অপেক্ষা

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বুধ, ০৩/১০/২০১২ - ৮:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অপেক্ষা
-----------

জানালা দিয়ে যতটা দেখা যায় -

ড্রেসিং টেবিলের পাশে রাখা
একপাতা টিপের মতো

রাতের আকাশ জোড়া কিছু নক্ষত্র;

আর একটু দূরে তোমার জানালা আড়াল করে
মুঠি মুঠি শিমুল ফুল; তার ফাঁক গলে

জানালার পর্দায় নকশা করা প্রজাপতি -

অপেক্ষায় থাকি;

কখন দমকা হাওয়া এসে উড়িয়ে দেবে আড়াল, দেখা যাবে
তোমার কাঁধ বেয়ে কোমরে নামা

একটা পূর্নদৈঘ্যের রাত্রি;

আর মাঝের স্পেসটুকু জুড়ে দাঁড়িয়ে থাকবে
আমাদের ভূত-ভবিষ্যত;


মন্তব্য

আশালতা এর ছবি

শেষের আগের লাইনটা কি অন্যরকম করে লেখা যায় ? 'স্পেস' শব্দটা খট করে কানে লাগছে, চোখেও।

----------------
স্বপ্ন হোক শক্তি

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে। মাঝের "স্পেসটুকু" তে স্পেস টা আসলে যে সময়ে লেখা, তখন বেশী এপ্রোপিয়েট লেগেছে, এমনকি এখনও তাই লাগছে, "দূরত্ব" শব্দটা ব্যবহার করা যেত বোধহয়, তবে কেন যেন ইচ্ছে হলো না; তবে ভেবে দেখবো অন্য কোন শব্দ ঐ স্পেসটুকু ভরাট করতে পারে কিনা, লেখার পর লেখার প্রতি কিছুদিন একটা মোহ থাকে, সেটা শেষ না হলে বোধহয় ওখানে নতুন শব্দ ভাবলেও আসবে না!

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এ বিষয়বস্তুর কবিতাকে কী রোমান্টিক কবিতা বলা যায় বা হয়?

'ভালো না লাগা'র চেয়ে একটু উপরে লাগলো, মোটামুটিও না! পুরাতন কবিতা সব? নতুন লেখেন না কেন?

তবে একটা বিষয় ইতিবাচক যে পাঠকের তীব্র সমালোচনার পরও আপনি পোস্ট করেন বা ভালো লেখা দেওয়ার চেষ্টা করেন (ধরে নিলাম)।


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

সবটাই নতুন কবিত! "সবর্ণরেখা" এর পর কোন পুরাতন লেথা দেয়া হয় নাই, যাক, অন্তত আপনার ভালোলাগার পারদ একটু উপরে তো ওঠাতে পারলাম;

আমি আমার মতো লেখি, লিখতে লিখতেই লেখায় পরিবর্তন আসে, তীব্র সমালোচনা ব্যাপার না, যদি না সেটা সঠিক ভাবে হয়, একটা সময় আমি না চাইলেও খুব ধীরে সে পরিবর্তন টা চলে আসবে।

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

ভালো; সেক্ষেত্রে কবিতা রচনাদিন উল্লেখ করতে পারেন।

দুঃখজনক হলেও বাস্তবিকার্থে সমালোচনা উচ্ছৃঙ্খলই হয়ে থাকে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পড়তে ভালই লাগল।

ক্রেসিডা এর ছবি

শুনতেও ভালো লাগলো। হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ব্রুনো এর ছবি

ভালো লাগলো।

কখন দমকা হাওয়া এসে উড়িয়ে দেবে আড়াল, দেখা যাবে
তোমার কাঁধ বেয়ে কোমরে নামা

একটা পূর্নদৈঘ্যের রাত্রি;

এমনিতে ক্লিশে উপমা, কিন্তু একটু অন্যভাবে বলার জন্য চমৎকার লাগছে।

ক্রেসিডা এর ছবি

আর একটু অন্যভাবে বলা যেত, তবে তাতে আহেতুক কিছু বর্ননা আনা হতো, যেমন -

একটা পূর্নদৈঘ্যের রাত্রি জুড়ে
স্বল্পদৈঘ্যের বৃষ্টি ;

ভালো লাগা জানাবার জন্যে ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মুস্তাফিজ এর ছবি

কবিদের ভাবনা চিন্তা অন্যরকম, আমাদের সাধারনেরা সেই খোঁজ পায়না। কিন্তু একটা অন্যরকম প্রশ্ন অনেকদিন যাবতই মাথায় ঘুরপাক খাচ্ছে, আচ্ছা করেই ফেলি

ট্রোজান রমনী ক্রেসিডা যে লামেদানের ছেলে প্রিয়ামের পেমে হাবুডুবু খেতো (যদিয়ো পরে তাদের বিয়ে হয়নি) একজন পুরুষ হয়ে আপনি কেনো সেই নাম নিলেন জানতে ইচ্ছা করছে।

...........................
Every Picture Tells a Story

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

চোখ টিপি

---------------------
আমার ফ্লিকার

ক্রেসিডা এর ছবি

নিকটা নেবার পেছনে সেরকম জেন্ডার বেইজড কোন কারন নেই; অনেকদিন আগের পড়া, তাই এখানে দিতে পারছি না (পরে কখনো দেব খুঁজে পেলে), ক্রেসিডা নিকটা যতদূর মনে পড়ে ফরহাদ মজহার এর একটা কবিতার টাইটেল ( নাকি, সৈয়দ শামসুল হক? ঠিক মনে করতে পরিছি না)।

শুরুটা এভাবে ছিল বোধহয়: "শুধু তোমার জন্যে লিলিয়ান/ শুধু তোমার জন্যে"

ঐ কবিতটা খুব ভালো লাগতো আর ক্রেসিডা শব্দটাও, সেখান খেকে নেয়া .. এই তো.. আশাকরি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বস্‌, আমি তো জানতাম প্রিয়ামের প্রেমে না, বরং প্রিয়ামের ছোট ছেলে ত্রয়লাসের প্রেমে পড়েছিল। গ্রীকদের সাথে ট্রোজানদের জিম্মি বিনিময়কালে ডায়োমেডসকে গ্রীকরা ক্রেসিডার বাবার হাতে তুলে দিলে সে আবার ডায়োমেডসের প্রেমে পড়েছিল।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ক্রেসিডা এর ছবি

হ্যাঁ, Troilus আর cressida, এমনটাই হবার কথা বস!

