বিরহের গোল্লাছুট

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ০৮/০৬/২০১২ - ১০:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

 

বিরহের গোল্লাছুট

-------------------

নিঃশ্বাসে অস্পষ্ট যে বিপরীত প্রতিবিম্ব
জলের নীচে কাঁজল গাঁয়ে
স্রোতের মরা রঙ
         বেসিনের নদীতে ঝরবে বৃষ্টি হয়ে

পালসবিটে শব্দ বুনো
             বুনো তৃষ্ণা;
দেয়ালের ফাঁটলে ছক কাটে সোনালী রোদ
যেন কাঁচের গ্লাসে সোনালী মদ!
চুমুক দিয়ো না তারে, সে চাবে অধরের চুমু
চুমু ছুঁয়ো না

এস্রাজের সুরে বুঝে নিও
          ঠোঁটের ডিকটেশন -
প্রচ্ছদের আকাশে ভাসমান বর্নমালায়
তার নাম ছিল প্রেম!

তবু ভুল করো না!
ভেতরে উৎসর্গ পত্র তোমার জন্যইঃ
'এবার কিছুদিন প্রেম বিহীন
খেলবো বিরহ-বিরহ;
আমি ও সে পাতালে পালাবো
ধরতে যেয়ো না বিরহীনি;'

তুমি বরং এই অবসরে দক্ষতা বাড়াও
বিরহের গোল্লাছুটে। 


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কিছু অংশ দুবার এসেছে।

দ্বিতীয় কপিতে অতিরিক্ত লাইন গ্যাপ চলে এসেছে, (অনভ্যস্ততার কারণে) পড়তে কষ্ট হচ্ছে।

পালসবিটে শব্দ বুনো
বুনো তৃষ্ণা;
দেয়ালের ফাঁটলে ছক কাটে সোনালী রোদ
যেন কাঁচের গ্লাসে সোনালী মদ!
চুমুক দিয়ো না তারে, সে চাবে অধরের চুমু
চুমু ছুঁয়ো না

এ অংশটুকু ভালো লেগেছে।


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

প্রথমবার ঠিকই ছিল। একবার এডিট করায় লাইন গ্যাপগুলো চলে এসেছে কিভাবে যেন! ঠিক করে দিয়েছি।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কাজি মামুন এর ছবি

নিঃশ্বাসে অস্পস্ট যে বিপরীত প্রতিবিম্ব
জলের নীচে কাঁজল গাঁয়ে।/
পালসবিটে শব্দ বুনো
বুনো তৃষ্ণা

ভাল লেগেছে বরাবরের মতই, ক্রেসিডা ভাই!

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ মামুন ভাই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

দেয়ালের ফাঁটলে ছক কাটে সোনালী রোদ
যেন কাঁচের গ্লাসে সোনালী মদ!
চুমুক দিয়ো না তারে, সে চাবে অধরের চুমু
চুমু ছুঁয়ো না
চলুক

ক্রেসিডা এর ছবি

শিওর ছিলাম ভিতরে ঢুকেই বুড়ো আঙ্গুল দেখবো আপনার দেঁতো হাসি

ধন্যবাদ পড়ার জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

বেশি কঠিন- মাথা আউলায়...

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

ইয়ে, মানে...

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।