেছি... আপনার লেখাটা পড়ে মনে পড়লো দাউদ হায়দারের কবিতাটা... চলে এলুম... তোমায় ছেড়ে চলে এলুম... রইলো পরে কাঁচের বাসন, ভাঙা সানকি... ... ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

কী হইল? খোলাসা করে বলেন তো!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

ও মাঝি কই যাও? কোথায় ভিরাইবা তোমার নাও? একটু কইয়া যাও।

সৈয়দ আখতারুজ্জামান

বিপ্লব রহমান এর ছবি

প্রিয় সাংবাদিক নাদিম কাদেরর আহ্বানে আরটিভিতে যোগ দিচ্ছি। ...এখন চোখ রাখার চেষ্টা ক্যামেরায়।

ব্যস্ততার কারণে হয়তো আগের মতো নিয়মিত সচলে আসা হবে না। তবু প্রত্যেক সচলের জন্য অনেক শুভ কামনা।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

Congrats নতুন চাকরির জন্য
পুরনো চাকরি ছেরে যাওয়ার সময় আসলেই খুব মন খারাপ লাগে সেই সাথে নতুন চাকরির এক্সাইটমেন্টও থাকে। নতুন চাকরির জন্য শুভকামনা রইল হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

ঘোর চটকে গেলে আমি দেখবো, অন্য এক তথ্য-শব্দ-জাগতিক বাস্তবতা। লাইট! ক্যামেরা! অ্যাকশন! ইন ভিশন, উভ, প্যাকেজ, গ্রাফিক্স, পিটিসি, ফ্রেম।...

আমাদের ভূবনে স্বাগতম....।
এই বার চান্দু কই যাইবেন...??? প্রতিদিন ব্লেড লইয়্যা দাড়ি কাটো , আর সাজু গুজো করে ক্যামেরা, ট্রাইপড আর বুম লইয়্যা দৌড়াও...

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

অভিনন্দন জানাচ্ছি, সাথে সমবেদনাও। নতুন কর্মস্থলে নতুন সহকর্মীরাও আপনাকে উত্তম জাঝা আর বিপ্লবসহ কাছে টেনে নেবেন, এমনই আশা করি।

অফিসে ফাঁকি সবাই দেয়, কিন্তু সচলে বাং মারতে গেলে গুল্লি চলবে।


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন!

সৈয়দ আখতারুজ্জামান

ধুসর গোধূলি এর ছবি

- কালকে সারাদিন ভাবলাম বিপ্লব ভাইকে একটা কাজ করতে অনুরোধ করবো। বনানীতে একটু কষ্ট স্বীকার করে আমার জন্য একটু সময় বের করতে হবেই হবে, বিটে বিটে বিটে! কেনো জানি না খুবই ব্যক্তিগত কাজটার জন্য বিপ্লব ভাইয়ের কথাই মাথায় এলো প্রথমে।

কিন্তু এখন মনে হচ্ছে সেই অনুরোধ থাকুক শিঁকেয় তোলা। নতুন জায়গায় নতুন কর্মে অভিনন্দন জানানোর বেলা এখন।

মেইক নিউ ফ্রেণ্ডস, কীপ দ্য ওল্ড
দিজ আর সিলভার, দৌজ আর গোল্ড।

আর কী বলবো পাঁচতারা রেটিংএর সর্বস্বত্বাধিকারী বিপ্লব ভাইকে! হাসি
সচলে বাং মারলে কিন্তু আসলেই খবর আছে। চোখ টিপি
___________
<চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
>

সুলতানা পারভীন শিমুল এর ছবি

নতুন জগতে আপনার পদার্পন শুভ হোক।
সেইসাথে সচল থাকুন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধ্রুব হাসান এর ছবি

অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ ওঁয়া ওঁয়া
ইয়ে, মানে... ইয়ে, মানে... চিন্তিত
খাইছে খাইছে.............
হো হো হো হো হো হো
হাততালি হাততালি হাততালি হাততালি
চলুক চলুক
জাঝা
(বিপ্লব)
....... গুরু গুরু গুরু গুরু

তারেক এর ছবি

এই লোকেরে ইমোটিকনের কারিগরি কি বিপ্লব ভাই ই শিখাইছেন নাকি? দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্লব রহমান এর ছবি

হুমম...কি ভুলই যে হয়েছে! এখন দেখি ধ্রুবদার ইমোকটিনের ধাক্কায় সচলের পেজ ওপেন হতেই অনেক সময় লাগছে! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তারেক এর ছবি

বিপ্লবদা, আরটিভি পরযন্ত ঠিক আছে... এর পর আবার ফিল্ম নাইমেন না কইলাম। অভিনন্দন!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

শেখ জলিল এর ছবি

শুভ হোক নতুন কাজ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আকতার আহমেদ এর ছবি

বিপ্লব ভাই
যেখানেই যান ভালো থাইকেন, মাগার সচলে বাং মারার চিন্তা স্বপ্নেও কইরেননা কইয়া দিলাম !
আপনার জন্যে অনেক অনেক শুভ কামনা !

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পত্রিকা-রেডিও-টিভি-ফিলিম যেখানেই যান না কেন, সচলায়তন অবহেলিত হলে খবর আছে, কইয়া রাখলাম হাসি

আপনার নতুন কাজটি সুখকর, আনন্দদায়ক ও অর্থকরী হোক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

ব্যাপান্না! পরবর্তী চাকরি ভালোই হবে। চাকরিতো আসলে পেট চালানোর জন্য। জীবনটাতো আসলে ব্লগিং! নাকি? দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবজান্তা এর ছবি

জীবনটাতো আসলে ব্লগিং! নাকি?

(বিপ্লব)
-------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সবুজ বাঘ এর ছবি

কত নসল্লাই যে দেহুম। তুই ভাই ভালো একটা চাকরি পাইছস, চিয়ার টেবিলে দুইডা লাত্থি দিয়া গটগট কইরা হাইটা পুরান অফিস ছাইড়া চইলা যাবি। এত ফ্যাৎ কান্দা ক্যা? নাকি নতুন চাকরির মি্ষ্টি খাওয়ান লাগব দেইখ্যা আগেই গাইল মাইরা নিলি মিষ্টি খাওনের?

সবজান্তা এর ছবি

হো হো হো

হো হো হো


অলমিতি বিস্তারেণ

বিপ্লব রহমান এর ছবি

বাঘাদার মন্তব্যে (বিপ্লব) ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তীরন্দাজ এর ছবি

অযুত শুভকামনা রইল!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

বিপ্লব রহমান এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সবুজ বাঘ এর ছবি

মিষ্টি খিলাউ। তুমারে নিয়া আমি কী করুম?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অভিনন্দন!!! (বিপ্লব রহমান, আরটিভি, সচলায়তন - আন্তর্জাল)

বিপ্লব রহমান এর ছবি

আবারো সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৌরভ এর ছবি

ব্যাপান্না।
বিপ্লবভাইর আর্টিভির নেটওয়ার্ক দিয়া সচলায়তন কয়দিন পর টিভিত দেখাইবো।
সেই আশায় থাক্লাম।


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।