জলের ঔরস ও শরতের মেঘলা বিকেল

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: শনি, ২৬/১২/২০০৯ - ৩:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছবিগুলো অক্টোবরের শেষ নভেম্বরের শুরুতে তোলা। আশা করি ভালো লাগবে সবার।
ছবিগুলো যদি ছোট দেখা যায় তবে ফ্লিকারে দেখতে পারেন।

মনখারাপ করা ছায়াসকল The Saddened Shadows
auto
চুপচাপ A Silent
auto
গঠনের সৌন্দর্য Beauty of Appearence
auto
ঝুলন Swinging
auto
এইসব ভাললাগে
auto
জলজ খেলা - Aqueous Game
auto
জলনৃত্য - Water-dance
http://farm5.static.flickr.com/4045/4213031409_ea48666304_s.jpg auto
জলে তৈরী মার্বেল
auto
স্রোত Stream
auto
জলছাপ Watermark 1
auto
জলছাপ Watermark 2
auto
জলপোনা
auto
জলের মানচিত্র Water-map
auto
বিষণ্ণ জানালা
auto
প্রণয় Romance
auto
ছবিগুলো দেখতে দেখতে নিশ্চয় বাদামসব শেষ করে ফেলেছেন!
auto


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিষণ্ণ জানালা, এইসব ভালোলাগে-- ভালো লাগলো হাসি
ছবিগুলোর ৫০০পিক্সেল ভার্সন দিতে পারতেন। তাহলে এখানেই ভালো করে দেখা যেতো।

ওহ্, জলছাপটাও সুন্দর হয়েছে। কিন্তু ডানের উপরে এবং বাম পাশের নীচের দিকে আউট অব ফোকাস হয়েছে মনে হচ্ছে।
জলছাপ Watermark 2

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ, প্রকৃতিদা (আপনার নামটা জানি না)। ছবিগুলো বড় করে এখানে কীভাবে দেয়া যাবে একটু যদি বলতেন।
শুভেচ্ছা।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তনে আমি প্রকৃতিপ্রেমিক বললেই খুশি হবো হাসি

ছবি বড় করার ব্যাপারটা হিমু বলেছে, তবে মন্তব্যের ঘরে ৫০০পিক্সেলের ছবি দিলে ছবি ডান দিকের মার্জিনের বাইরে চলে যায়। তাই আমি এইচটিএমএল কোডে ৫০০ পরিবর্তন করে ৪৮০ করে দেই। (বাংলা থেকে ইংরেজী কী-বোর্ডে যেতে Esc চাপুন)

...............................
নিসর্গ

হিমু এর ছবি

ফ্লিকারে লগ ইন করুন। ছবিতে ক্লিক করার পর "শেয়ার দিস" বলে একটা অপশন আসে ডানে, ওখানে ক্লিক করলে "গ্র্যাব দিস এইচটিএমেল" বলে একটা অপশন আসবে। ওখানে যে কোডটা আছে সেটা পেস্ট করে দিলে ছবিটা এখানে সরাসরি চলে আসবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ, হিমুদা।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আশরাফ মাহমুদ এর ছবি

টেস্ট করে দেখি অন্য একটা ছবি দিয়ে।
সংগ্রাম - Struggle
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

আমি একটা টেস্ট করব, দেখি কি হয়।
মধুবন্তী।

http://www.flickr.com/photos/45894830@N07/?saved=1
এই কোড কি? না কি ভুল করলাম.....

অতিথি লেখক এর ছবি

একটু সাহায্য করেন না কেউ, আমি তো ছবিই আনতে পারলাম না, লিঙ্ক এলো শুধু।
মধুবন্তী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

উপরে হিমুর মন্তব্যেই বলা আছে। ছবির মালিক ইচ্ছে করলে শেয়ারিং ডিজ্যাবল করে রাখতে পারে, সেক্ষেত্রে শুধু Grab the link পাবেন, Grab the HTML পাবেন না।

ফ্লিকারের ছবির লিংক পোস্ট করা
ছবিটির স্বত্বাধিকারী: সচল কিংকর্তব্যবিমূঢ়।

অতিথি লেখক এর ছবি

এবার হবে, আশা রাখছি। আসলে পাবলিক না রেখে প্রাইভেট রেখেছিলাম। প্রকৃতিপ্রেমিক ও হিমু ভাইকে ধন্যবাদ।
তোমার কাছে

তমিজ উদদীন লোদী এর ছবি

খুব ভালো লাগলো ছবিগুলো।
অনেক শুভেচ্ছা!

আশরাফ মাহমুদ এর ছবি

বিনীত।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

ওডিন এর ছবি

দারুণ সব ছবি,

আর আপনি অনুমতি দিলে 'চুপচাপ' কে ক্রপ করে সেলফোনের ওয়ালপেপার বানাতে চাই। হাসি

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

আশরাফ মাহমুদ এর ছবি

কেন নয়! ব্যক্তিগত কাজে ইচ্ছেমতন ব্যবহার করতে পারেন। আমার নাম ও ফ্লিকার লিঙক দিয়ে অন্যখানে-ও ব্যবহার করতে পারেন।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আহির ভৈরব এর ছবি

অসাধারণ ছবিগুলি। প্রথমটা সবচে' ভালো লাগলো। এ'রকম ছবি দেখলে কবিতা-টবিতা লিখে ফেলা যায়।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ। লিখে ফেলুন না কয়েকটা কবিতা।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।