উপল মাহবুব এর ব্লগ

বিক্ষিপ্ত ভাবনা.......

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: সোম, ২৬/০১/২০০৯ - ১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবিতা নাকি গল্প - কোনটা লেখা সহজ? সচলায়তনে কিছু লিখতে গেলেই আমার মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে। আর প্রতিবারই আমি ও দুটোর কোনটাই না লিখে বরং ছোট্ট একটা ছড়া লিখে পোস্ট করে দিই। কবিতা বা গল্প কোনটা লেখার ধৈর্য আমার আপাতত হয়ে উঠবে বলে মনে হচ্ছে না। তাই, নিজের চিন্তাভাবনা নিয়ে এই পোস্ট। মাথার মধ্যে যত উদ্ভট চিন্তা ঘোরে তার কিছু এখানে লিখে ফেললাম।

চিন্তা ১: শব্দজব্দ
"পান" করার ব্য...


নববর্ষ

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: বুধ, ৩১/১২/২০০৮ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

আগামীকালের সূর্যালোকে
অচীন কী বিস্ময়,
হয়তো পথের বাঁকেই আছে
অপার জ্যোতির্ময়!
খানিকটা পথ পার হয়েছি
চলার অনেক বাকি,
বর্ষ শেষে হারিয়ে যাওয়া
পথের ছবি আঁকি!!

..............................

২.

যাচ্ছে চলে সময়গুলো
ছায়ার মত ভেসে,
নতুন বছর নতুন আশায়
বরণ করি হেসে।
এইযে আছি, থাকবো পাশে
রইবো হেসে খেলে,
সব পুরাতন, সব জড়তা
নিত্য পিছে ফেলে!!

...............................
সবাইকে নববর্ষের শুভেচ্ছা!


নিরাশের নিশিকাব্য

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: বুধ, ২৪/১২/২০০৮ - ১২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিঝুম নিশীথে নিরবে নিভৃতে নিরালায় নিজ নীড়ে,
ভ্রমেতে ভুলিয়া ভেসেছি ভীষণ ভাব-ভাবনার ভীড়ে!
চিন্তা চেতনা চেয়েছে চিনিতে, চির চঞ্চল চিত্তে,
বলেনি বেহুলা, বেদনা বিঁধেছে বাস্তবতার বৃত্তে!!

হায়রে হিয়া, হয়েছে হরণ, হৃদয় হয়েছে হত,
কামনা করেছে কতনা কিছুই, কয়েছিল কথা কত!
প্রণয় প্রলাপে, প্রেমের পুলকে, পাষাণে পায়নি প্রাণ,
আঁধার আসিয়া আবৃত আজি আলোকের আহ্বান!!


দখিনা বাতাস

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: রবি, ২১/১২/২০০৮ - ১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিশীথের বুক চিরে বয়ে গেল দখিনা বাতাস!

যুগে যুগে ফিরে আসা এ কোন কিংবদন্তী নয়,
নয় কোন প্রভাতী পাখির গানে সুরের অরুণোদয়,
এ যেন শরতের এক বিন্দু শিশিরের মত,
বর্ষার জলের শরীরে সহসা বিজলীর ক্ষত,
দিনশেষে পথহারা ক্লান্ত পথিকের দীর্ঘশ্বাস,
কষ্টের ঘ্রাণ বুকে বয়ে গেল দখিনা বাতাস!!


প্রতীক্ষা

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমার জন্য আমার হাতে হাজার ফুলের ডালি,
তোমার তরে পথের ধারে লক্ষ প্রদীপ জ্বালি,
তোমার পায়ের ধুলোর আশায় অধীর মাতৃভূমি,
কোথায় তুমি!

দিগান্তরের আকাশ জুড়ে মেলছে শকুন ডানা,
অরক্ষিত স্বদেশভূমে দস্যুরা দেয় হানা,
কোথায় তোমার হার না মানা মুক্তিসেনার দল,
তোমার আশায় ঢেউ তুলেছে শঙ্খ নদীর জল,
পাপের বোঝা পূণ্য হবে তোমার চরণ চুমি,
কোথায় তুমি!

পাতাল পুরীর আঁধার থ...


বিজয় দিবস

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ৯:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি সবুজ দেশের বুকে
সূর্য কিরণ প্রভা,
লাল সবুজের সম্মিলনে
বিজয় দিনের শোভা।
এই কিরণে স্বপ্ন হাজার
লক্ষ প্রাণে জাগে,
এ মাটিকেই আঁকড়ে ধরে
গভীর অনুরাগে।
দুঃখে-সুখে পার হয়ে যায়
একটি করে দিন,
ভোরের আলোয় সবুজ দেশ
তবুও চির নবীণ।
এমনি সবুজ দেশের বুকেই
আমার পরিচয়,
এমন প্রখর সূর্যালোকেই
লুপ্ত হল ভয়!!


(শিরোনামহীন)

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

যা চাই বলতে
পথ ধরে চলতে
তা-ই বলা দায়,
প্রদীপের সলতে
চায় যদি জ্বলতে
শুধু নিভে যায়।
এই তুমি আছ পাশে
মন তার-ই সুবাতাসে
হারাতে যে চায়,
যেভাবে হারায় নদী
সাগরেতে নিরবধি
বড় অসহায়!!


আহ্বান

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: শুক্র, ০৫/১২/২০০৮ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় অশান্ত
এই প্রশান্ত
সাগর উঠুক মেতে,
আয় দুরন্ত
এই নিভন্ত
আগুন জ্বলুক তেতে!
আয় দুর্বার
ভেঙে চুরমার
নব সৃষ্টির সব লক্ষ্যে,
আয় স্রষ্টা
দিকদ্রষ্টা
আলোহারা যত চক্ষে!!


আঁধার - ২

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: বুধ, ১৯/১১/২০০৮ - ৫:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই আঁধারে শান্ত হবে
চির বিরহের ব্যথা,
স্তব্ধতাকে করবে আপন
না বলা সব কথা।
কী চেয়েছি, কী পেয়েছি
কিসের আসায় থাকা?
মনের কোণে সংগোপনে
কিসের ছবি আঁকা?
আলোক মাঝে সুপ্ত থাকা
গুপ্ত অনুভব,
এই আঁধারের একান্ততায়
আসবে ফিরে সব!


ফয়সাল ভাইকে,

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একই ক্যাম্পাসে, হয়তো কখনো
হেঁটে গেছি পাশ কেটে, লক্ষ্য করি নি,
হয়তো ক্যাফেটেরিয়ায়,
কিংবা লাইব্রেরির লম্বা টেবিলে
বসেছি একসাথে - জানতে পারিনি।
বুঝতে পারি নি, হবে না পরিচয়
আর কোনও দিনও, শুধু
অনুভবে তীব্র হবে টান,
ভাবতে পারি নি, যাবে
এ জগত পিছে ফেলে,
পথ চলা হবে অবসান।

যেখানেই থাকেন, ভাল থাকুন...