শুধুই বিস্মৃতি

ধ্রুব হাসান এর ছবি
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: মঙ্গল, ১৮/০৯/২০০৭ - ৬:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতরাতে একটা আস্ত লেখা শেষ করেছিলাম প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে। আচ্ছা লেখাটা কি পুরোটা শেষ করতে পেরেছিলাম?......তবে ঘুম থেকে উঠে পড়ে ছিলাম বার কয়েক...! সেকি টান টান উত্তেজনা ছিল প্রতিটি শব্দে!...অবশ্য বিষাদেরও একধরনের উত্তেজনা থাকে। আমি প্রতিবার একেকটা বাক্য শেষ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিলাম, যেন সংগম যুদ্ধের পর একেকটা ছোট্ট বিরতি! কিন্তু তবুও শব্দের সৌন্দর্য আমায় মুগ্ধ করছিলো খুব; খুব অবাক হচ্ছিলাম কীরকম অবলীলায় জীবনের প্রতিটি সম্বন্ধ ঠিক ঠিক বুঝে যাচ্ছিলাম!......একসময় বুঝতে বুঝতে ক্লান্তিতে ঘুম আসছিলো, একসময় আর মনে নেই,কি মনে হচ্ছিলো......!!

......ভোরে উঠে প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে লেখাটা খুঁজলাম খুব; পেলাম না, কিন্তু রাতেতো ঠিকঠাক পেয়েছিলাম...এখনো মনে আছে কাগজের শেষের দিকটা ছেড়া ছিলো! কি আশ্চর্য!মনেই করতে পারলাম না পুরো ব্যাপারটা স্বপ্ন ছিলো কিনা! এখনো পারছিনা; যদিও কখনোই পারিনি মনে করতে,গত হওয়া জীবনটা কি ছিলো; কিংবা এই জীবনটা ??

(রেডব্রীজ,লন্ডন,সেপ্টেম্বর'২০০৭)


মন্তব্য

তারেক এর ছবি

পড়লাম। ভাল লাগলো। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জিফরান খালেদ এর ছবি

ঐ তারেক, এইটা হইলো আমার মামু। বাকি লিখাগুলান পড়ো, বুঝিবা কি জিনিস...

এইটা তো আমি পড়সিলাম। বেশি ভাল জিনিস মাথায় ঢোকে না আমার; তদুপরি, জটিল একটা জিনিস হইসে। ফাটাফাটি।

জিফরান খালেদ এর ছবি

আরেকটা ব্যাপার, এইরকম আমারো হয় মাঝে মাঝে, কিন্তু, ঘটনাগুলা অনেক বেশি এক্স-রেটেড, নিচু লেভেল-এর। এই ধরণের না।

তারপরও মেজাজ খারাপ হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।