টেস্টিং

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ১৫/০৬/২০০৭ - ৬:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
আমিও ইট্টু টেস্টিং কইরে দেখি কী হয়! কেমনে কী!!

মন্তব্য

হাসিব এর ছবি
জবর জিনিস হইছে সাইটটা । স্কৃপ্ট চালানোর সুবিধা কি কি সেটাই দেখা দরকার ।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও ইট্টু টেস্টিং কইরে দেখি কী হয়!

কেমনে কী!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও ইট্টু টেস্টিং কইরে দেখি কী হয়!

কেমনে কী!!

ধুসর গোধূলি এর ছবি
ঝামেলা আছে হাসিব ভাই। কেউ তো ইচ্ছা করলে গান ও দিয়া দিবার পারবো। এখন আপনে শুনতে না চাইলেও বাধ্য হইয়া শুনতে হইবো, যদিনা মোটারামরা সেই পোস্টকে কান ধরে প্রথম পাতার বাইরে পাঠায়া দেয়। আমার একটা পোস্টেরে মোটারাম খেদাইয়া দিছে অমনে! :( _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
হাসিব এর ছবি
ফ্যাসিলিটি থাকার দরকার আছে । সেইসাথে সেইটার এ্যাবিউজ হইলে মলমেরও দরকার আছে ।
ধুসর গোধূলি এর ছবি
কিন্তু আমার অক্ষর গুলা মার্জিনের বাইরে গেলোগা ক্যা? _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও ইট্টু টেস্টিং কইরে দেখি কী হয়!

কেমনে কী!!

হাসিব এর ছবি
মেজো মডু মাহবুব মুর্শেদরে কইছি । হ্যায় দেখছে ব্যাপারটা ।
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
শুধু ইন্টারনেট এক্সপ্লোরারে দেখায় তাই না? ==== মানুষ চেনা দায়!
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও ইট্টু টেস্টিং কইরে দেখি কী হয়!

কেমনে কী!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও ইট্টু টেস্টিং কইরে দেখি কী হয়!

কেমনে কী!!

হাসান মোরশেদ এর ছবি
হ লাগা । সবাই মিইল্লা ঝাকানাকা লাগাইয়া পেইজটারে দে বাসন্তী বানাইয়া -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি
দাদা, আসেন আপনেরেও ইট্টু রং মাইরা দেই :D রাং-এর ডিব্বাডা এদিকে দে দেহি বাসন্তী!!! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
হাসিব এর ছবি
কোনটার কথা কন ?
ধুসর গোধূলি এর ছবি
রাইট মোটারাম মামু! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
হাসিব এর ছবি
স্পেস ছাড়া একটানা লিখে গেলে সেটা ব্ক্স ছেড়ে অন্যদিকে রওনা দেয় । এটা ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার দুইটাতেই হয় । এই টানা লেখা পাব্লিক সাধারনত লিংক পেস্ট করতে গিয়ে করে ।
ধুসর গোধূলি এর ছবি
হ, এই সমস্যাটা সামহোয়্যারের ব্যাপক সিভিয়ার আকারে আছিলো। মাঝে মাঝেই দেখা যাইতো পেইজ ভচকাইয়া গেছে। লিংক দিতে গেলেও এই হয়, এখনো! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
আইচ্ছা লিংক এবং ফরম্যাটিং টুলবার জুড়ে দিবো যাতে ভুল কম হয়। ==== মানুষ চেনা দায়!
হাসিব এর ছবি
সেটা করলে অবশ্যই ভালো । কিন্তু টানা লেখার একটা লিমিট সেট করে দেয়া যায় না ? তাহলে আইলসারা বাধ্য হবে ঠিকঠাক মতো লিংক পেস্টাইতে ।
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
ওকে, সেইটা পরের স্টেপ। ==== মানুষ চেনা দায়!
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধুসর কেমনে রং লাগাইলো। কয় না ক্যা?

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।