জলপাইবিনা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: সোম, ২৭/০৮/২০০৭ - ৪:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুনয়না
ও চিপায় যেও নাকো তুমি
রেখো নাকো হাত ওই সোহেলের হাতে
ঘুরে দেখো সুনয়না
কুয়াশার হিমভরা শীতের প্রভাতে

ঘুরে দেখো এই পকেটে-কলারএ
গোল গোল মেডেল আমার
Rank থেকে rank এ, আরো ওপরে
ক্যাপ্টেন থেকে আমি হয়েছি মেজর

কি দিবে সোহেল বেকার? কি আছে?
সেশনের বড়জট শেষে
কেচে যাবে প্রেম তার
নগদ পেয়েও কেন রবে বসে?

সুনয়না
আমার কথায় চলে দ্যাশ
পকেটের ফোকরে ক্যাশ
তোমাদের প্রেম আজ শ্যাষ

----
জীবনানন্দ দাশের 'আকাশলীনা' কবিতার অযোগ্য প্যারোডি করা হইলো।


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

হা হা হা ,,, ফাটাফাটি ,,,সেইরকম হয়েছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সুমন চৌধুরী এর ছবি

অতি উত্তম!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দৃশা এর ছবি

হাইসতে হাইসতে হেট বিষ...ফিক ফিক ফিক
বাই দ্য ওয়ে আপনার নাম সোহেল না তো ?

দৃশা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা হা ... দারুণ হয়েছে প্যারোডিটা।

মাহবুব সুমন এর ছবি

সেরম হৈসে চোদ্দা থুক্কু বলাইদা।

অছ্যুৎ বলাই এর ছবি

সবাইকে অসংখ্য ধন্যবাদ। জীবনানন্দ অবশ্য আমাকে হাতের কাছে পাইলে একা একাই গণধোলাই দিতেন।

আমার নাম সোহেল হইলে কি আর কাব্য করার টাইম পাইতাম!@দৃশা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হযবরল এর ছবি

অশুভশক্তির প্ররোচনা দেখতে পাচ্ছি।

অফটপিকঃ ভালো আছেন আশা করি।

সুমন চৌধুরী এর ছবি

জলপাইগো নাম এরমই হয়। সোহেল, ফয়সাল,ওয়ারেস..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুজন চৌধুরী এর ছবি

হেহে হে !!
হইছে জবর।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অয়ন এর ছবি

সোহেল মনে হয় আজিজ সুপারের উপর তলায় থাকতো, তাই আজিজের উপর এতো রাগ।

আড্ডাবাজ এর ছবি

সুনয়নার জন্য আমার সমবেদনা রইল!!!

অছ্যুৎ বলাই এর ছবি

হযু, তোমার নতুন সংসার কেমন চলতাছে? আমি আছি কাজকাম নিয়া পুরা বেড়াছেড়া অবস্থায়। অলস মাইনসের যা হয়।
বদ্দা, সোহেল কিন্তু জলপাই না। খিয়াল কইরা!
সুজন্দা, অশেষ কৃতজ্ঞতা।
অয়ন, হইতারে।
আড্ডা ভাই, সমবেদনা মানে! সুনয়নার কিছু হলে জ্বলবে আগুন ব্যারাকে ব্যারাকে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ফারুক হাসান এর ছবি

আপনাকে কমান্ডো দিলাম।
সাথে ৫টা তোপও দাগাইলাম।

ঝরাপাতা এর ছবি

ওইখানে যেও নাকো সুরঞ্জনা,
বলো নাকো কথা বলাইদার সনে,
ফিরে এসো সুরঞ্জনা, এই আগা খান লেনে।

এতো কি কথা তাহার সনে, কানে কানে?
জলপাই পাইলে তারে, বাঁচিবে না জানে।
তাই ফিরে এসো সুরঞ্জনা,
ধরো এই নায়ক পাতলা খানের হাত-
পরিও না গলে অকাল বৈধব্যের অভিসম্পাত।

বলাইদা, প্যারোডি জোশ হইসে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতিথি(এহেছান লেনিন) এর ছবি

হা... হা...
ইস আপনি যদি জীবনানন্দের আগে আসতেন। আকাশনীলাটা এ রকমই হতো। ধন্যবাদ।

অছ্যুৎ বলাই এর ছবি

হাহাহা! ফাহার ৫ প্লাস আমার তরফ থেকে ৫; মোট ১০ ঝরুকে দেওয়া হইলো!!!!!

সিম্পলি সুপার্ব!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আরিফ জেবতিক এর ছবি

এই পোস্ট বর্তমান সরকারের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

আপন এর ছবি

হাহাহা হাসি মজা পাইলাম...
বস সোহেল আবার কে?

নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...

সাধক শঙ্কু এর ছবি

এই পোস্ট বর্তমান সরকারের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

অছ্যুৎ বলাই এর ছবি

জেবতিক আরিফ ভাই না হয় মুরুব্বী মানুষ, একটু সাবধান কইরা দিলেন; কিন্তু সাধু তুইও এই কথা কইলি! মন খারাপ

আপন ভাই, সোহেল হইলো গিয়া সেশন জটে আটকা পড়া এক ইউনি স্টুডেন্ট। আমাদের বিগ সি বসের সাথে তার নামের হালকা মিল থাকাটা কাকতালীয় মাত্র।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সাধক শঙ্কু এর ছবি

দেঁতো হাসি


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।