বরফ

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ০৮/০৩/২০১৪ - ৩:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বরফ
----------------

এইযে টায়ারের ভীড় ঠেলে তোমার এগিয়ে যাওয়া
হোন্ডায় সদ্য ভরা অয়েলের ঘ্রানে পোড়ে পড়ন্ত দুপুর; হেলমেটের
কার্নিশ ঠেলে বের হয়ে থাকা অবাধ্য চুল

উড়ছিল বুঝি? চুল ? স্বপ্ন ? অথবা তোমার এই চলে যাওয়া
পথের বাঁকে কোন নার্সারীর ফুল?

অবশ্য ভাবনার এসব স্টপেজে তোমার বিরতি কই?
আমিতো কস্মিনকালে ভাবি নাই, আমাদের উল্টানো পথে
বিকেলের রঙ ভিন্ন হবে।

তবু এতোদিন পরে তোমায় দেখে ফোন দিয়ে জানতে ইচ্ছে হয়
"কেমন আছ পুরুষমানুষ?" জানাতে ইচ্ছে হয়,
তুমি চলে যাবার পর হিমে ভেজা নার্সারী ফুলটা
বরফে ঢেকে গ্যাছে।


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

অসাধারণ চিত্রকল্প, স্থিরচিত্র নয়, চলচ্চিত্র যেন! সেইসাথে নজরকাড়া পরিবেশনা। খুব ভালো লেগেছে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দীনহিন এর ছবি

অসাধারণ! দুর্ধর্ষ চিত্রকল্প! লম্বা বিরতির পর এসেই মাত করলেন। চলুক

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

গান্ধর্বী এর ছবি

চমৎকার হাততালি

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চিত্রকল্প কিছুক্ষেত্রে (প্রথম স্তবক) দারুণ। ঘ্রাণ বানান ঠিক করবেন। অয়েল শব্দটার বদলে বাংলা শব্দ এলে ভালো লাগত। শেষ বাক্যে একটা প্রশ্ন শোনার আকুতি তৈরি হলো; শেষ স্তবক পুনর্পাঠ করে দেখতে পারেন- কিছু মিসিং কী না!

মাসে একটা কবিতা কিন্তু সচলে লিখতেই পারেন। একেবারে ডুব দিয়েন না হাসি আশা করি কুশলে আছেন, নামতাও হাসি


_____________________
Give Her Freedom!

সাফিনাজ আরজু এর ছবি

হাসি
অন্যরকম!
ভালো লাগল ... চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

আয়নামতি এর ছবি

ভালু! হাসি

ঝিঝি পোঁকা এর ছবি

দারুণ শব্দশিব্দ ৷ মৃত্যুময় ঈষৎ'র সাথে একমত ৷শেষের স্তবকে ধাক্কাটা অন্যরকম হতে পারত ৷চমৎকার ৷ লেখা চলুক নিরন্তর ৷

দীনহিন এর ছবি

'শব্দশিব্দ' মানে কি, ঝিঝি পোঁকা? 'শব্দশিল্প' বলতে চেয়েছিলেন?

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

ঝিঝি পোঁকা এর ছবি

শেষটা এসে অন্যরকম হতে পারত৷ দারণ শব্দশিল্প ৷ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

===========================
ঝিঝি পোঁকা

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ সবাইকে। হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কৌস্তুভ এর ছবি

বানানগুলো ঠিক করবেন দয়া করে। ঘ্রাণে, গেছে, ইত্যাদি। আর ? এর আগে স্পেস হয় না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।