ছবিব্লগ : আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

[img]SAM_2257[/img]

সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই:-

[img]SAM_2266[/img]

মুক্তিযুদ্ধের হাতিয়ার .. জেগে উঠেছে আরেকবার...

[img]SAM_2274[/img]

এ মিছিল আমার.. আমাদের...

[img]SAM_2280[/img]

ক্লান্ত... তবু রাজপথ ছাড়ি নাই.. ছাড়বো না...

[img]SAM_2293
[/img]

[img]SAM_2302[/img]

একটা একটা শিবির ধর.. ধইরা ধইরা জবাই কর...

[img]SAM_2307[/img]

ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার

[img]SAM_2323[/img]

গ-তে গোলাম আজম, তুই রাজাকার, তুই রাজাকার

[img]SAM_2319[/img]

এ খাঁচা আমরাই ভাঙ্গবো..

[img]SAM_2337[/img]

আমি ছিলাম... আমি আছি... আমি থাকবো..

[img]SAM_2332[/img]

কাঁদতে আসিনি..

[img]SAM_2330[/img]

সকল চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই

[img]SAM_2329[/img]

[img]SAM_2311[/img]


মন্তব্য

তানিম এহসান এর ছবি

যতদূর মনে পড়ে আপনার শিশু’র নাম নামতা। এই শিশু পৃথিবী’র বুকে বাঙ্গালী হিসেবে আত্মপরিচয় নিয়ে দাঁড়াতে শিখুক গর্বিত! একজন পিতা’কে অভিনন্দন।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার মেয়েটা খুবই কিউট। ভালো লাগল যে ওকে নিয়ে গেছেন শাহবাগে। আরও বড় হোক ও, এই দিনগুলোর কথা ওকে বলবেন। বলবেন কী অভূতপূর্ব এক ঘটনার অংশ হয়ে গেছে ও। শুভেচ্ছা ও শুভকামনা থাকল।

ক্রেসিডা এর ছবি

হ্যাঁ, আরো বড় হলে সে ছাবগুলো দেখলে আরো বেশি অনুপ্রানিত হবে...

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ullash এর ছবি

অনেক ভাল লাগলো ছবি গুলো দেখে ।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

জুন এর ছবি

কখন গিয়েছিলেন? পরিচিত হতে পারলে ভাল লাগত। মেয়ের মঙ্গল কামনায়।

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

ক্রেসিডা এর ছবি

চেষ্টা করছি প্রতিদিন ই যাবার, আজ দুপুর থেকে সন্ধ্যা ছিলাম, বাচ্চা মানুষ, তাই রাত পর্যন্ত খাকা সম্ভব হলো না। সচলায়তনের ব্যানারটা খুঁজতেছিলাম, লাইব্রেরী পর্যন্ত ঘুরে এলাম .. খুঁজে পেলাম না.. ভেবেছিলাম ব্যানারটা খুঁজে পেলে আপনাদের ও পাবো। দেখা হয়ে যাবে কোনদিন.... শাহবাগেই আছি... থাকবো প্রতিদিন ..

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

চরম উদাস এর ছবি

চলুক
দারুণ

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সাফিনাজ আরজু এর ছবি

চলুক হাসি
নামতার মঙ্গল কামনা করছি, মানুষের মত মানুষ হোক।
বড় হলে এই ছবিগুলোর জন্য ও ভীষণ গর্বিত হবে।
ভালো লাগল।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

রংতুলি এর ছবি

বড় হলে এই ছবিগুলোর জন্য ও ভীষণ গর্বিত হবে।

চলুক

আমিও এটাই বলতে চাচ্ছিলাম। হাসি

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রংতুলি এর ছবি

চলুক হাসি

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নিলয় নন্দী এর ছবি

ভাল লাগ‌ল।
মেয়ের জ‌ন্য অনেক আদর আর আশীর্বাদ।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কাল সন্ধ্যায় দেখলাম একটি বৃহৎ পরিবার (ভাই-বোনদের বা কাজিনদের পরিবারসহ) বারডেমের উল্টোদিকে গোল হয়ে দাঁড়িয়েছে। পরিবারের কয়েকটি কিশোর-বালক খালি গায়ে, বুকে-পিঠে রাজাকার বিরোধী শ্লোগান লিখে, মাথায় ব্যান্ড বেঁধে, হাতে জাতীয় পতাকা নিয়ে উচ্চকণ্ঠে শ্লোগান দিচ্ছে। পাশ থেকে বোনেরা-বাবা-মা-খালা-খালু-মামা-মামী-কাকা-কাকী-ফুফু-ফুফা শ্লোগানের প্রতিধ্বনি করছে। আমি অনেকক্ষণ ধরে তাদের খেয়াল করলাম। দলের বড়দের কারো কারো মধ্যে ব্যাপারটাকে একটু পহেলা বৈশাখ বা পিকনিকসুলভ ভাবে দেখার চেষ্টা ছিল। সেটা স্বাভাবিক। ছাগুর দল আমাদের মধ্যেই লুকিয়ে থাকে। পজেটিভ ব্যাপারটা হচ্ছে এই যে, এতে মাথাবেচা বুইড়া খাটাশগুলোকে হয়তো মানুষ করা যাবে না, তবে এতে বাচ্চাগুলোর মধ্যে রাজাকার কারা, তারা কী করেছিল, কেন তাদেরকে বিচার করে শাস্তি দিতে হবে - এই ব্যাপারগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ইয়াসির আরাফাত এর ছবি

আপনার মেয়ে ইতিহাসের অংশ হয়ে রইল। বড় হলে সে নিজেকে ও আপনাকে নিয়ে গর্বিত হবে এই অসাধারন ছবিগুলোর জন্য। অভিনন্দন ক্রেসিডা

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।