চুমু - ২

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২২/০৫/২০১২ - ৮:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

চুমু - ২
---------------------

কসমেটিক্স প্লাবনে হারিয়ে গেছে লাবন্য
আমাদের চেনা প্রিয় অবসরের দিনে
জাকিয়ে বসেছে শীত; যেন দুর্দান্ত ঘুমোনোর দুপুরে
দরজায় কড়া নাড়ে অনাকাঙ্খিত অতিথি!

মাংসের উপমা নিয়ে মেধার মাঝে
ঢুকে গেলে জোড়া পাপ
গভীর স্থলনে আমার খুব ক্লান্ত লাগে।

স্তব্ধতার ঋজু গাছে থোকা থোকা
অবিশ্বাস; আলিঙ্গনের কেন্দ্র বরাবর দূরত্বের
মর্মভেদী জ্যা,
          দূরত্ব অসহ্য লাগে!

উপরে ফ্লোরসেন্ট আকাশ, এসো
অধর ও ওষ্ঠের মাঝে একখন্ড অভ্র নিয়ে
আবার শুরু হবে পুনর্জন্ম -
            পারবে না?


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

পড়লাম। খুব একটা ভালো লাগে নি। অথবা বুঝতে পারি নি। (সত্যি বলতে, কবিতা বুঝিও না অবশ্য)। ট্যাগের ব্যাপারে আরেকটু আন্তরিক হলে ভালো হয়। স্রেফ নিজস্ব মতামত দিলাম। কিছু মনে করবেন না।

লেখাটা পড়ে কেন যেন এই গানটার কথা মনে পড়ে গেল। না শুনে থাকলে শুনতে পারেন।

ক্রেসিডা এর ছবি

ট্যাগ এর ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন!

ধন্যবাদ পড়ার জন্যে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

স্বনাম এর ছবি

এতো বেশি ট্যাগ ব্যবহার দৃষ্টিকটু। সবগুলো শব্দ দিয়ে দেওয়া ঠিক নয়।

বিষয়বস্তুর সাথে কেন্দ্রিক এবং অতি সঙ্গতিপূর্ণ অল্পকিছু ট্যাগ ব্যবহার প্রচলিত।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ ব্যাপারটা ক্লিয়ার করার জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কানিজ ফাতেমা এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কানিজ ফাতেমা এর ছবি

চলুক

jannatul ferdaus এর ছবি

হাততালি

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

দারুণ কবিতা। মুগ্ধতা নিয়েই কয়েকবার পড়েছি। লেখকের জন্য শুভ কামনা। ভালো থাকবেন

অতিথি লেখক এর ছবি

দারুণ কবিতা। মুগ্ধতা নিয়েই কয়েকবার পড়েছি। লেখকের জন্য শুভ কামনা। ভালো থাকবেন

(অনিন্দ্য অন্তর অপু)

ক্রেসিডা এর ছবি

উপরের মন্তব্যটিও আপনার ধরে নিচ্ছি। তাই আলাদা করে আর জবাব দিলাম না। অপু, আপনাকে অনেক ধন্যবাদ বেশ কয়েকবার পড়ে মন্তব্য করার জন্য।

আপনিও ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রদীপ্তময় সাহা এর ছবি

কসমেটিক্স প্লাবনে হারিয়ে গেছে লাবন্য
আমাদের চেনা প্রিয় অবসরের দিনে
জাকিয়ে বসেছে শীত; যেন দুর্দান্ত ঘুমোনোর দুপুরে
দরজায় কড়া নাড়ে অনাকাঙ্খিত অতিথি!

হাততালি

খুব ভাল লেগেছে।
এবারের কবিতায় শব্দের কাঠিন্য ভেদ করে প্রাণের কোমলতার স্পর্শ পেলাম, বা বলা ভাল হারালাম।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে । হারিয়ে গেলেও পরবর্তী লেখায় অজ্ঞাতবাস থেকে আপনার মতামত জানাবেন আশা করি।

আপনিও ভালো থাকুন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।