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মুস্তাফিজ এর ছবি

পাণ্ডব'দা ঐ হইলো আরকি, ক্রেসিডা পোলাডা তো মাইয়া হাসি

...........................
Every Picture Tells a Story

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

তা বটে, ট্রোজান ক্রেসিডা পোলাডা আসলেই মাইয়া।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কাজি মামুন এর ছবি

আর একটু দূরে তোমার জানালা আড়াল করে
মুঠি মুঠি শিমুল ফুল; তার ফাঁক গলে -
জানালার পর্দায় নকশা করা প্রজাপতি

ভাল লেগেছে। আপনার প্রতীকগুলো আমার দারুণ লাগে। তবে একটা বিষয় বুঝতে পারছি না, মৃত্যুময় ঈষৎ ভাইয়ের কাছে কবিতাটা রোমান্টিক ধাঁচের মনে হয়নি কেন? আমি উনার করা সমালোচনা নিয়ে কিছু বলছি না, তার তেমন ভাল না লাগতেই পারে।

ক্রেসিডা এর ছবি

আমি যতটা ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম ৪ লাইন বেশি ভালো লাগবে; ধন্যবাদ পড়ার জন্যে।

"বিরহ, ভালোবাসার এক বিকল্প আগুন"

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কাজি মামুন এর ছবি

আপনার হয়তো প্রথম ৪ লাইন বেশি ভালো লাগবে

প্রথম চার লাইনও ভাল লেগেছে। তবে পরের লাইনগুলোর প্রতীকী সৌন্দর্যে আমাকে বেশি মুগ্ধ করেছিল। আর সেজন্যই উদ্ধৃত করা।

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

রোমান্টিক কবিতার সীমা-পরিসীমা নিয়ে ব্যক্তিগত চিন্তা ভাবনা আছে; তাই আর কী! উনার মতামতটাও জানতে চাইছিলাম।

কাজি মামুন এর ছবি

রোমান্টিক কবিতার সীমা-পরিসীমা নিয়ে ব্যক্তিগত চিন্তা ভাবনা আছে

সেই চিন্তা-ভাবনাটাই তো জানতে চাচ্ছিলাম। আমার মত অনেক পাঠকের কাছেই কবিতাটা রোমান্টিক ধারার মনে হয়েছে, কিন্তু আমাদের মনে হওয়াটাই আর শেষ কথা নয়। তাছাড়া আধুনিক কবিতা সম্পর্কে অতটা জানাও নেই। ব্লগ আলোচনার একটা বড় সুবিধা হল, মূল লেখার পাশাপাশি এখানে অনেক সমৃদ্ধ আলোচনা হয়, যা থেকে নতুন অনেক কিছু জানা যায়।
কোন বিতর্কে জড়ানোর জন্য এই মন্তব্য করছি না। আপনার যে কবিতাটা মোটামুটিও লাগছে না, তা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। আমার শুধু খুব কৌতূহল হচ্ছে জানতে, কেন কবিতাটা অ-রোমান্টিক মনে হচ্ছে আপনার কাছে?

অতিথি লেখক এর ছবি

অপেক্ষায় থাকি;

"কখন দমকা হাওয়া এসে উড়িয়ে দেবে আড়াল, দেখা যাবে
তোমার কাঁধ বেয়ে কোমরে নামা

একটা পূর্নদৈঘ্যের রাত্রি;"

এই অংশ টুকুতে বাক্তিগত ভাললাগা রইল।
কবিতা আমার ভীষণ ভালো লাগে।।।।।
চোখ টিপি
ভালো থাকবেন !

সাফিনাজ আরজু

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

চেষ্টা চলুক।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মেঘা এর ছবি

আমিও বলি চেষ্টা চলুক। আবার কোন কবিতা পড়ে লিখতে চাই মুগ্ধতা!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

আইলসা এর ছবি

বেশ ভালো লাগছে কবিতাটা ।

শুধু একটা কথা,

তোমার কাঁধ বেয়ে কোমরে নামা
একটা পূর্ণদৈর্ঘ্যের রাত্রি;

এখানে একটা না বলে কি একটি বলা যায় কিংবা একটা/একটি কিছু বলা কি দরকার?
আমি ভুলে "একটি" পড়ছিলাম, আমার বেশ ভালোই লাগছিলো, এজন‌্য বললাম। যাহোক আমি কবিতা বুঝিই না, সুতরাং এটা পুরোই ফালতু নাক গলানো।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে; ওখানে "একটি" ই হবে; আমি খেয়াল করিনি, আবার এখন মনে হচ্ছে - "পূর্ণদৈর্ঘ্যের রাত্রি" এর আগে কোন শব্দ না হলেও চলে

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

অপেক্ষার আর এক নাম জীবন। ধন্যবাদ ভাল লাগল কবিতাটি।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

নাগরিক কবিতা বোধহয় একেই বলে গুল্লি

মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।