হলুদে মাতোয়ারা সকাল

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: সোম, ২৩/০৭/২০০৭ - ৫:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেই ভোর দশটার সময় ঘরের দরজা খুলিয়া, বাহিরে দুই পা ফেলিয়া চোখের মনি মোর ভরিয়া গিয়াছিলো আজ হলুদের পরশে।

না পাবলিক্স কোন কোবতে বলিবার দু:সাহস করিতেছিনা, বলিতেছিলাম অদ্য ভোর উষা লগনের কথা। আরে ইয়ার মেরী তো দিল হি লেকার চলি গেয়ি। ক্যায়সা ধামাকা থা!

ঢুলু ঢুলু চোখে যেই না দরজাটা খুলছি, একেবারে ডাইরেক্ট আঁখো মে আঁখে । হলুদ রঙের সালোয়ার কামিজে ম্যাচিং ব্যাগ কাঁধে, চপ্পলও মনেহয় ম্যাচিং ই ছিল। কুটুশ করে এক নজর চাহনী, মাথাটাই বিগড়াইয়া দিলো রে। পরের দশ মিনিট ঘুরে ঘুরে পিছে ফিরে তাকাইছি পাছে একটা নজর যদি পালাটকার দেখে !

কিন্তু না, আমার সেই শখ কভু পূরণ হলোনা শায়তান!!
ফিরিয়া চাহিলো না সেই হলুদ পাখি। এখন প্রশ্ন হলো, কে ছিলো সেই আনদেখি, আনজানি লাড়কি, তাও আবার উপমহাদেশীয় পোষাকে।

লাখ টাকা দামের পরোশনো। কোথায় হে আগাদের ঘাঁগু গোয়েন্দারা? আসো যোগ দাও, দূর করো মোর পেরেশানি! আর তো পারিনা গুরু, সেই যে ছোটবেলা থেকে শুরু।


মন্তব্য

পোড়া কপাইল্লা অতিথি এর ছবি

নো টেনশন। তবে হলুদের প্রতি এত মায়া থাকতে নাই। পদে পদে বিপদ।
১. হলুদে হিমু ভাব আসে
২. হলুদে মেয়েদের পোশাক সেন্স কম বোঝা যায়।
৩. কিসের একটা রং যেন এর সাথে মিলে। গু.....
৪. হলুদ পাখি মনে কষ্ট দিয়ে উঠে যায়। হলুদিয়া পাখি.... সোনারী বরন..... পাখিটি ছ্যাকা দিল কেন?

যাই হোক আপনারা গুণী লেখক, এই অধমের কথায় মাইন্ড খাইয়েন না। আমি আপনার সামান্য পরিচিত কেউ।

অপালা এর ছবি

আমি বুজছি,কিন্তু কইতাম না।

হাসান মোরশেদ এর ছবি

জীবন যৈবন কি এমনেই কাটবো নাকি?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কিন্তু না, আমার সেই শখ কভু পূরণ হলোনা শায়তান!!
ফিরিয়া চাহিলো না সেই হলুদ পাখি। এখন প্রশ্ন হলো, কে ছিলো সেই আনদেখি, আনজানি লাড়কি, তাও আবার উপমহাদেশীয় পোষাকে।

ক্রমশ:
এর পরের অংশ বলিউডের করন কাপুরকেও হার মানায়। আমরা দেখতে পাই ধুসর গোধুলী আর সেই উপমহাদেশীয় লাড়কি তাজমহলে। (বি: দ্র: - তাজমহল একটি রেস্টুরেন্টের নাম।)। ধুসর তার চোখ দুটোকে বড় বড় করে লাড়কীর দিকে তাকিয়ে থাকে। লাড়কি লজ্জায় নত হয়। প্লেটে করে আসে কই মাছের ঝোল আর ধোঁয়া ওঠা গরম ভাত। লাড়কি বলে - 'এই মাছ কিভাবে খায়? এত্তো কাঁটা?'
ধুসর কাঁটা বাছতে বাছতে বিরক্ত হয়। মনে মনে বলে - 'এর চেয়ে ব্লগিংই ভালো ছিলো'।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

মুহম্মদ জুবায়ের এর ছবি

মজাদার লেখা।

চোখে শর্ষেফুল দেখা বলে একটা কথা আছে। শর্ষে ফুলও কিন্তু হলুদ। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দ্রোহী এর ছবি

বেচারা!!


কি মাঝি? ডরাইলা?

জ্বিনের বাদশা এর ছবি

কারো না কারো শালী তো হইবই চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মাশীদ এর ছবি

হলুদ সালোয়ার-কামিজ পর্যন্ত ঠিক ছিল, সাথে ম্যাচিং হলুদ ব্যাগ আর চপ্পলটা শুনে কেমন যেন ইয়ে ইয়ে লাগল। মানে একটু ক্ষ্যাত-ক্ষ্যাত আর কি! মনে হল, এই লাড়কির আনদেখি, আনজানি থাকাই ভাল। আর যদি জানতেই চাস, ঘাঁগু গোয়েন্দার দরকার নেই, হলুদ ব্যাগ-চপ্পলই বলে দেয় এই লাড়কি ঢাকাইয়া কুট্টি।

নিজের ভালর জন্য ভুলে যা।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

কনফুসিয়াস এর ছবি

হলুদিয়া পাখি, সোনালী বরণ, পাখিটি ছাড়িল কে?

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি

- মাশীদ ঠিহই কইছে, চেহারায় কেমন কেমন একটা কুট্টি কুট্টি ভাব আছিলো বেটির। তবে চপ্পল আর ব্যাগের ব্যাপারে কনফার্ম না। কারণ দেখছিই এক্কারে ইসলামী নজর, মানে একবার। হেরপর তো ছ্যাঁকাই খাইয়া ফেললাম মন খারাপ

শিমুল খালি আমার পিছে পরে। তাজমহলে কৈ মাছ পাওয়া যায়?
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তাজমহলে কৈ মাছ পাওয়া যায়?

আন্দ্রেয়াঁস, শক্তি আর নবিদুর মিলে তাজমহলে কৈ মাছ খায় নাই? ঐখানে বসে তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলাপ করে নাই? আপনি ভুলে গেছেন!!!
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

ধুসর গোধূলি এর ছবি

- ধুরো মিয়া, কৈ মাছের দাওয়াত খাইতে লোকজন সন্ধ্যায় ঘরভর্তি লোক ফেলে যায়গা। মন খারাপ
সেলিম ভাই থাকাকালীন মাঝে মাঝে গেলে স্টাফ ফুড থেকে খেতাম। কৈ মাছে ডর লাগে আমার, পাবদা খাইছি বেশ কয়েকবার। সবচাইতে ভালো লাগছে আলুগোশত। নবিদুরের আমলে পাওয়া গেলেও যাইতে পারে, ধুসর গোধূলির আমলের তাজমহল আর তাজমহলের সেই তাজ মনেহয় নাই।

সর্বশেষ শোমচৌ খাইছে তাজমহলে, জিজ্ঞেস করে দেখেন।
মেলানকোলী সওদাগর এন্ড কোং এখন চিলিস বলে এক জায়গায় এটাক চালায়। ফাটাফাটি জায়গা।
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নবিদুর ভাইয়ের সময়টা তাহলে ভালো ছিল।
সেলিম ভাই আর দেলোয়ার ভাই আসতো - 'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা' শোনার জন্য। আহারে - - - । সর্বশেষ, দীপান্বিতার সাথে দেখা তাজমহলেই হয়েছিল। ওখান থেকে ট্রামে করে দুজন সোজা বরুণ'দার বাসায় ।
চিলিস-এ যখন যাবো তখন বোধ হয় মেলানকোলী সওদাগর এন্ড কোং থাকবে না।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।